কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে “Incredible India monthly contest December #1|My resolution 2024.” শীর্ষক আমার একটি লিখনি উপস্থাপন করলাম। তাহলে শুরু করা যাকঃ-
বছরের শেষ সময়ে আমরা সকলেই পৌঁছে গেছি। বিগত একটি বছর আমরা অনেকেই অনেক ভাবে কাটিয়েছি। সুখ-দুঃখ, হাসি-কান্না সব মিলিয়ে এই বছরটি আমাদের কারোর জন্যে ছিলো শিক্ষা অর্জনের বছর, কারোর জন্যে ছিলো কিছু হারাবার বছর আবার কারোর জন্য ছিলো কিছু প্রাপ্তির বছর।
যে যেভাবেই বলুক না কেন এই বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বছরের জন্য আমাদের প্রস্তুত করাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ।
ইনক্রিটিবল ইন্ডিয়া কমিউনিটির কর্ণধার শ্রদ্ধেয় @sduttaskitchen ম্যামকে অনেক ধন্যবাদ বছরের শেষ সময়ে এই প্রতিযোগীতা আয়োজন করার জন্য। ম্যাম এখানে আমাদের পরবর্তী বছরের রেজুলেশন (সংকল্প) সম্পর্কে জানতে চেয়েছে। অনেকেই ইতোমধ্যে নিজেদের রেজুলেশন উপস্থাপন করেছেন।
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সকলের জন্য। কেননা কথায় আছে, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। ভবিষ্যতের ভাবনা অনুযায়ী আগামী বছরের জন্য আমি কিছু রেজুলেশন তৈরি করে রেখেছি এবং আমি এগুলো সবসময় অনুসরন করতে ইচ্ছুক। যেমনঃ
প্রতিদিন ফজরের নামাজ আদায় করা এবং নামাজ শেষে না ঘুমানো।
একজন বাবা হিসেবে নিজেকে পরিপূর্ণ করে গড়ে তোলা।
বাবা মায়ের পুরোপুরি দায়-দায়িত্ব নেয়া।
কাজের যায়গায় প্রতিদিন সময়মত যাওয়া।
কমিউনিটিতে আরো বেশি সময় দেয়া।
বন্ধুরা এই পাঁচটি কাজের রেজুলেশন আমি আগামী বছরের জন্য তৈরি করে রেখেছি। এক নাম্বার কাজটি একজন মুসলিম হিসেবে আমার জন্য করা একদম বাধ্যতামূলক। কারণ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে।
আমি নামাজ আদায় করি কিন্তু মাঝে মধ্যে ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠতে পারি না। আবার যেদিন ফজরের নামাজ আদায় করি সেদিন নামাজ পরেই আবার ঘুমিয়ে পরি। এটি একধরনের বদভ্যাস।
তাই আমি নিয়ত করেছি যে ফজরের নামাজ প্রতিদিন আদায় করবো এবং নামাজ শেষে না ঘুমিয়ে অন্যান্য কাজে মনোনিবেশ করবো।
দ্বিতীয়ত একটি খুশির সংবাদ হলো আমার স্ত্রী অন্তঃসত্বা। আগামী চার মাসের মধ্যে আল্লাহ দিলে আমি বাবা হবো। এটি আমার প্রথম সন্তান। বাবা হবো একথা ভাবতেই কেমন জানি লজ্জ্বা লজ্জ্বা লাগে।
কিন্তু শুধু লজ্জ্বা পেলে তো চলবে না একজন বাবা হিসেবে আমাকে তৈরি হতে হবে। অনেক বদভ্যাস ত্যাগ করতে হবে। বাবারা যা যা করে তাই তাই আমাকেও করতে হবে।
তাই শারীরিক এবং মানসিক ভাবে আগামী বছর থেকেই বাবাদের সব গুণাবলি আমার মাঝে ফুটিয়ে তুলবো বলে নিয়ত করেছি।
তৃতীয়ত বাবা মায়ের পুরোপুরি দায়-দায়িত্ব নেওয়া। আমার বাবা মা এখনও উপার্জন করতে সক্ষম। বাবাকে সংসার খরচ দিতে চাইলে চোখ গরম করে বলে আমরা এখনও অচল হইনি বাপজান। তোমার টাকা তোমার কাজে লাগাও।
কিন্তু আমি তো দেখি ষাট বছর বয়সে এসে বাবা এখনো অনেক পরিশ্রম করে। তাই সামনের বছর থেকে বাবাকে আর কোন কাজ করতে দেবো না বলে সংকল্প করেছি। এমনকি মা কেও না।
চতুর্থ বিষয়টি নির্ধারণ করেছি কাজের যায়গায় সময় মতো যাওয়া নিয়ে। আমি যে অফিসে কাজ করি সেখানে প্রতিদিন সময়মতো যেতে হয়। কিন্তু আমার সপ্তাহে তিন থেকে চারদিন বাসা থেকে অফিসে যেতে ৩০ থেকে ৪০ মিনিট লেট হয়।
অর্থ্যাৎ অফিসের সকল কার্যক্রম শুরু হয় দশটায় কিন্তু আমি যাই দশটা ত্রিশ মিনিটে। ফলে উর্ধতন কর্তৃপক্ষ মাঝে মধ্যে অনেক বকাবকি করে। তাই আমি নিয়ত করেছি যে আগামী বছরের শুরু থেকেই ঠিক সময়ে অফিসে হাজির হবো।
পঞ্চম যে বিষয়টি রেজুলেশনে রেখেছি সেটি ছিলো কমিউনিটিতে বেশি বেশি সময় দেওয়া। আমি নিজে স্বীকার করছি যে কমিউনিটির কাজে আমি খুব একটা সময় দেই না। যতটুকু দেই সেটিতেও আবার অনেক ঘাটতি থেকে যায়।
ম্যামসহ সম্মানিত মডারেটর গণ আমাকে এগিয়ে নেয়ার জন্য, আমার এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য অনেকভাবেই অনুপ্রেরণা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।
আমি আজকের এই লেখার মাধ্যমে তাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি কারণ তাদের দেখানো গাইডলাইন আমি সঠিকভাবে অনুসরন করিনি।
আমার কাজে অনেক ঘাটতি ছিলো। কিন্তু আগামী বছর থেকে আমি কমিউনিটির সকল কাজ নিয়ম মেনে নিয়মিত করবো এবং কমিউনিটির কাজে আরো বেশি সময় দেবো বলে প্রতিজ্ঞা করেছি।
অবশ্যই আমি মনে করি আমার এই রেজুলেশন আমার এবং অন্যদের জন্য উপকারি হবে। কেননা আমি মনে করি আমি যদি নিজে আরেকটু বেটার অর্থ্যাৎ উন্নত হতে পারি তাহলে আমি আমার পরিবারকে উন্নত করতে পারবো, এই সমাজকে কিছু না কিছু দিতে পারবো আমার কর্মের দ্বারা।
আর সমাজ উপকৃত হলে দেশ উপকৃত হবে, দেশ উপকৃত হলে পুরো বিশ্ব উপকৃত হবে।
আমি পরবর্তী বছরে যদি এই রেজুলেশন গুলো বাস্তবায়ন করতে পারি তাহলে প্রতিদিন ফজরের নামাজ আদায় করতে পারবো এবং নামাজ শেষে ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজগুলো করতে পারবো। তাতে আমার, পরিবারের এবং অফিসের লোকজন উপকৃত হবে।
এরপর আমি যেহেতু বাবা হবো তাই আমার পরিবারের প্রতি আমার কিছু দায়িত্ব আরো বেড়ে যাবে। এগুলো ঠিকভাবে পালন করতে পারলে আমি এবং আমার পরিবার উপকৃত হবে। বাবা মায়ের সম্পূর্ণ দায়িত্ব নিলে সবাই খুশি হবে এবং বাবা মায়ের কষ্ট একটু হলেও লাঘব হবে।
কাজের যায়গায় ঠিক টাইমে গেলে কাজ আরো দ্রুত শেষ করা সম্ভব হবে এবং তারাতারি বাসায় ফিরতে পারবো বলে আমার বিশ্বাস। শেষটা আমার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ।
কমিউনিটির কাজে ঠিকঠাক সময় দেয়া। কোন অবহেলা না করে। পোষ্ট এবং কমেন্ট প্রতিনিয়ত করা এবং সকল নিয়ম মেনে কাজ করা। এতে আমার আইডির যেমন এনগেজমেন্ট বৃদ্ধি পাবে,
সেইসাথে আমাকে এই প্লাটফর্মের সবাই আলাদাভাবে চিনবে। আমার কাজ ভালো হলে আমার রোজগার বৃদ্ধি পাবে। আর আমি ঠিকমত কাজ করলে আমার প্রিয় কমিউনিটি অনেকদুর এগিয়ে যাবে। এটাই আমি বিশ্বাস করি।
হ্যা আমি অবশ্যই মনে করি এই রেজুলেশনগুলি আমাকে অনেককিছু কাটিয়ে উঠতে সাহায্য করবে। নতুন করে জীবনের মানে বুজতে শেখাবে। একজন বাবার দায়িত্ব সঠিকভাবে পালন করতে শেখাবে।
বাবা মায়ের দায়িত্ব কীভাবে পালন করতে হয় সেটিও শেখাবে। আমার জীবনের মোর ঘুরিয়ে দিতে এই রেজুলেশনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
অনেকসময় আমার ক্ষেত্রে অলসতা কাজ করে। অলসতার জন্য আমি অনেক কিছুই মিস করি। কাল রাতে শুয়ে শুয়ে ভেবেছি ইশ এই অলসতার কারণে জীবনে কত গুরুত্বপূর্ণ সময়গুলো আমি হাড়িয়েছি।
কিন্তু আমি হতাশ হই নি। দৃঢ্র প্রতিজ্ঞ হয়েছি যে সামনের বছরে এই রেজুলেশনগুলো অনুসরণ করে এগিয়ে যাবো।
এই প্রতিযোগীতায় অংশ নিতে আমি @Ame Khan @xhadhin @Sakib Hossain @Subha1993 বন্ধুদের আমন্ত্রন জানাতে চাই।
আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।
প্রথমেই আপনাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আপনি বাবা হতে যাচ্ছেন এই জন্য।আপনি ও আপনার স্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা।আপনারা শ্রেষ্ঠ বাবা-মা হয়ে উঠুন এই দোয়া করছি। এছাড়া আপনার পিতা মাতার উপর যে গুরু দায়িত্ব-ন্যস্ত আছে তা থেকে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাচ্ছেন। কারণ তাদের যথেষ্ট বয়স হওয়া সত্বেও অনেক পরিশ্রম করেন। কিন্তু আপনি তো এটা ভাবছেন না যে তারা পরিশ্রম করে বিধায় ভালো আছেন, সুস্থ আছেন। এছাড়া আপনি আপনার অফিসে ঠিক সময়ে পৌঁছানোর ব্যাপারে সচেষ্টা হয়েছেন। আসলে নিয়ম তো নিয়মই। তাই আপনার উচিত সঠিক সময় অফিসে পৌঁছানো এবং নিজের ক্যারিয়ারকে দৃঢ় করা।
নতুন বছরে আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হোক এটাই আশা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মনও ভাবনা গুলো অসাধারণ ভাই। প্রতিদিন ফরজের নামাজ আদায় করা এবং নামাজ শেষে ঘুম না পড়ার একটি সিদ্ধান্ত আপনি নিয়েছেন এবং একজন বাবা হিসেবে নিজেকে পরিপূর্ণ করে গড়ে তোলা এবং বাবা-মায়ের দায় দায়িত্ব সম্পূর্ণ আপনি নিতে চান এবং কাজের জায়গায় সঠিক ভাবে থাকতে চান এবং কমিউনিটিতে আরও বেশি সময় দিতে চান এই ভাবনা গুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি যে আপনার ২০২৪ সালের পরিকল্পনা গুলো শেয়ার করেছেন অসাধারণ ছিলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনি বেশ কিছু পছন্দ করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ সঠিক ভাবে নামাজ পড়া তারপর বাবা মায়ের সঠিকভাবে দায়িত্ব নেওয়া ৷ আপনার মনের আশা গুলো যেন পূরণ হয় এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবকিছু ঠিক থাকলে আমিও আপনার মতো বাবা হতে যাচ্ছি আগামী চার মাসের মধ্যে। এতে লজ্জা পাবার কিছু তো নেই, এটাই প্রকৃতির নিয়ম আর এইভাবেই মানব তথা পৃথিবীর সমস্ত জীব তাদের অস্তিত্ব বজায় রেখে চলেছে। টাইম মেন্টেন করাটা সবার জন্যই আবশ্যক, এতে আপনি সব কাজ সঠিক সময়ে ঠিক ভাবে করতে পারবেন। আপনার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার নেওয়া উদ্যোগ গুলো সত্যি অনেক প্রয়োজনিয় সবার জন্য। বিশেষ করে ভোর বেলায় ঘুমিয়ে না থাকা। ওই সময় ঘুমিয়ে থাকলে স্মৃতি শক্তির প্রতি খারাপ প্রভাব পড়ে। আর বাবা-মায়ের দ্বায়িত্ব তাতো প্রত্যেকটা সন্তানের আব্যশীক দ্বায়িত্ব। অবশ্যই বাবা মায়ের সেবা করা উচিত অন্তত নিজের জন্য মানে যাতে বৃদ্ধ বয়সে নিজের সন্তানেরা আপনার সেবা করে তাই। আর কাজের জায়গা সেটা নিজের কর্মসংস্থান বা আমাদের কমিউনিটি আপনার মতো আমিও আরও বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনার আগামী বছরের রেজুলেশন আমাদের সাথে শেয়ার করবার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ My resolution 2024 প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং এতো সুন্দর ভাবে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমারও খুব ইচ্ছে ছিল প্রতিযোগন করার কিন্তু একটু পারিবারিক সমস্যার জন্য আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই কনটেস্টের মাধ্যমে আপনার ২০২৪ সালে পরিকল্পনার সম্বন্ধে জানতে পারলাম।। আপনি যে বিষয় গুলো উপর বেশি নজর দিবেন সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।।
আপনার পরিকল্পনা সাধুবাদ জানাই একসাথে দোয়া রইল আপনার ২০২৪ সাল আপনার মনের মত হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনি প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এবং
আগামী বছরের দিকনির্দেশনা মূলক তথা আপনার পরিকল্পনা গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সাজিয়ে বিষয়টি উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit