আসসালামু আইলামকুম,
কেমন আছেন সবাই।
চিড়িয়া খানার পরিবারের সাথে ঘুরতে যাওয়া।। পর্ব:- ০২
আমি আর আমার বাবা বন্ধুর ছেলের সাথে, আলাদা কারে অন্য দিকে গেলাম, তখন আমরা প্রথমে গেলাম হলো, রয়েল বেঙ্গল টাইগারের কাছে, এই বাঘ গুলা ছিল বাচ্চা,ওদের কে আলাদা করে রেখে ছিল,ওদের নাম ছিল, সবাই ওদের কে নাম বলে ঢাকতে ছিল।
ওই খানে বাঘ ছিল দুই টা, একটার নাম হল জবা আর একটার নাম হলো জুই ওরা এক সাথে খেলতে ছিল তখন, আমার দেখে অনেক ভাল লেগে ছিল,ওরা দুই বোন,একুই দিনে জন্ম হয়ে ছিল।
পরে গেলাম হলো,সিনোরাস শকুন, এই প্রানি টি এশিয়া দেখা জায় বেসি, এদের ওজন হয় ১৪ বা ১৫ কিলোগ্রাম পর্যন্ত, এই পাখি টি আমাদের এলাকায় দেখে ছিলম, এদের রং হয় কালো,এই প্রাণী টাও ভালো লেগে ছিল।
পরে গেলান হলো,কমন এল্যান্ড এই প্রাণীর টির কাছে, এই প্রানী টির নাম আমি শুনি নাই কখনো , ওদের মাথায় দুইটি সিং আছে অনেক বড় বড়,ওদের কালার হলো মাটি কালারের মতো দেখতে,ওরা বেচে থাকে হলো ১৯বা ২০বছর পর্যন্ত।
পরে আমরা গেলাম হলো,কুমির দেখতে, ওই খানে গিয়ে দেখি , কোন কুমির নাই, একটা ছিল তাও বাচ্চা,এই ছারা সব মরে গেছে,পরে আমরা এক পাসে বসলাম, ওই খানে বসে আমরা কিছু হালকা নাস্তা করলাম।
পরে ওই খান থেকে গেলাম হলো,নীল ময়ূরের কাছে, ওদের কে দেখতেও অনেক সুন্দর লাগে,ওইখানে কিছুক্ষণ দারিয়ে ছিলাম ওদের পাখা মেলান দেখার জন্য, কিছুক্ষণ পরে একটা ময়ূর পাখা মেলাইছিল ওই সময় দেখতে আর সুন্দর লেগেছিল।
পরে আমরা গেলাম হলো,ক্যাঙ্গারু দেখতে,ওই খানে গিয়ে দেখলাম ওরা লাফা লাফি করতে ছিল,আর কইটা দেখি বসে ছিল,আমার কাছে ওদের একটা যিনিস সবচেয়ে বেসি ভালো লেগেছিল, ওদে বাচ্চা দেরকে পকেটে নিয়ে ঘুরতে, আবার ওদের লাফা লাফি টাও ভালো লেগে ছিল।
পরে গেলাম আমরা, লামা এই প্রাণীর টির কাছে, লামা প্রানীর নাম টা আমি আগে শুনি নাই,ওদের কে দেখতে ভেরার মতো লাগে,ওরা ,সাদা ও কালো কালার হয়ে থাকে ,ওরা সাধারণত ঘাস খায়।
আমরা গেলাম হলো,উট পাখির কাছে,অনেক দিন পরে এই পাখি টি আমি দেখলাম, উট পাখি টি তখন বসে ছিল, তাই আমরা বেশিক্ষন ছিলাম না ওই খানে, পরে ওই খান থেকে আমরা নাামাজের জন্য মসজিদে গেলাম,মসজিদ টি চিড়িয়া খানার ভিতরেই ছিল।
আগামী তৃতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব; সে পর্যন্ত সাথেই থাকুন।
Device | Name |
---|---|
Android | Xiaomi Redmi Note 10 |
Camera | 48Mp PDAF camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |
আপনার দ্বিতীয় পর্ব পড়ে বুঝতে পারলাম যে চিড়িয়াখানায় আরো অনেক কিছু দেখার বাকি রয়েছিল ৷ তাই আপনি আজকে শেয়ার করলেন ৷ আপনারা প্রথমে বাঘের কাছে গেলেন বাঘ গুলো দেখলেন ৷ বাঘ দুইটি ছিল একটির নাম জবা আরেকটির নাম জুই তারপরে আসলেন কুমির এর কাছে তারপর সেখান থেকে আসলেন ক্যাঙ্গারু কাছে সেগুলো দেখলেন একের পর এক সব কিছু সেখান থেকে বিদায় নিয়ে নিলেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা পুরো চিড়িয়াখানার ঘুরে বেরানোর কিছু আনন্দময় সময় আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit