নিজ জমিতে বীজ রোপন করার অভিজ্ঞতা:

in hive-120823 •  2 years ago  (edited)

হ্যালো বন্ধুরা,

আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি।

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমাদের নিজ জমিতে আমি বীজ রোপন করলাম। তার কিছু দৃশ্য ও কিভাবে বীজ রোপন করেছি তার বর্ণনা নিয়ে।

img_1675578108074_1.jpg

আমি বিষয়ে একজন ছাত্র। আমি পড়ালেখার মাঝে মাঝে আমার বাবার কাজে সহযোগিতা করি। আমার বাবা ও আমি আজ আমাদের জমিতে বীজ রোপন করলাম।

IMG_20230204_100514_697.jpg

আজ আমার বাবা সকালে আমাকে ডেকে নিয়ে জমিতে গেলেন। এবং কিভাবে জমিতে বীজ রোপণ করতে হয় তা শিখিয়ে দিলেন । আমি আমার বাবার বীজ রোপন করা দেখে নিজের জমিতে বীজ রোপণ করতে ধরলাম । বীজ রোপন করতে অনেক ভালো লাগলো।

IMG_20230204_101001_621.jpg

জমিতে বীজ রোপন করার পূর্বের কাজ:

একটা জমিতে বীজ রোপন করার আগে জমিটা ভালোভাবে পানি দিয়ে। তারপর ট্রাক্টর দিয়ে ,জমিটা চাষ করে নিয়ে ,গরুর হাল দিয়ে মই দিয়ে জমিটা পুরাপুরি ভাবে সমান করে তৈরি করে নিতে হয়। জমির কোনখানে উঁচু নিচু আছে কিনা তা ভালোভাবে নির্ণয় করে ।জমিতে বীজ রোপন করতে হয়।

IMG_20230204_100406_190.jpg

জমিতে বীজ রোপন করার প্রক্রিয়া:

একটি জমিতে যখন বীজ রোপণ করতে হয় তার আগে দেখে নিতে হয় যে জমিতে পানি আছে কিনা জমির চারদিকে মাটি সমান আছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো জমিতে বীজ রোপন করার আগে জমিকে ইউরিয়া পটাশ ও জিংসার দিয়ে বীজ রোপন করতে হবে।

IMG_20230204_112058_471.jpg

বীজ রোপন করার ধরন:

একটা জমিতে বীজ রোপন করার সময় প্রথমে একটা রশি দিয়ে এ মাথা থেকে ও মাতা বাধতে হয়।তারপর দড়ির সাথে লাগিয়ে এক টাকর পর, পর একটা করে বীজ রোপণ করতে হয়।

IMG_20230204_100658_172.jpg

তারপর ওই অনুযায়ী শাড়ি করে বীজ রোপন করা লাগে । একটা বীজের সাথে আরেকটা বীজ লাগালাগি করে জমিতে রোপণ করা যাবে না। এভাবেই বীজ রোপন করলে বীজ টা দূরত্ব বেড়ে ওঠে এবং ফসলের মান খুবই ভালো হয়।

IMG_20230204_101109_285.jpg

আজ আমি এই নিয়মেই আমার বাবার কথামতো জমিতে বীজ রোপন করলাম।
আমার বীজ রোপন করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।

আজ এই পর্যন্ত বন্ধুরা,
আবার দেখা হবে বন্ধুরা আপনাদের মাঝে অন্য কোন প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Loading...

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @radjasalman