কেমন আছে বন্ধুরা? আজ আমি আপনাদের মাঝে ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটির এ্যডমিন ম্যাম কর্তৃক আয়োজিত মার্চ মাসের প্রথম প্রতিযোগীতায় অংশ নিতে চলছি। ম্যামকে অনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয় আমাদের নির্ধারণ করে দেয়ার জন্য। তাহলে শুরু করা যাকঃ-
আমাদের প্রত্যেকের জীবনে সবুজের তাৎপর্য বর্ণনা করে শেষ করা যাবে না। কেননা সবুজকে ঘীরেই আমাদের সবকিছু। সবুজের বাইরে আমরা কেউ না। সবুজ আছে বলেই আমরা বেঁচে আছি, প্রাণ ভরে শ্বাস নিতে পারছি।
আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন তা কিন্তু আমরা সবুজ গাছপালা থেকেই পেয়ে থাকি। আবার আমাদের প্রতিদিনের খাবারের যোগান কিন্তু সবুজ উদ্ভিদই দিয়ে থাকে। তাই আমাদের জীবনে সবুজের তাৎপর্য অপরিসীম।
আজ সবুজ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। সবুজ প্রকৃতি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, ঝড়, জ্বলোচ্ছাস্ ইত্যাদির হাত থেকে আমাদের রক্ষা করে থাকে।
আমাদের বসবাসের জন্য এই পৃথিবীকে উপযোগী করে গড়ে তোলে। সবুজ আছে বলেই আমরা বেঁচে আছি। এক কথায় সবুজ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়।
আমার নিয়মিত জীবনধারায় সবুজের ব্যবহার লিখে শেষ করার মতো নয়। কারণ যখন থেকে বুজতে শিখেছি তখন থেকেই সবুজের মাঝে বিচরণ করে বেড়িয়েছি। প্রত্যহিক জীবনে সবুজের ব্যবহার প্রতিনিয়তই করছি।
আমি এখনো সময় পেলে সবুজের মাঝে হাড়িয়ে যাই। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিই। সবুজের সাথে আলিঙ্গন করি।
জীবনধারায় সবুজকে ধরে রাখতে সবুজের ব্যবহারের কোন বিকল্প নেই। প্রথমত বেশি বেশি গাছ লাগাতে হবে। বাড়ির আশে পাশে কোন জায়গা যেন ফাঁকা পরে না থাকে সে ব্যপারে সজাগ থাকতে হবে।
একটি গাছ কাটা হলে প্রয়োজনে তিনটি গাছ লাগাতে হবে। পতিত জমিতে শাক সবজির চাষাবাদ করতে হবে। প্রতিদিন খাদ্য তালিকায় সবুজ শাক সবজি রাখতে হবে।
এরপর টাটকা ফলমুল খেতে হবে। পরিবেশ দূষণের ব্যপারে সবাইকে সচেতন করতে হবে।
আমিও ঠিক এই কাজগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করি। সবুজ শাক সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি। বিভিন্ন ঋতুতে যে ফলগুলো হয় সেগুলো পরিবারের সবার সাথে ভাগ করে খেয়ে থাকি।
বাড়ির পাশের জমিতে সবজি চাষাবাদে চাচাতো ভাইকে সাহায্য করি। বাড়ির উঠানে লাগানো গাছগুলোর পরিচর্যা করি। বাসায় সবাইকে সচেতন করি পরিবেশ দূষণের ব্যপারে। এভাবে আমি আমার প্রত্যহিক জীবনে সবুজকে ধরে রাখার চেষ্টা করি।
আমরা সকলেই জানি আজকের তরুণ আগামীর ভবিষ্যৎ। তারাই আগামীতে এই পৃথিবীতে টিকে থাকবে। তাই এখন থেকেই তাদের মাঝে সবুজের গুরুত্ব সম্পর্কৃতি উপলব্ধির জাগরণ ঘটাতে হবে।
তাদের বোঝাতে হবে যে সবুজ ছাড়া কখনোই তুমি এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না।
আমি মনে করি হাতে কলমে যদি তাদের এ ব্যপারে শিক্ষা দেয়া যায় তাহলে সবচেয়ে বেশি ফলপ্রসু হবে। একবার আমার এলাকার কিছু ছেলে ক্রিকেট খেলার উদ্দেশ্যে বেড়িয়েছিলো।
ক্রিকেট খেলতে যেহেতু স্টাম্প এর প্রয়োজন হয় তাই তারা চারিদিক স্টাম্প বানানোর জন্য কিছু একটা খুঁজছিলো। একজন কিছু বাঁশের কঞ্চি দেখতে পেলো। বাঁশের কঞ্চিগুলো ছোট কিছু চারা গাছের সঙ্গে বাঁধা ছিলো যাতে গাছগুলো বাতাসে হেলে না পরে।
কিন্তু ছেলেরা না বুঝে সেখান থেকে তিনটি কঞ্চি খুলে এনে সেগুলো স্টাম্প হিসেবে ব্যবহার করলো। দূর থেকে এলাকার একজন বয়জোষ্ঠ্য লোক ছেলেদের সব কান্ড খেয়াল করছিলো।
কিছু সময় পর ছেলেরা খেলা শেষ করলে তিনি সব ছেলেদের ডেকে প্রশ্ন করলো বাবারা তোমরা যে কঞ্চি দিয়ে স্টাম্প বানালে সেই কঞ্চি কোথায় পেলে। ছেলেরা হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলো ঐ বাগান থেকে এনেছি।
তারপর মুরুব্বি ব্যক্তি বললো বাবারা তোমরা যে কঞ্চি খুলে এনেছো এতে করে গাছগুলোর অসুবিধা হবে না বলো? গাছগুলো তো হেলে পরবে এমনকি জোড়ে বাতাস লাগলে ভেঙ্গেও যেতে পারে।
তখন তাদের মধ্যে কেউ একজন বললো দু একটা গাছ ভাঙ্গলে কী হবে, বাকি গাছগুলো তো হবে। তখন মুরুব্বি ব্যক্তি বললো আচ্ছা তুমি সামনে এসো।
ছেলেটি সামনে আসলে তাকে বলে যে আচ্ছা বাবা তুমি এক মিনিট একটু নাক চেপে ধরে থাকো তো দেখি পাও কীনা? ছেলেটি নাক হাত দিয়ে চেপে ধরে রাখলো। কিন্তু দশ সেকেন্ড অতিবাহিত হওয়ার পর আবার ছেড়ে দিলো। এরপর মুরুব্বি বললো কই পারলে না তো দম আটকে ধরে থাকতে।
তোমরা সকলে কী জানো আমরা যে দম নেই আবার ছেড়ে দেই সেটাকে কী বলে। তখন একজন বললো যা গ্রহণ করি তা হলো অক্সিজেন আর যা ছেড়ে দেই তা হলো কার্বন-ডাই অক্সাইড।
মুরুব্বি ব্যক্তি আবারো প্রশ্ন করলো তাহলে বলো অক্সিজেন আমরা কোথা থেকে পাই। ছেলেটি বললো গাছ থেকে। এরপর মুরুব্বি বললো তাহলে যে তোমরা গাছ মেরে ফেলছো।
গাছ না থাকলে অক্সিজেন গ্রহণ করবা কীভাবে? দশ সেকেন্ড যেখানে দম আটকে থাকতে পারো না।
তখন সব ছেলে তাদের ভুল বুজতে পেরে আবারো কঞ্চিগুলো ঠিকঠাক গাছের চারার সঙ্গে লাগিয়ে দিলো এবং সেখানেই তারা প্রতিজ্ঞা করলো বাসার আশেপাশের খোলা যায়গায় গাছের চারা রোপন করবে এবং গাছের যত্ন নেবে।
তাই পরিবেশে সবুজের ব্যবহার বাড়াতে হলে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। তাদের প্রাকটিক্যলি শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের নিয়ে গাছ লাগাতে হবে।
বিদ্যালয়ে গাছ লাগানো এবং সবুজের গুরুত্ব নিয়ে বিভিন্ন সেমিনারের আয়োজন করতে হবে। বিরুপ পরিবেশে আমাদের কেমন অবস্থা হতে পারে সে বিষয়ে যথেষ্ঠ জ্ঞান তাদের দিতে হবে। এক্ষেত্রে মাল্টিমিডিয়ার ব্যবহার করতে হবে।
এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য আমি @muktaseo @adylinah @mona01 @amekhan বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।
আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।
Very good information bro up has given about green color I like this line very much
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই আকর্ষণীয় প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । প্রতিটি প্রশ্ন আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর। গ্রাম বাংলার প্রকৃতি আসলেই অনেক সুন্দর যা চোখে না দেখলে বোঝা যায় না ।আমার সবথেকে ভালো লেগেছে প্রকৃতির মাঝে ফুটন্ত ছোট্ট সোনা বাবুটাকে ।বাবুটার জন্য অনেক দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 5
Congratulations! Your post has been upvoted through steemcurator08.Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। আপনি চমৎকার ভাবে প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেন। তরুণদের সবুজ সম্পর্কে ভালো থারণা দিতে আপনার নেয়া পদক্ষেপ গুলো দারুণ ছিল। অনেক অনে শুভকামনা আপনার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit