আস্সালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবাণীতে ভালোই আছি। আজ আমি ইনক্রিডিবল ইন্ডিয়া কমিউনিটি কর্তৃক আয়োজিত জানুয়ারি মাসের শেষ প্রতিযোগীতায় অংশ নিচ্ছি।
কমিউনিটির শ্রদ্ধেয় এ্যডমিন @sduttaskitchen ম্যমকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ম্যাম এবারে দারুন একটি বিষয় আমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন। আমি অনেক খুশি এই ব্যপারে লিখতে পেরে এবং প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। তাহলে শুরু করা যাকঃ-
আমার মতে একটি সম্পর্কের প্রধান চাবিকাঠি গুলো হলো পারস্পারিক আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধা। এই চারটি জিনিস যে সম্পর্কের মধ্যে বিদ্যমান সেই সম্পর্ক মজবুত হয় বলে আমার বিশ্বাস। কারণ যেখানে এই চারটি জিনিসের একটির অভাব থাকে সেখানে সত্যিকারের সম্পর্ক স্থাপিত হয় না।
যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় তাদের প্রত্যেকের উপরই আমরা আস্থা রাখি, তাদের বিশ্বাস করি, ভালোবাসি এবং শ্রদ্ধা করি। যদি না করতাম তাহলে সম্পর্ক তৈরি হতো না।
আর যার সাথে সম্পর্ক তৈরি হলো সে যদি আমার আস্থার প্রতিদান না রাখে, বিশ্বাসের খেলাপ করে, মুখে ভালোবাসি বলে অন্তরে ঘৃণা পোষণ করে আর শ্রদ্ধা না রাখে তাহলে সেই সম্পর্ক ক্ষণিকেই ভেঙ্গে যায়।
একটি সম্পর্ক যুগের পর যুগ টিকিয়ে রাখার জন্য এই চারটি জিনিস জরুরি। সেটা ব্যক্তিগত সম্পর্ক হোক কিংবা কর্মজীবনের সাথে সংশ্লিষ্ট কোন সম্পর্ক হোক।
ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সবার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা সত্যি কঠিন একটি ব্যপার। কেননা একটি সম্পর্ক তৈরি হতে দীর্ঘসময় ব্যয় হয়। কিন্তু সামান্য একটু কারণের সেই দীর্ঘদিনের সম্পর্কটি ভেঙ্গে যেতে পারে। তাই আমাদের চলা ফেরা আচার আচরণে অবশ্যই ভারসাম্য রাখা উচিত যাতে দীর্ঘদিনের সম্পর্কের ইতি না ঘটে।
ব্যক্তিগত জীবনে আমরা যেসব সম্পর্কে জড়িয়ে পরি সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়। আর এই দীর্ঘস্থায়ী সম্পর্কগুলোতে আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধা থাকাটা জরুরী। সম্পর্কের ভারসাম্য রক্ষায় আপনাকে অন্যের প্রতি বিশ্বাস রাখতে হবে।
সমানভাবে সবাইকে ভালোবাসতে হবে। যেকোন সময় বিপদে পরলে এগিয়ে আসতে হবে। সবার প্রাপ্য সবাইকে বুঝিয়ে দিতে হবে। কথা এবং আচরণের দ্বারা সকলের মন জয় করে নিতে হবে। আর সম্পর্কের ভারসাম্য রক্ষায় আমানতদ্বারিতা খুব জরুরী।
আমানতের খেয়ানত করলে সেই সম্পর্কে ফাটল ধরতে বেশি সময় লাগে না। তাই ব্যক্তিজীবনে আমনতের প্রতি আমাদের বেশ খেয়ালী হতে হবে।
পেশাগত জীবনে ভারসাম্য রক্ষা করতে হলে অন্যের পেশার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সহকর্মীদের সাথে সদাচরণ করতে হবে। তাদের কাজে সাহায্য করতে হবে। তারপর সবার সাথে পেশাদার আচরণ করতে হবে।
সহকর্মীদের সবসময় ভালো কাজে উৎসাহ প্রদান করতে হবে। তাদের আস্থার প্রতিদান এবং বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। তারপর প্রত্যেককেই ভালোবাসতে হবে এবং সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
হ্যাঁ আমি বিশ্বাস করি ব্যক্তি জীবনে এবং পেশাগত জীবনে এমন কিছু লোক আছে যারা সম্পর্কের অযাচিত সুবিধা নেয়। তারা ভাবে যে আমার জন্য ইনি আছেন তাই হয়তো আমার কিছুই হবে না। উদাহরণস্বরুপ বলা যায় আপনার একজন প্রতিবেশি আছে যার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক বেশ গাড়ো।
আপনার বাসায় কোন অনুষ্ঠান হলে তাকে আপনি নিমন্ত্রণ করেন আবার তিনিও আপনাকে বিভিন্ন সময় নিমন্ত্রন করে খাওয়ায়। এলাকার যেকোন কাজ একসঙ্গে কাধে কাধ মিলিয়ে করে থাকেন। সব দিক থেকেই দুজনের সম্পর্ক বেশ পাকাপোক্ত।
কিন্তু এক সময়ে এসে সেই প্রতিবেশী আপনাকে না বলে আপনার নাম ভাঙ্গিয়ে বিশেষ কিছু সুবিধা হাছিল করলো, অথচ সেই সুবিধা আপনি জানলে কখনই তাকে দিতেন না বা সুপারিশও করতেন না। এরকম কিছু ঘটলে সেটা হবে সম্পর্কের অযাচিত সুবিধা নেওয়া।
আবার পেশাগত জীবনে আপনার অধিনস্ত কর্মচারীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতেই পারে। কোন কারণে হোক আপনার বস বা স্যার আপনাকে বেশ পছন্দ করেন।
কিন্তু এই সম্পর্কের অপব্যবহার করে যদি আপনি অফিসে কোন অপকর্ম করেন তাহলে সেটি হবে সম্পর্কের অযাচিত সুবিধা নেওয়া। আর এই সম্পর্কের অযাচিত সুবিধা নেওয়া মোটেই কাম্য নয়। দীর্ঘস্থায়ী সম্পর্কে ফাটল ধরানোর ক্ষেত্রে সম্পর্কের অযাচিত সুবিধা বিশেষ ভূমিকা পালন করে থাকে।
এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য আমি @_rabeya @muktaseo @Sahin111#3081 @khursheedanwar#2159 @bayezid3224 বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।
আজ আর নয় বন্ধুরা। ভালো থাকবেন সকলে। আল্লাহ্হাফেজ।
Thanks for invitation 😄
May you get success in this contest
Stay blessed 🙏😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আজকে প্রতিযোগিতার বিষয়টি ছিল অনেক সুন্দর ।এই আকর্ষণীয় বিষয়ে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিটি পোস্টের উত্তর আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আমাদের সাথে। আপনি সত্যিই বলেছেন আমাদের সবসময় উচিত সহপাঠীদের উৎসাহিত করা ।
আমাদের পরিবারের সকলের সুখে-দুখে তাদের পাশে থেকে তাদেরকে সমর্থন করা। সম্পর্ক ভাঙ্গা এটা খুবই সহজ কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখা অনেক ধৈর্য এবং বুদ্ধির বিষয় ।ধরা যাক, একটি সংসারে স্বামী-স্ত্রী দুজনেই যদি রাগী হয় তবে সেই সংসার বেশিদিন টিকে না কিন্তু যখন একজন রাগ করবে তখন অন্যজন যদি শান্ত থাকে এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে তাদের সমস্যাটা সমাধান করে নিতে পারে তবে সংসারটা খুব সুন্দরভাবে গড়ে ওঠে। এটি ভেবে খারাপ লাগে যে , বর্তমান সময়ে সংসার টিকিয়ে থাকাটা খুব কঠিন, আগের দিনে সংসার ভাঙ্গার প্রবণতা খুব কম ছিল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্যে। খুব সুন্দর ভাবে প্রশ্ন গুলোর উত্তর নিজের মত করে দিয়েছেন। আশা করি ভালো ফলাফল আসবে। শুভকামনা ভাই। সব সম্পর্ক ভালো থাকুক, এটা সবারই চাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম সঠিক কথা বলেছেন যে যেকোনো সম্পর্কের মূল চাবিকাঠি হল পারস্পরিক আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধা। এই চারটি জিনিসই একে অপরের পরিপূরক। এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের কমিউনিটি আয়োজিত এই মান্থলি কনটেস্টে। অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি প্রশ্নের উত্তরই খুব সুন্দর ভাবে দিয়েছেন। যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আস্থা, শ্রদ্ধা, থাকাটা জরুরি বলে আমিও আপনার সাথে একমত পোষণ করছি।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মাধ্যমে আপনি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মাঝে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। আপনার মধ্যে সৃজনশীলতা রয়েছে। আমার বিশ্বাস আপনারা এই গুন আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit