কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। লেখার শুরুতেই @sduttaskitchen ম্যমকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের এলাকা আমাদের কাছে গর্বের এবং পছন্দের।
ম্যাম আমাদের এলাকা সম্পর্কে সবাইকে পরিচয় করিয়ে দেয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এই কনটেষ্ট এর মধ্যদিয়ে। তাই আমি এবং এই পরিবারের সবাই ম্যামের নিকট বিশেষভাবে কৃতজ্ঞ।
আমার মনে হয় প্রতিটি মানুষের কাছে তার নিজস্ব এলাকা মূল্যবান। আমিও তার ব্যতিক্রম নেই। কেননা আমার এলাকায় আমি জন্মেছি। এলাকার প্রতিটি মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
জীবনের প্রাথমিক শিক্ষা আমি আমার এলাকা থেকে অর্জন করেছি। সব মিলিয়ে আমি আমার এলাকা নিয়ে অনেক গর্ব করি এবং আমার এলাকা আমার কাছে অত্যন্ত মূল্যবান।
যেদিন আমি জন্মেছিলাম সেদিন হয়তো আমার এলাকার আকাশ, বাতাস, প্রকৃতি, পশু-পাখি সবাই আমাকে আমন্ত্রন জানিয়েছিলো। এলাকার প্রতিটি মানুষের কাছে আমি যেমন ঋনি ঠিক তেমনিভাবে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের কাছেও আমি ঋনি।
কেননা তারা প্রতিনিয়তই আমাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। আমার শৈশব আমার কৈশর এবং আমার যৌবনের বেশ খানিকটা সময় আমার এলাকায় কেটেছে। অদ্যাবদি এখনো কাটছে। আমি জন্মগত ভাবে এখানকার বাসিন্দা।
সব কিছু মিলেয়ে আমি আমার এলাকাকে অনেক ভালোবাসি এবং আমার এলাকার সব কিছুই আমার কাছে অতি মূল্যবান।
প্রথম ছবিটি আমার এলাকার পরিচয় সবার সামনে তুলে ধরে। আমাদের বাড়ী থেকে হাটা পথ অর্থ্যাৎ পাঁচ মিনিট হেটে গেলেই এই স্থানটির দেখা পাওয়া যায়। অনেকেই এই স্থানটিতে বেড়াতে আসে।
এখানে এসে ছবি তোলে, সময় কাটায়। মোটামুটি সময় কাটানোর জন্য এই স্থানটি একদম উত্তম বলে আমি মনে করি।
দ্বিতীয় ছবিটি হলো আমাদের বাড়ীর সামনের অংশের। বাড়ীর সামনে মূলত এখনো অনেক আবাদি জমি রয়েছে যেখানে প্রতিবছর ধান উৎপাদন করা হয়। যদিও আজ থেকে দশ বছর আগে কোথাও কোন বাড়ীর চিহ্ন ছিলো না।
এখন যে বাড়ী ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো বেশি পুরোনো নয়। দূরে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটিও নতুন। সব আবাদি জমি ছিলো। কিন্তু বর্তমানে এলাকায় লোকসংখ্যা বাড়ার কারণে অনেকেই আবাদি জমিগুলোতে মাটি কেটে বাড়ী ঘর তৈরি করছে।
অনেকে যৌথ পরিবার থেকে আলাদা হয়ে এককভাবে বাড়ী তৈরি করে একক পরিবার গঠন করছে। মূলত লোকসংখ্যা বেড়ে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে।
তৃতীয় ছবিটি হলো আমার এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের। স্মৃতিবিজড়িত এই স্থানটি আমার অনেক প্রিয়। সুযোগ পেলেই আমি বিদ্যালয় মাঠে সময় কাটাই। জীবনের পাঁচটি বছর আমি এই বিদ্যালয়ে কাটিয়েছি।
আমার শৈশবে শিক্ষার হাতে খড়ি এই বিদ্যালয় থেকেই হয়েছে। স্মৃতিগুলো মনে পড়লে এখনো চোখের কোনায় পানি এসে জমে।
বলে রাখা ভালো আমাদের জেলায় এই বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে। গত পনেরো বছর ধরে তারা এই সুনাম অক্ষুণ্ণ রেখেছে।
চতুর্থ ছবিটি হলো আমাদের এলাকার একমাত্র নদী ধরলা নদীর। শুস্ক মৌসুমে নদীর পানি অনেক কম থাকে বিধায় হেঁটেই এই পার থেকে অই পারে যাওয়া যায়। শীতকালে নদীতে একদম পানি থাকেনা বললেই চলে।
