|| গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া || by @rafi4444.

in hive-120823 •  2 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ১১ ই পৌষ | ১৪২৯ বঙ্গাব্দ | বুধবার | শীতকাল |





আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম , আমার ইউজার নাম @rafi4444। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। বাংলাদেশী এবং অন‍্যান‍্য দেশের সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।



IMG_20221228_222614.jpg


আখ থেকে গুড় তৈরি।
Device : Redmi 10 prime.



আজ আমি আপনাদের মাঝে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া। সম্পর্কে উপস্থাপন করবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


শীতকালে আখ মানেই রস খাওয়ার মজা। আর এই আখের রস খুব ভোরে খালি পেটে পান করলে এটা শরীরের জন‍্য অনেক উপকারি। আখ কে ইক্ষু বলা হয়ে থাকে। আখের রস দিয়ে চিনি ও গুড় তৈরির জন্য ব্যবহার হয় বলে এর চাষ করা হয়। বাংলাদেশে বিভিন্ন ধরণের আখের প্রজাতি চাষ হয়। বাংলাদেশে সচরাচর কম-বেশি সব জেলায় আখ চাষ করা হয় তবে সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় নাটোর জেলায়।

আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া চলুন শুরু করা যাক...


IMG_20221127_075401-01.jpeg

IMG_20221127_075502-01.jpeg


আখ এবং আখ থেকে রস মারাই করা হচ্ছে।
Device : Redmi 10 prime.
What3words Location : https://w3w.co/desktops.rereading.sandpit


প্রথমে আখের গায়ে লেগে থাকা আখের পাতা গুলোকে পরিস্কার করে নিতে হবে এবং পরিস্কার করা আখ মেসিনের মধ্যে দিয়ে মারাই করে নিতে হবে। তারপর...


IMG_20221228_073929-01.jpeg

IMG_20221127_075525-01.jpeg

IMG_20221127_083324-01.jpeg


রস চুলার উপরে টিনের কড়াইপাত্রের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে।
Device : Redmi 10 prime.
What3words Location : https://w3w.co/desktops.rereading.sandpit


মারাই করা সকল রস একটি টিনের মধ্যে করে নিয়ে চুলার উপরে কড়াইপাত্রের উপরে ছাঁকনার মধ্যে ছেঁকে পরিস্কার রস কড়াইয়ের মধ্যে রাখতে। যতক্ষণ না পযর্ন্ত কড়াইপাত্রটি রসে না ভর্তি হয়। তারপর...


IMG_20221127_083225-01.jpeg

IMG_20221127_085614-01.jpeg

IMG_20221127_090306-01.jpeg

IMG_20221127_090307-01.jpeg


কড়াইপাত্র ভর্তি রস এবং রসের উপর থেকে গাদ ময়লা পরিস্কার।
Device : Redmi 10 prime.
What3words Location : https://w3w.co/desktops.rereading.sandpit


চুলার উপরে কড়াইপাত্রের মধ্যে রস ভর্তি হয়ে গেলে চুলায় জ্বালানি দেওয়া শুরু করলে অনেকটা সময় পরে রসের উপরে তরল পদার্থের ময়লা ভেসে ওঠে। সেই ময়লা বা গাদ কে একটি পরিস্কার কাপড় দিয়ে উপর থেকে ছাঁকনার মাধ্যমে ছেঁকে ফেলে দিতে হয়। তারপর...


IMG_20221127_090624-01.jpeg

IMG_20221127_101031-01.jpeg

IMG_20221127_101047-01.jpeg

IMG_20221128_145106-01.jpeg


রস জ্বালানো চলছে।
Device : Redmi 10 prime.
What3words Location : https://w3w.co/desktops.rereading.sandpit


রসের উপরে থেকে গাদ বা ময়লা ধরা হয়ে গেলে আগের থেকে চুলার আঁচ বাড়িয়ে জ্বালানি শুরু করতে হবে। এমন ভাবে জ্বালানি শুরু করতে হবে যাতে করে কড়াইপাত্রের রস সব সময় উতলাতে থাকে। মাঝে একটু সময় নিয়ে ডালডা এবং বন ঢেড়শের রস দিয়ে নিতে হবে। এভাবে প্রায় ২-৩ ঘন্টা এক নাগার জ্বালানি দিতে হবে। তারপর...


IMG_20221127_112516-01.jpeg

IMG_20221127_121815-01.jpeg

IMG_20221127_121958-01.jpeg

IMG_20221127_121859-01.jpeg


Device : Redmi 10 prime.
What3words Location : https://w3w.co/desktops.rereading.sandpit


একটা সময় রস একটু ঘনত্ব হয়ে আসলে কিছুক্ষণ ধীরে ধীরে জ্বালানি দিয়ে চুলার উপর থেকে কড়াইটি নামিয়ে নিতে হবে এবং এক পাশে পরিমাণ মতো চিনি দিতে হবে। তারপর...


IMG_20221127_161621-01.jpeg

IMG_20221127_122026-01.jpeg

IMG_20221127_122524-01.jpeg

IMG_20221127_122528-01.jpeg


Device : Redmi 10 prime.
What3words Location : https://w3w.co/desktops.rereading.sandpit


চিনি গুলোকে সুন্দর করে গুড়া করে নিতে হবে যাতে করে গুড় ভালো দানা লাভ করে। চিনি গুড়া হয়ে গেলে পাকা রস সম্পূর্ণ চিনির মধ্যে মিশিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ভালো ভাবে নাড়িয়ে নিতে হবে। অতঃপর এভাবেই সম্পূর্ণ হবে আখের রস থেকে আখের গুড় তৈরির প্রক্রিয়া।


ধন‍্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...