প্রিয় বন্ধুরা,
বেশ কিছুদিন দু'বেলা করে কাজে বেরোতে হচ্ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও লেখার অবকাশ পাই নি, চাকরি মানে যে চাকরগিরি, সেটা আগেও জানতাম তবে ভেবেছিলাম একটা বয়েসের পড়ে হয়তো একটু ছাড় পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো উপায় দেখছি না।
আরো একটি কারণ হলো, আমি নিজের একাউন্ট কে ক্লাবে যুক্ত করবার জন্য একটু সময় নিলাম, আসলে সব সিদ্ধান্তই ভবিষ্যতের কথা ভেবে নেওয়া উচিত বলে আমি মনে করি।
ফাঁকি দেবার ইচ্ছা বা মনোবাসনা নেই আমার কোনো কালেই, একমাত্র সঠিক বা বলতে পারেন যুক্তিযুক্ত কারণ ছাড়া আমি কখনো লেখা এড়িয়ে যায়নি।
যারা দীর্ঘদিন ধরে আমাকে জানেন তারা বিষয়টি উপলব্ধি করতে পারবেন। যাইহোক আশাকরি সকলে ভালো আছেন নিজের নিজের কাজের মধ্যে দিয়ে।
আমার এখন নিঃশ্বাস নেবার অবকাশ নেই, যেহেতু এই মাসে দক্ষিণ ভারত বেড়াতে যাবার কথা কাজেই বাড়তি কাজ করে যেতে হচ্ছে।
কাজের জায়গায় আসলে একা নয় যৌথ উদ্যোগ এর প্রয়োজন একটি প্রতিষ্ঠানকে সুষ্ঠ ভাবে চালাবার জন্য।
আমি কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি একটি পরিবারে যেমন সবার স্বভাব চরিত্র একরকম হয় না, যেকোনো কোম্পানিতে কাজ করতে গেলেও একই বিষয় চোখে পড়ে।
কেউ কেউ জানে কোথায় নিজের ভাব বজায় রাখলে আত্মস্বার্থের বৈতরণী অবলীলায় পার করে নেওয়া যাবে, এরা এত মিষ্টি মুখে কথা বলবে যে, ঘুণাক্ষরেও কেউ এদের মনের আসল অভিসন্ধি বুঝতে পারবে না।
আর একপক্ষ যারা আমার মতন সোজা সাপটা কথা মুখের উপরে বলে দিয়ে থাকে, তারা চিরকাল চোখের কাঁটা! অথচ তলিয়ে দেখেলে বোঝা যাবে, কোন কাজটি নীতিবাচক আর কোনটি অনৈতিক।
এই সপ্তাহে কাজে বেরিয়ে বেশ কিছু ছবি তোলার সুযোগ হয়েছিল সৌভাগ্যক্রমে সেগুলোই আজকে আপনাদের মাঝে নিয়ে আসা।
ছবিগুলো তোলার সময় মনে হলো সূর্য কিন্তু সব ফুলেদের উপরেই সমান আলোকপাত করে থাকে কিন্তু সব গাঁদা ফুল কিন্তু একই রকম ভাবে বিকশিত হয় না।
তেমনি আপনি দেখবেন একটি প্রতিষ্ঠানে কর্মরত বহু মানুষের মধ্যেও বিভিন্নতা থাকে।
কেউ পরিশ্রমের জোরে উপর ওঠে আর কেউ তৈল মর্দন করে।
মিষ্টি ভাষীদের দেখবেন নিজেদের পাওনা দিব্যি আদায় করে নিলেও, যখন নিজেদের ক্ষেত্রে কোনো সহযোগিতা করবার জন্য বলবে সেখানে বেশ দায়িত্ব নিয়ে সেটি মিষ্টি মুখেই এড়িয়ে যাবে।
আমি জীবনে একটা কথা বিশ্বাস করি এবং মেনে চলি সেটা হলো ভাবের ঘোরে চুরি হলো সবচাইতে বড়ো চুরি।
যারা ভাবের ঘোরে চুরি করে এবং নিজেদের বেশ বুদ্ধিমান ভাবেন, তাদের একদিন সবচাইতে বেশি বিপদের সন্মুখীন হতে হয় এই স্বভাবের জন্য কারণ তারা দুনৌকাবাসী তাই এরা সাধারণত একটা সময় নিজেদের বিপদে কাউকে পাশে পায় না।
কারণ যাদের বোকা ভেবে আমরা বেশ মজা করে ব্যবহার করছি আজকে, তারা কিন্তু বোকা নয়, কেবল তাদের ধৈর্য্য শক্তি অন্যান্যদের চাইতে বেশি।
কাজেই কাউকে পাশে পাবার অভিলাষা রাখলে, সর্বাগ্রে নিজেকে পাশে রাখার শিক্ষায় শিক্ষিত করতে হবে।
ভেবে দেখবেন আপনি কোন দলের মানুষ, কখনো কারোর বিপদে পাশে থেকেছেন না কেবল অন্যের কাছ থেকেই পাশে থাকার প্রত্যাশা করেছেন।
পাশে থাকা মানে এই নয় যে, না বলতে পারেননি বলে থেকেছেন! কারণ সেক্ষেত্রে আপনি কাজটি মন থেকে নয় করছেন নিজের ইচ্ছের বিরুদ্ধে চাপে পড়ে।
যদি মন থেকে কখনো কারোর পাশে বিপদের দিনে দাড়িয়ে থাকেন, যেখানে বিনিময় কোনোকিছু পাবার প্রত্যাশা ছিল না, তবেই সেটি নিঃস্বার্থ সাহায্য বা ভালোবাসা বলে আমার বিশ্বাস।
আজ এখানেই ইতি টেনে বিদায় নিলাম, ভালো থাকুন সকলে এবং সুস্থ্ থাকুন এই কামনা করি।
শীতকাল মানেই গাঁদা ফুল।আমি তো শীতকাল পড়তেই বাড়িতে গাঁদা ফুলের গাছ লাগিয়ে ফেলেছি।আপনার লেখাটা অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ তবে আমার লেখার সাথে আপনার গাঁদাফুল লাগাবার সম্পর্ক বুঝলাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তবসম্মত জীবন কাহিনী আপনি এই গাধা ফুল চাষ করার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
আসলেই কাজের জায়গা একা নয় যৌথভাবে প্রতিষ্ঠা করতে হয়। এই সমস্ত কাজের মধ্যে সবার মন মানসিকতা যেমন এক থাকেনা ঠিক তেমনি ভাবেই সকলের চরিত্র একরকম হয় না।
যেমনটি ভাবে উদাহরণ দিয়েছেন সূর্যের আলো প্রত্যেকটি গাধা ফুলের উপর সমানভাবে আলোকপাত হয় কিন্তু প্রত্যেকটা গাঁদা ফুল কিন্তু সঠিকভাবে ফলন দেয় না।
গাঁদা ফুলের উদাহরণ এবং করমোটমুখী এবং তেলবাজি মানুষের উদাহরণ খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এটা একদম বাস্তবতা।
যাই হোক পরিশেষে এটাই বলব যেমন কর্ম তেমন ফল যে যেমন কর্ম করে যাবে সে তেমন ফলই পাবে। তারপরেও মানিয়ে নিতে হবে।
আর একবার ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আমাদের মাঝে ফুলের ছবিগুলো উপস্থাপন করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো দেখে যে আপনি লেখাটা পড়ে, একটি দীর্ঘ মন্তব্য ভাগ করে নিয়েছেন। জীবনের এই প্রান্তে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নি মাত্র।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক কথা লিখেছেন স্যার। আপনি। আপনি কাজটি এই বয়েসে এসেও যে কতটা নিষ্ঠার সাথে করেন তা গত কয়েকমাস এখানে কাজ করে আমি বুঝতে পেরেছি। আপনি গাঁদা ফুলের উদাহরণ দিয়ে আমাদের অর্থাৎ মানবজাতির স্বভাবের বৈষম্যকে ভীষন সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি এবং সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা শিক্ষার সাথে সাধারণ চোখে দেখা অনেক কিছুর মধ্যে যে অসাধারণ বিষয়গুলো সুপ্তবস্থায় থাকা বিষয়গুলো খুব স্পষ্ট ভাবে উঠে আসে, সেটাই আমার সবচাইতে ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কিছু বিষয় মনের এবং অভিজ্ঞতার নজরে দেখা আবশ্যকীয়, তাহলে অনেক শিক্ষাই আমরা প্রকৃতির থেকে শিখতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@pulook স্যার আপনার তোলা প্রতিটা ছবি আসাধারন হয়েছে। আর আপনার লেখা পড়তে আমার খুব ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর বিষয় ভাগ করে নেবার জন্য। ভালো থাকবেন।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit