কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালোই আছি।
পুরো একটি বছর আমাদের জীবনে থেকে চলে গেলো। পাওয়া না পাওয়ার মাঝে এই বছরটি কার কাছে কেমন ছিলো আমি জানি না। তবে আমার কাছে হাড়ানোর থেকে প্রাপ্তি বেশি ছিলো এই বছরটিতে।
সবথেকে বড় প্রাপ্তি ছিলো আমার স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হওয়া এবং আমাদের ইনক্রিটিবল ইন্ডিয়া কমিউটিতে কাজ করা।
সবার আগে এ্যাডমিন দিদি @sduttaskitchen কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বছরের শেষ সপ্তাহে এসে এমন একটি প্রতিযোগীতার আয়োজন করার জন্য। বছরের শেষ প্রতিযোগীতা এটি, তাই দিদি অনেক চমৎকার একটি বিষয় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন।
সেটি সান্তা ক্লোজ থেকে আমি কি উপহার পেতে চাই। আমি জানি আমার মতো সবাই প্রতিযোগীতার প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য উদগ্রীব হয়ে বসে আছে। আমিও এর ব্যতিক্রম না। আজ লিখেই ফেললাম।
আমি সান্তা থেকে বিশেষ তিনটি উপহার পেতে চাই। প্রথমটি হলো ধৈর্য্য ধারণ করার ক্ষমতা, দ্বিতীয়টি হলো পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করা এবং তৃতীয়টি হলো গরীব দুঃখি মানুষদের সাহায্য করার জন্য পর্যাপ্ত ক্ষমতাবান হওয়া।
এবার আসুন কেন আমি এই তিনটি জিনিস সান্তার কাছে চাই, প্রথমত আমি ধৈর্য্য ধরতে পারিনা। অল্পতেই ভেঙ্গে পরি। ধরুন একটি কাজ কিছুদিন করার পর সেই কাজের শেষ অবদি যেতে পারি না। মাঝপথেই কোন না কোন কারণে কাজটি ছেড়ে দেই।
এতেকরে আমি অনেক ক্ষতির সম্মুখীন হই। পরবর্তীতে আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। তাই সান্তার কাছে আমার প্রথম চাওয়া হলো কাজের ক্ষেত্রে যেন আমাকে ধৈর্য্য ধারণ করার শক্তি বা ক্ষমতা দান করে। যতটুকু আছে তার থেকেও বেশি ধৈর্য্য ধারণ করার শক্তি।
দ্বিতীয়টি হলো আমি সান্তার কাছে চাই পরিবারের শান্তি। কেননা আমাদের সমাজে এখন পরিবার থেকেই সর্বপ্রথম অশান্তির সৃষ্টি হচ্ছে। আর পারিবারিক অশান্তি আমার একদম ভালো লাগে না। পরিবারে অশান্তি হলে পুরো দিনটিই সেদিন খারাপ কাটে আমার।
তাছাড়াও পরিবারে অশান্তি কখনো একটি পরিবারের সকল সদস্যদের একত্রে থাকার শক্তি যোগাতে পারে না। অশান্তি শুধুই পারে বিচ্ছেদ বিরহ সৃষ্টি করতে। তাই পরিবারের শান্তি আমি সান্তার কাছে কামনা করি।
তৃতীয় যে বিষয়টি সেটি হলো গরীব দুঃখী মানুষের সাহায্য করার মত সামর্থ যেন শান্তা আমাকে দান করেন। কেননা আমাদের সমাজে গরীব দুখীরা বড়ই অসহায়। তাদের দেখার মতো যেন আর কেউ নেই।
সমাজে এত সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবো। বর্তমান যে অবস্থা আমার সাধ আছে কিন্তু সাধ্য নেই। তাই সাধ্য যেন পুরোপুরি হয় এটাই আমার সান্তার কাছে চাওয়া।
এই উপহার গুলি আমার জন্য অবশ্যই মূলব্যান হবে। প্রথমত আমার ধৈর্য্য ধারণের ক্ষমতা বহুগুনে বেড়ে যাবে। আমি অল্পতেই যেসব কাজের হাল ছেড়ে দেই সেসব কাজ আরো মনযোগ দিয়ে করতে পারবো।
এতে করে আমার যেমন উন্নতি হবে তেমন নিজেকে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে বিবেচিত করতে পারবো।
এই উপহারের ফলে আমার পরিবারের সকল সদস্য তাদের প্রত্যকের মাঝে বন্ধন আরো দৃঢ্র হবে। যতই ঝড় ঝাপটা আসুক না কেন পরিবারে কেউ কাউকে ছাড়া থাকবে না। পরিবারে কোণ অশান্তি বিরাজ করবে না। সবাই সবার পাশে বিপদে আপদে দাঁড়াবে।
আমি ব্যক্তিগতভাবে গরীব দুঃখী মানুষকে যদি সাহায্য করতে পারি তাহলে আমার দেখাদেখি হয়তো সমাজের বৃত্তবান লোকগুলোও এগিয়ে আসবে তাদের সাহায্য করার জন্য। এছাড়াও যারা অসহায় এবং অসুস্থ আমার সাহায্যের ফলে তাদের একটু হলেও উপকার হবে।
হ্যাঁ আমি এটি একদম ভালোভাবেই বিশ্বাস করি যে মন থেকে যদি আমরা কোন কিছু চাই তাহলে আমরা সেটি অবশ্যই পাবো। আর আমার সাথেও ঠিক এমনটা হয়েছে। মন থেকে কোণ কিছু চাওয়া আর সেটি পাওয়া অবশ্যই দারুন একটি বিষয়।
কিন্তু শুধু মন থেকে চেয়ে বসে থাকলে হবে না এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মানুষের চাওয়াটা পাওয়ায় পরিপূর্ণতা পায় কখন জানেন, যখন পরিশ্রমের মাধ্যমে চাওয়াটাকে আদায় করে নেয়া যায়।
একদিকে পরিশ্রম করবেন আর অন্যদিক মন থেকে সেই জিনিসটা চাইবেন তাহলে অবশ্যই সেটি পাবেন।
এবার আসি আমার সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনার কথায়। আমার ইন্টারমিডিয়েটে কিছুটা খারাপ রেজাল্ট হয়েছিলো। অনেকেই বলেছিলো আমি অনার্স করতে পারবো না। আমাকে ডিগ্রিতে ভর্তি হতে হবে। আর অনার্সে টিকতে হলে ভর্তি পরীক্ষায় অনেক ভালো করতে হবে।
আমি এগুলো শোনার পর অনার্সে ভর্তির জন্য একদম পড়ালেখায় মন দেই। সারাদিন রাত একাকার করে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি এবং মন থেকে শুধু একটি কথাই ভাবি আল্লাহ আমি যেন অনার্সে ভর্তি হতে পারি। পরবর্তীতে আমার রেজাল্ট আসে যে আমি টিকে গেছি।
অথচ আমার থেকেও যাদের রেজাল্ট আরো ভালো ছিলো তারা চান্স পায়নি। আমার অনার্সে টেকার অন্যতম কারণ ছিলো একাগ্রতা, পরিশ্রম এবং মন থেকে চাওয়া।
এই প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য আমি @sayeedasultana#5265 @rabibulhasan71 @muktaseo @bayezid#3224 @sobussabus @mdabdulmomin বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।
আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ আপনাকে এই কনটেস্টে অংশ নেয়ার জন্য। আপনি সান্তার কাছে যে উপহার চেয়েছেন তার প্রতিটি আপনি পান সেই কামনা করছি।
আপনি চেয়েছেন দঃখী মানুষকে সাহায্য করার সামর্থ্য। বশা করি সান্টা এত সুন্দর ইচ্ছা অবশ্যই পূরন করবেন।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সুস্থ থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্য শুভকামনা রইল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি সান্তা থেকে তিনটি বিষয়ে উপহার হিসেবে পেতে চান যেটি জানতে পেরে খুবই ভালো লাগছে,
আপনি প্রথম বিষয়টি তুলে ধরেছেন ধৈর্য শক্তি দান যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয়।
দ্বিতীয়টি পরিবারকে নিয়ে সুখী শান্তিতে থাকতে চান যা প্রত্যেকটা মানুষই চাই এবং দোয়া করি আপনি অবশ্যই সুখে শান্তিতে থাকুন,
এবং বিশেষ করে তৃতীয় নাম্বার টি অনেক সুন্দর একটি কথা আপনি চেয়েছেন গরিব মানুষদের কে আপনি সহযোগিতা করতে চান যেটা আপনার দ্বারা সম্ভব হবে ইনশাল্লাহ। কারন আমরা চাইলে অল্প কিছু দিয়েও গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি এবং সহযোগিতা করতে পারি তাদের মুখে হাসি ফোটাতে পারি।
ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি সাজিয়ে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আামকে মেনশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্যও ধন্যবাদ।
আপানি খুবই চমৎকার ভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন।
সংসারে শান্তি থাকাটা খুবই জরুরি। সেই সাথে নিজে সফল হওয়াটাও।গরীব দুঃখীদের কস্টও আপনার মন ছুঁয়ে গেছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে।প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।
ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been successfully curated by @sduttaskitchen at 35%.
Thanks for setting your post to 25% for @null.
We invite you to strive to publish quality content.
It could qualify you to be nominated for the weekly Top of our curation team.
Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increases its price.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সান্তার কাছে আপনার তিনটি উইশগুলো খুব সুন্দর। প্রথমত আপনি ধৈর্যশীল হতে চেয়েছেন কারণ আপনি অল্পতেই ভেঙ্গে পড়েন। ধৈর্যশীল হওয়া মানুষের একটা বড় গুণ। দ্বিতীয়ত আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে চেয়েছেন। পরিবারে যদি সুখ-শান্তি বজায় থাকে তাহলে কাজেও আরও বেশি করে মনোনিবেশ করা যায়। তৃতীয়তঃ আপনি চেয়েছেন গরীব-দুঃখী মানুষদের সাহায্য করতে। গরিব দুঃখীদের সাহায্য করতে গেলে আগে নিজের পায়ের তলায় মাটিটা শক্ত হওয়া দরকার। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আপনার সকল ইচ্ছেগুলো যেন বাস্তবায়িত হয়। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার ভাবে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আসলে আমরা যখন অনেক বেশি ধৈর্য ধারণ করে কোন কাজ করার চেষ্টা করি। তখন সেই কাজে আমরা সফলতা অর্জন করি। আপনিও ঠিক তার ব্যতিক্রম নন। সেই সাথে আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। বর্তমান সময়ে একটা জিনিস বেশ ভালোভাবেই দেখেছি। পরিবারের সবাই যদি একই সাথে সুন্দর ভাবে বসবাস করে। সেই পরিবারের সুখ শান্তি সর্বদা বজায় থাকে।
সেই সাথে আমাদের প্রত্যেকের উচিত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। কেননা এই মানুষগুলো আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। যারা আমরা একটু সাবলম্বী হয়ে আছি। তাই আমি সবার কাছে অনুরোধ করবো। আপনারা একটু হলেও গরিব দুঃখী মানুষের দিকে তাকাবেন।
ইচ্ছাশক্তি এমন একটা জিনিস কেউ যদি সে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার কাছে মনে হয় সেই মানুষটা নিজের ইচ্ছা এবং মনের বাসনা গুলোকে পূরণ করতে পারে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার ইচ্ছে গুলো পূরণ হোক। ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে, আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনি সান্তা থেকে যে তিনটি বিষয়ে উপহার হিসেবে পেতে চান যেটি জানতে পেরে খুবই ভালো লাগছে, প্রথমটি হলো ধৈর্য্য ধারণ করার ক্ষমতা, দ্বিতীয়টি হলো পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করা এবং তৃতীয়টি হলো গরীব দুঃখি মানুষদের সাহায্য করার জন্য পর্যাপ্ত ক্ষমতাবান হওয়া।এই তিনটা প্রশ্ন আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনি এই সবগুলো কাজে যেন সফল হতে পারেন ইনশাল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে, আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।থ্যাঙ্ক ইউ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা এই প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করার জন্য। আপনি সুন্দর ও মূল্যবান কথা এখানে শেয়ার করেছেন। আমিও আপনার মত ব্যতিক্রমণ কিছু চাই না। অসহায় মানুষ দুঃখী আল্লাহতালা তাদের জন্য ভাল রাখুক এই আশাও প্রার্থনা করি। পরিশ্রম ধৈর্য ধরনকারী ওই ব্যক্তিকে আল্লাহ খুবই ভালোবাসেন। আজ যারা পরিশ্রম ধৈর্য ধারণ করেছে তারাই সফলতা লাভ করেছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমাদের এডমিন দিদি অনেক সুন্দর একটি বিষয় বস্তু নির্বাচন করেছেন। বিষয় বস্তু মনের মতো হলে মনের ভাব টা খুব সহজেই প্রকাশ করা যায়।আপনি যেমন সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পারিবারিক অশান্তি আমরা কেউই পছন্দ করি না।এই কারণে আপনি সান্তার কাছে আপনার পরিবারের শান্তির জন্য প্রার্থনা করেছেন। পাশাপাশি আপনি চেয়েছেন যাতে আপনার অন্যকে সাহায্য করার মতন ক্ষমতা হয়। এই চাওয়াটা আসলে খুব কম মানুষের মধ্যেই আছে। খুবই সুন্দরভাবে নিজের ইচ্ছাগুলো জানিয়েছেন এবং সেগুলো পূরণ হলে তা আপনার জন্য কেন ফলপ্রসূ তার কারনও উল্লেখ করেছেন, যেটা পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit