একটি বন্য ফুলের ফটোগ্রাফি 🌸

in hive-120823 •  3 days ago  (edited)

Hello Everyone,,,
কেমন আছেন সবাই.? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আপনাদের মাঝে একটি বন্য ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক...

IMG20250108091432.jpg

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় গিয়েছিলাম হাঁটতে। আপনাদের ওখানে কেমন শীত পড়তিছে জানি না, তবে আমাদের এখানে বিগত দুইদিন শীত কম থাকলেও এই দুইদিন বেশ শীত পড়িছে। এই শীতে সকালবেলা রৌদ্রে কিছু সময় না হাঁটলে যেন সকালের শীত কাঁটতে চায় না।

সকালে রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার পাশে ফুটে থাকা একটি বন্য ফুলের উপর চোখ পড়লো। আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি কিন্তু তেমন একটা পারি না। তবে কোন কিছু দেখলে সেগুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করি। কারণ আমার বিশ্বাস চেষ্টা করলে সব কিছু সম্ভব। আর সেটা যদি হয় ফুল তাহলে তো আর কোন কথা নাই। তাই ফুল দেখা মাত্র ফটোগ্রাফি না করে থাকতে পারি না। তাই ফুলটি দেখা মাত্র কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম।

IMG20250108091414.jpg

এই হালকা বেগুনি বর্ণের ফুল গুলো দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো আমাদের সকলের বেশ পরিচিত ফুল। এই ফুলটি মূলত ঢোল কলমি গাছের ফুল। এই ফুলটি দেখতে মাইকের মত। তাই ফুলটিকে আমাদের এখানে কেউ কেউ আবার মাইক ফুলও বলে থাকে। তবে অঞ্চল ভেদে এর আঞ্চলিক নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

ফুলটির নান্দনিক সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে। এই ফুল গুলো দেখতে হালকা বেগুনি রঙের হয়ে থাকে। সাদার উপর হালকা বেগুনি রং থাকায় ফুলটি দেখতে বেশ আকর্ষণীয় লাগে। অযত্নে অবহেলায় জন্ম নেয়া এই ঢোল কলমি গাছের ফুল যেকোন বয়েসি মানুষের নজর কাড়বে। ঢোল কলমির একটি মঞ্জরিতে ৪-৮ টি ফুল থাকে। তবে এই ফুলে অন্যান্য ফুলের মত ঘ্রাণ থাকে না।

গ্রাম অঞ্চলে এই ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায়। তবে কোথাও কোথাও অনেকে এই ফুলটিকে বন্য ফুলও বলে থাকে। নাম যেমনই হোক না কেনো ঢোল কলমি ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন না এ রকম লোকের সংখ্যা নেই বললেই চলে। প্রায় সারা বছরই এই ঢোল কলমি ফুল ফোটতে দেখা যায়। তবে বর্ষাকালে বেশি ফুল ফুটতে দেখা যায়।

IMG20250108141704.jpg

এই ঢোল কলমি গাছ অল্পদিনের মধ্যেই ঘন ঝাড়ে পরিণত হয়। এই গাছের কান্ড দিয়ে কাগজ তৈরি করা যায়। ঢোল কলমির বীজ ও পাতায় বিষাক্ত উপাদান থাকে। এবং তেতো স্বাদের সাদা কষ থাকায় এর পাতা গরু ছাগল খায় না।

তাই গ্রামাঞ্চলের মানুষ জন এই গাছ জমির বেড়া হিসেবে ব্যবহার করে। অনেকে আবার জ্বালানি হিসেবেও ব্যবহার করে। ঢোল কলমি গাছ যেমন জনপ্রিয়, ঠিক তেমনই এটি অত্যন্ত উপকারী একটি গাছ। এই গাছের ফুল, গাছের পাতা এবং দুধের মত দেখতে গাছের আটা ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়।

এই গাছের পাতা ফোঁড়া বা অন্যান্য চর্মরোগের জন্য অত্যন্ত কার্যকরী। এই ঢোল কলমি গাছের পাতার রস কুকুরে কামড়ানোর স্থানে লাগালে বিষের প্রদাহ এবং প্রকোপ দুটোই কমে। এই গাছের ফুল ঔষধি হিসাবে ব্যবহার করা হলেও অন্য কোন কাজে লাগে না।

আমরা জানি বেশির ভাগ ফুল বিভিন্ন পূজার কাজে বা বিবাহের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ফুল কোন পূজা বা অন্য কোন কাজে ব্যবহার করা হয় না। এই ফুল গুলো শুধু ঔষধি হিসাবে ব্যবহার করা হয়। এই ফুল গুলো দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হওয়ায় এই ফুল দিয়ে গ্রাম অঞ্চলের শিশুদের খেলা করতেও দেখা যায়।

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে কিছু কলমি শাকের মধ্যে একটা ফুল ফুটে আছে চমৎকার সুন্দর লাগছে। কলমি শাক আমার বিশেষ পছন্দের একটা শাক , আর ফুল তো তার থেকেও বেশি পছন্দ করি।
এই ফুলের মাঝে লুকিয়ে আছে আমার শৈশবের অনেক স্মৃতি, ছোটবেলা এই ফুল দিয়ে আমি অনেক রান্না বান্না খেলেছি। ফুলগুলো চেয়েছে অনেক ধরনের রান্না করতাম খেলা বাটি দিয়ে আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো।