খেলা কেন্দ্রিক একটি ঘটনা ও আমার কিছু অভিমত

in hive-120823 •  5 months ago 

কেমন আছেন বন্ধুরা? আল্লাহ্র অশেষ মেহেরবানীতে আমি সুস্থ্য এবং ভালো আছি। সুস্থ্যতা আল্লাহ্ তা’লার সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আমি অনেক খুশি।

আজ আমি আপনাদের মাঝে “খেলা কেন্দ্রিক একটি ঘটনা ও আমার কিছু অভিমত” শীর্ষক একটি লিখনি উপস্থাপন করছি। তাহলে শুরু করা যাকঃ-

pexels-pixabay-274422.jpg
source

বন্ধুরা, খেলাধুলা আমরা সকলেই পছন্দ করি। বিশ্বের প্রতিটি দেশেই কিছু কিছু খেলা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আমার দেশও এদিক থেকে পিছিয়ে নেই। বর্তমানে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট ও ফুটবল।

প্রতিবার ঈদে আমাদের এলাকায় ছোট এবং বড়দের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার কুরবানী ঈদেও এর ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রম হয়েছে শুধু একটি যায়গায়।

ব্যতিক্রমের জায়গাটি বলছি, তবে তার আগে বলতে চাই আমরা পরাজয় মেনে নিতে কেন জানি বড্ড কৃপনতা করি। খেলার মধ্যে জয় পরাজয়কে খুব বড় করে দেখি। খেলাকে খেলা হিসেবে কখনই উপভোগ করতে জানি না।

আর এতেই বেধে যায় বিপত্তি। মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে থাকে। আমাদের এলাকায় ঠিক এমন একটি অপ্রিতিকর ঘটনা ঘটেছে গতকাল। ছোট এবং বড়দের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো।

একটি গোল করাকে কেন্দ্র করে দুদলের মধ্যে কথা কাটাকাটি হয়েছিলো। সেই কথা কাটাকাটি শেষ পর্যন্ত মারামারিতে রুপ নিয়েছিলো। কিন্তু এটি মোটেও কাম্য নয়।

খেলাধুলায় অংশগ্রহন এবং খেলাধুলা উপভোগ এই দুইটির সময় অবশ্যই আমাদের কিছু বিষয় আগে থেকেই মাথায় নিতে হবে। আমরা অনেকেই অভদ্রভাবে বিজয় উদযাপন করি। কিন্তু এটি ঠিক নয়।

প্রতিপক্ষ দলের প্রতি সম্মান রেখেই আমাদের বিজয় উদযাপন করা উচিত। আর সবসময় জয় এবং পরাজয় এই দুটি বিষয় কেন্দ্রিক মন মানসিকতা থাকা জরুরি। শুধু যে সবসময় জয় পেতেই হবে তা কিন্তু নয়।

পরাজয়ের মনোভাবও আমাদের মাঝে রাখতে হবে। পরাজয় যে সবসময় খারাপ কিছু বয়ে আনবে তা কিন্তু নয়।

pexels-pixabay-262524.jpg
source

যারা প্রফেশনাল তারা কিন্তু পরাজয়কেও বরণ করতে জানে এবং সেই পরাজয় থেকে তারা শিক্ষা অর্জন করে সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়ায়। এটিই তো সত্যিকারের সৌন্দর্য।

আপনি চাইলেই খেলা দারুনভাবে উপভোগ করতে পারেন। জয় পরাজয় মাথায় আনলে সেই খেলা দেখে আপনি কিন্তু তেমন সুখ অনুভব করবেন না। আই যেমন খেলা দেখতে বসলে খেলার ভালো ভালো দিকগুলো সবসময় খেয়াল করি।

যেমন ফুটবল খেলার ক্ষেত্রে আমি গোল দেয়া এবং গোল আটকানো বেশ উপভোগ করি। কোন দল গোল করলো আর কোন দল গোল খেলো সেটা কোন প্রভাব ফেলে না আমার উপর।

আমি শুধু ঐ গোল করাকে খুব মনযোগ দিয়ে দেখি। এরপর কোন খেলোয়ার যদি তার সূক্ষ দক্ষতা দিয়ে একটি গোল রক্ষা করে থাকে তাহলে সেটিকে বাহবা দেই।

আমরা যেহেতু বাঙ্গালী তাই আমাদের আবেগ একটু বেশি। এটি দোষের কিছু নয়। বরং আবেগকে এক যায়গায় ফেলে রাখলে চলবে না। জয় পরাজয় ছাপিয়ে আবেগ নিয়ন্ত্রন করা সত্যি অনেক জরুরি একটি বিষয়।

আমরা হেরে গেলে নিজেদের দোষ দিতে থাকি। মনে হয় সব বুজি আমার শেষ হয়ে গেলো। পরাজিত দলকে যা তা বলতে থাকি। তাদের সমালোচনা করি। নিজের আবেগকে কোন রকম নিয়ন্ত্রন করতেই জানি না।

কিন্তু সবসময় একটি কথা মাথায় গেঁথে নিতে হবে আবেগ দিয়ে খেলা হয় না। দিনশেষে যার দক্ষতা বেশি সেই কিন্তু খেলায় বিজয়ী হবে। তাই খেলায় বিজয়ী হতে হলে আবেগ নয় বুদ্ধি খাটানো জরুরি বলে আমি মনে করি।

pexels-expressivestanley-3148452.jpg
source

আমার এলাকায় যে অপ্রিতিকর ঘটনাটি ঘটে গেলো তার জন্য দায়ী কিন্তু আমরাই। অর্থ্যাৎ যারা খেলোয়ার ছিলো। ক্ষুদ্র বিষয় তারা অনেক বড় করে দেখেছে। একটি গোল নিয়ে দুই দলের মাঝে বিতর্ক হয়েছে। কেউ কাউকে ছাড় দিতে চায়নি।

এখানে তারা আবেগ এবং সম্মানের প্রভাব খাটিয়েছে। তারা ভেবেছে পরাজয় হলেই বুঝি আমাদের সম্মান হানী হবে। কিন্তু পরাজয় থেকেও যে অনেক প্রাপ্তি আছে তা হয়তো তারা জানে না।

যাইহোক পরবর্তীতে কিছু বড় ভাইয়ের সুবাদে খেলাটি বন্ধ ঘোষণা করা হয়। দুদলকে একত্রিত করে হাত মিলিয়ে তাদের বুঝানো হয় যে খেলা তো খেলাই। এটাকে এত বড় করে দেখার কী আছে।

বছরে দুবার সবাই একত্রিত হয়ে খেলায় অংশগ্রহন করি। আর সেখানেই যদি এমন হট্টগোল হয় তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের থেকে কি শিখবে।

আমরা যেহেতু একটু বেশি আবেগি, বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে। তাই আসুন সবাই মিলে নিজের আবেগকে নিয়ন্ত্রনের যথেষ্ঠ চেষ্টা করি। জয় পরাজয় ছাপিয়ে পুরো খেলাকে উপভোগ করি।

pexels-riciardus-303353.jpg
source

নিজেরা কোন খেলায় অংশ নিলে সংযত থাকার চেষ্টা করি এবং প্রতিপক্ষ দলকে সম্মান করি। দল ছোট হোক বা বড় দিনশেষে এটি একটি খেলা, সময় ফুরোলে যেটি শেষ হয়ে যাবে।

আজ আর নয় বন্ধুরা। ভালো থাকবেন সকলে। আল্লাহ্হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

খেলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। এটি উপভোগ করার জিনিস। খেলায় জয় লাভ করলে আনন্দ লাগে। পরাজয় হলে কষ্ট লাগে। কিন্তু এগুলো মেনে নিতে হয়। পরবর্তীতে এখান থেকে শিক্ষা গ্রহণ করে কাজে লাগাতে হয়। আপনাদের এলাকার অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা পড়ে খারাপ লাগলো। আসলে সবাই এই পরাজয় বিষয়টা মেনে নিতে পারে না। যাহোক পরবর্তীতে তাদের মধ্যে সব মিটে গেছে এটাই অনেক। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে ধন্যবাদ আপনাকে।

জয় পরাজয় মানুষের জীবন কেন্দ্র করে সৃষ্টি হয়। তবে খেলার মধ্যে অনেকেই সে পরাজয় টা মেনে নিতে অনেকটাই কৃপণতা করে। এটা একেবারেই স্বাভাবিক একটা গোল কিংবা একটা রান নিয়ে কিন্তু, খেলার মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এটা করা মোটেও ঠিক না কেননা আমাদের জীবনটা যেখানে পরাজয় গ্রহণ করতে হবে। সেখানে খেলার মধ্যে জয় পরাজয় নিয়ে ঝগড়া করা মোটেও ঠিক না। ধন্যবাদ খেলা সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

আপনি যে খেলা সম্পর্কে আপনার ব্যক্তিগত কিছু বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু খেলার ভিতরে জয় পরাজয় থাকতেই পারে তাই বলে মারামারি কাটাকাটি করা একদমই ঠিকই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনার খেলার সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করার জন্য।