Contest of January#2 by @sduttaskitchen| Three things I like about the steemit platform.

in hive-120823 •  last year 

কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি খুব খুশি, কারণ স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে লিখতে পারছি। এটা আমার এবং সকলের জন্য দারুণ একটি পাওয়া। যে প্লাটফর্মে কাজ করি, সেই প্লাটফর্ম সম্পর্কে লিখা সত্যি অনেক আনন্দের।

এ্যডমিন ম্যাম @sduttaskitchen কে অসংখ্য ধন্যবাদ এমন একটি বিষয় আমাদের জন্য নির্ধারণ করে দেয়ার জন্য। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাকঃ-

Beige and Purple Colorful Photography Contest Poster.jpg

(ক্যনভা দিয়ে ইডিট করা)

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি কোন তিনটি জিনিস পছন্দ করেন? এই কারণে আপনার ন্যায্যতা শেয়ার করুন।

প্রথম কথা স্টিমিট প্লাটফর্মে আমার সব কিছুই দারুণ লাগে। তবে তিনটি পছন্দের জিনিসের মধ্যে প্রথমটি হলো কমিউনিটিতে কাজ করা, দ্বিতীয়টি হলো মার্তৃভাষায় লিখতে পারা এবং তৃতীয়টি হলো অন্যের লিখা পড়ে কমেন্ট করতে পারা।

আমার প্রথম পছন্দের বিষয়টি নিয়ে নতুন করে বলার হয়তো কিছুই নেই। কেননা একটি যায়গায় যখন আমরা নতুন হিসেবে কাজ শুরু করি তখন কিন্তু বিভিন্ন বাঁধার সম্মুখীন হই। এছাড়াও সেখানকার অনেক কিছু আমরা বুঝিও না। কিন্তু স্টিমিট প্লাটফর্মে এই ঝামেলা নেই।

কেননা এখানে কমিউনিটি রয়েছে। আপনি যেই কমিউনিটিতে কাজ শুরু করবেন সেখানকার শ্রদ্ধেয় মডারেটরগণ অথবা সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিগণ আপনাকে সব ধরনের সাহায্য করে থাকবে। সবকিছু বুঝিয়ে দেবে।

দ্বিতীয়ত স্টিমিট প্লাটফর্মে ভাষা নিয়ে কোন বাধ্যবাধকতা নেই। সবাই সবার মাতৃভাষায় লিখা শেয়ার করতে পারে এখানে। আমি যেমন আমার মাতৃভাষা বাংলায় সব সময় লিখি।

আর আমি এই প্লাটফর্মে আমার মনের ভাব খুব ভালোভাবেই প্রকাশ করতে পারি। তাই স্টিমিট প্লাটফর্ম আমার পছন্দের একটি যায়গা।

এরপর অন্যের লিখা পড়ে কমেন্ট করতে পারা। এটি কিন্তু বেশ মজার একটি বিষয়। আর অন্যের লিখা পড়লে নতুন অনেক কিছুই জানা সম্ভব হয়। কেননা গুণিজনেরা বলে যতই পড়বে ততই শিখবে।

balloon-381245_1280.png
source

তাই আমি স্টিমিট প্লাটফর্মে পোষ্ট পড়া এবং কমেন্ট করা বেশ উপভোগ করি। আর কমেন্টের মাধ্যমে লেখক আরো বেশি অনুপ্রেরণা পায় এবং লিখার পরিধী বাড়ায়।

প্রতিযোগীতায় দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ এই প্ল্যাটফর্মে যোগদানের পর আপনি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? এবং আপনি তাদের পরাস্ত করেছেন?

স্টিমিট প্লাটফর্মে আমার ক্ষেত্রে চ্যলেঞ্জিং বিষয় ছিলো চ্যাট জিপিটি এবং এ আই কনটেন্ট থেকে নিজের লিখাকে মুক্ত রাখা। প্রথমে আমাকে এই দুটি বিষয় নিয়ে বেশ স্ট্রাগল করতে হয়েছে। প্রানপ্রিয় কমিউনিটির শ্রদ্ধেয় এডমিন ম্যম সহ মডারেটরগণ আমাকে এই বিষয়ে যথেষ্ঠ সহযোগীতা করেছিলেন।

দু একবার আমার লিখায় জিপিটি ধরা পরেছিলো। এতে করে আমি বেশ ভেঙ্গে পরেছিলাম। কিন্তু পরবর্তীতে শ্রদ্ধেয় মডারেটরগণ আমাকে সবগুলো বিষয় হাতে কলমে শিখিয়ে দিয়েছিলেন।

এছাড়াও সপ্তাহে একবার আমাদের কমিউনিটিতে টিউটোরিয়াল ক্লাস হয়, সেই ক্লাসে এডমিন দিদির কাছ থেকে আমি বাকি বিষয়গুলো জেনে নিয়েছিলাম এবং কীভাবে লিখাকে জিপিটি মুক্ত এবং এ আই মুক্ত রাখা যায় সে ব্যপারে স্পষ্ট ধারণা পেয়েছিলাম।

ai-generated-8177861_1280.jpg
source

আর এখন আমি কমিউনিটির সকলের সহযোগীতায় এই দুটি চ্যলেঞ্জ উতরে উঠতে পেরেছি। আমি এখন জানি কিভাবে লিখাকে চ্যাট জিপিটি এবং এ আই মুক্ত রাখতে হয়। প্রতিবার পোষ্ট করার আগে লিখাকে এডমিন দিদির প্রদত্ত লিংক দিয়ে চেক করে আশংখা মুক্ত হই। তারপর আমি আমার লিখাটি স্টিমিট প্লাটফর্মে পাবলিশ করি।

প্রতিযোগীতায় তৃতীয় প্রশ্নটি ছিলোঃ স্টিমিট প্ল্যাটফর্মের ভবিষ্যত সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী? আপনার যদি একই সম্পর্কিত কোন পরামর্শ থাকে তবে শেয়ার করুন।

আমি মনে করি স্টিমিট প্লাটফর্মের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা যদি একদম লেগে থেকে এখানে কাজ করতে পারি তাহলে ভবিষ্যতে দারুণ কিছু অবশ্যই পাবো। কেননা সামনের দুনিয়া হবে ক্রিপ্টো কারেন্সির। তাই এখন সময় আমাদের আইডিকে আরো উন্নত করার।

আমাদের যাদের পাওয়ার কম তাদের কাজ হবে শুধুই পাওয়ার আপ করা এবং এনগেজমেন্ট বাড়ানো। আজ থেকে দুই-তিন বছর পর স্টিমের মূল্য কয়েকগুণ বেড়ে যাবে বর্তমান মূল্য থেকে।

ততদিনে আমাদের আইডিগুলো যথেষ্ঠ ভালো পর্যায়ে যাবে এবং ভালো ইনকাম জেনারেট হবে। তাই যেখানে ভবিষ্যৎ উজ্জ্বল সেখানে কাজ করাই হবে বুদ্ধিমান লোকের কাজ।

fantasy-4063619_1280.jpg
source

অনেক ইউজার আছে যারা অল্পতেই লোভে পরে পাওয়ার ডাউন করে। এতে করে তাদের আইডির রেপুটেশন নষ্ট হয় এবং স্টিমিট কর্তৃপক্ষের কাছে সেই আইডিটি মূল্যহীন হয়ে যায়।

এছাড়াও অনেকে চুরি করা কনটেন্ট এবং এ আই জেনারেট কনটেন্ট ব্যবহার করে থাকে। এতে সেই আইডিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই আমাদের প্রত্যেকের এই কাজগুলো পরিহার করা উচিত।

আর আমাদের সকলকে মনে রাখা উচিত আজকে যে স্টিমগুলো পাওয়ার আপ করবো সেগুলো আমাদের ভবিষ্যতের সঞ্চয়।

steem-dollars-8205824_1280.jpg
source

তাই আমি ব্যক্তিগতভাবে স্টিমিট প্লাটফর্মে অবৈধ সব কাজ পরিহার করবো এবং অন্য ইউজারদের প্রতিও আহব্বান রাখবো যাতে তারা নিয়ম মেনে সকল কাজ করে এবং সকল অবৈধ কাজ পরিহার করে।

এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য আমি @razuan129428 @karobiamin @jubayer687728 @familycooking1 @zahidsun বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।

আজ আর নয় বন্ধুরা। সকলেই ভালো থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রতিটি প্রশ্নের উত্তরই আপনি খুব সুন্দর ভাবে দিয়েছেন।

আপনার মত আমিও মাতৃভাষায় লিখতে পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফরম আমাকে সেই সুযোগ করে দিয়েছে।

এআই নিয়ে সমস্যা আমাকেও বেশ ভুগিয়েছে এবং এখনো আমি এটাকে নিয়ে ভয়ে ভয়ে থাকি যে কখন আটকে যাই।
অনেক বিষয়ে লিখতে গিয়েও লিখতে সাহস পাই না এই আই এর ভয়ে।
তার চেয়ে অনেক সহজ ডাইরি গেম লেখা।
ভালো লাগলো আপনার লেখা পড়ে।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। আপনি খুব সুন্দর ভাবে প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেন পাশাপাশি স্টিমিটের মান বাড়াতে করণীয় সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। আপনার জন্য শুভকামনা

এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনি চেষ্টা করেছেন সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে এবং তা দিয়েছেন। স্টিমিট প্ল্যাটফর্ম একটি স্বাধীন প্ল্যাটফর্ম। এখানে আমরা সকল দেশের এবং সকল ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।

আর স্টিমিট প্ল্যাটফর্মের ইউজার সংখ্যা যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আমার বিশ্বাস বা পরামর্শ এই প্লাটফর্মে সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করা উচিত। তাতে নতুন নতুন স্টিমিনিয়াম যোগ হবে স্টিমিট প্ল্যাটফর্মের কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে এবং আপভোট দিয়ে ভালো কাজের উৎসাহ বাড়িয়ে দিতে হবে।

সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই চ্যালেঞ্জ অংশগ্রহণ করার জন্য।। আর এই চ্যালেঞ্জের যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে নিজের মতো করে উপস্থাপন করেছেন।।

আর আপনি অনেক সুন্দর ভাবে পোস্ট লিখেছেন পড়ে আমার অনেক ভালো লেগেছে।। আর হ্যাঁ স্টিমিটে স্বাধীনভাবে কাজ করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। প্রতিটি প্রশ্নের উত্তর এবং বিস্তারিত তথ্য আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।