নদীর উপরে রয়েছে সুন্দর একটি ব্রিজ যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি হয়েছে। এই ব্রিজটির ফলে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হয়েছে। এই নদীকে ঘীরে আমার অনেক স্মৃতি রয়েছে।
অনেকেই এই নদীর মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কেউ মাছ ধরে কেউবা নৌকা দিয়ে লোক পারাপার করে থাকে।
পঞ্চম ছবিটি হলো আমার এলাকার স্থানীয় বাজারের একজন ব্যবসায়ীর। তিনি আমাদের স্থানীয় বাজারের সবথেকে পুরাতন ব্যবসায়ী। দীর্ঘ চল্লিশ বছর যাবত তিনি সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তাঁর দোকানে মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যই পাওয়া যায়। আমাদের স্থানীয় বাজারে তাঁর বেশ সুনাম রয়েছে। গতবছর এক প্রোগ্রামে তাকে আমি দাওয়াত করেছিলাম। এছাড়াও তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক বেশ পাকাপোক্ত।
আমার উত্তর হবে হ্যাঁ আমি বিশ্বাস করি। কেননা আমরা যে স্থানে বসবাস করি এবং বছরের বছর থাকি সেই স্থানের সাথে আমাদের আত্মার সম্পর্ক তৈরি হয়। বলে রাখা ভালো সাধারণ সম্পর্ক খুব সহজেই ভোলা যায় কিন্তু আত্মার সাথে যে সম্পর্ক গড়ে ওঠে তা কিন্তু কখনোই ভোলা যায় না।
আর আমরা যে যায়গায় থাকি সেই যায়গাকে ঘীরে আমাদের বিভিন্ন স্মৃতি তৈরি হয়। বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক হয়। সুখে দুখে বিপদে আপদে এক জন আরেকজনের পাশে দাঁড়ায়। সবার সাথেই এক ধরণের আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়।
আর একটি যায়গা আমাদের হৃদয়ের কাছাকাছি চলে আসে কখন জানেন? যখন সেই যায়গাটি কোন কারণে ছাড়তে হলে আমাদের হৃদয়ে ব্যথা অনুভব হয় অর্থ্যাৎ আমরা কষ্ট পাই।
কারণ হৃদয়ের মাঝে কোন কিছু একবার যায়গা করে নিলে তার যায়গায় অন্য কাউকে বসানো বেশ কঠিন। সেটা ব্যক্তি হোক বা কোন স্থান।
এই কনটেষ্ট এ অংশ নেয়ার জন্য আমি @sobussabus @mdabdulmomin @bayezid3224 @Hafizur#0837 @yoyopkbiplobroy বন্ধুদের আমন্ত্রন জানাই।
আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।
নিজের গ্রামে অনেক আপনজন মানুষ থাকে এবং নিজের গ্রামে অনেক কিছু আছে যা একটু দূরে চলে আসলে সেই কথা বারবার মনে পড়ে যায়, ঠিক আজ আমার যেরকম মনে পড়ে বারে বার, যাইহোক আপনার গ্রামের বিভিন্ন স্থানের ছবি ধারণ করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো, শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার ছবি গুলো অতুলনীয় । কুড়িগ্রাম লেখা স্থানটি অনেক ভালো লাগছে দেখতে। গ্রাম বাংলার ছবিগুলো সত্যিই অনেক সুন্দর ও খুবই আকর্ষণীয়।
সূর্য ওঠার দৃশ্য এবং মাঠ ঘাটের দৃশ্য অনেক সুন্দর। শীতের এই দিনে নদীর পানি কমে যায় আবার অনেক নদী শুকিয়ে যায়। সেই নদী আপনারা খুব সহজে পার হতে পারেন। এমন অনেক নদী আছে যা হেঁটেই পার হওয়া যায়। সত্যি কুড়িগ্রাম এলাকাটি অনেক সুন্দর আপনার ছবির মাধ্যমে তা বোঝা যাচ্ছে । আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আপনি প্রশ্ন গুলোর সুন্দর উত্তরের পাশাপাশি আপনার এলাকার পরিচিতি আমাদের সাথে উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit