Hello Everyone,,,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না! দেখতে দেখতে কখন যে আরেকটা দিন পার করে ফেললাম বুঝতেই পারলাম না। যাই হোক, আজকে আমি সারাদিন কি কি করলাম সেইটাই তুলে ধরবো। চলুন তাহলে শুরু করা যাক...
গতদিনের মতো আজ আর হাঁটতে যাওয়া হইনি। আজ সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমি উঠে মুখ ধুয়ে, ফ্রেশ হতে হতে মার রান্না করা হয়ে গিয়েছিল। তাই আর রাস্তায় বের না হয়ে সবার সাথে বসে সকালের খাওয়া শেষ করলাম।
খাওয়া শেষ করে বসে আছি। তখন একটা ফ্রেন্ড বাইক নিয়ে এসে বলে চল ঘুরে আসি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যেতে হবে। তখন সে বলে আগে চল তো তারপর দেখতে পারবি। আমিও আর তাকে প্রশ্ন না করে বাইকে উঠে পড়লাম।
তার সাথে চলতে চলতে একটা বাড়ি যেয়ে পৌঁছালাম। সেখানে যাওয়ার কারণ হলো সেখানে একজনের হাত ভেঙ্গে গেছে এবং সুব অসুস্থ তাকে দেখতে যাওয়া। সেখানে কিছুক্ষন দেরি করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে স্নান করে নিলাম কারণ বাড়ি আসতে আসতে দুপুর হয়ে গিয়েছিল।
আজ বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে বাজার বসে। বাজারে অনেক রকমের জিনিস পত্র বিক্রি করা হয়ে থাকে। যেমন:-(মাছ,মাংস,শাক-সবজি,বিশেষ করে এখন শীত কালীন শাক-সবজি বেশি পাওয়া যাচ্ছে এছাড়া ঘর ব্যবহারের জিনিস পত্র,জামা-কাপড় ইত্যাদি ইত্যাদি)। প্রতি সপ্তাহের বাজার আমরা এখান থেকেই করে থাকি। তাই আর দেরি না করে দুপুরের খাবার খেয়ে ফ্রেন্ডকে ডেকে নিলাম বাজারে যাওয়ার জন্য।
বাজারে পৌঁছে দেখি বাবার বাজার করা শেষ। তাই আমি আর বাজারের ভিতর গেলাম না। তখন ফ্রেন্ড বলে চল মিষ্টির দোকানে যাই। যদিও আমার মিষ্টি পছন্দ না তবুও ওর সাথে গেলাম। মিষ্টির দোকানে যেয়ে কাঁচের ভিতর সাজানো সুন্দর সুন্দর মিষ্টি দেখে দুইজনে আর লোভ সামলাতে না পেরে দোকানদারকে দুই প্লেট মিষ্টি দিতে বললাম।
মিষ্টি খেয়ে আমার খুবই বাজে অবস্থা। মিষ্টিতে আমার গাঁ জড়িয়ে আসছে। তাই মিষ্টি খাওয়া শেষ করে বাজারের ভিতর চলে আসলাম। বাজারের ভিতর এসে ভাজাপোড়ার দোকানে চলে গেলাম।
দোকানে যেয়ে বললাম মিষ্টি খেয়ে গাঁ জড়াচ্ছে কি খাওয়া যায়! দোকানদার তখন বললো পেয়াজি অথবা ছোলা খেতে পারো।তার কথা শুনে পেয়াজি দিতে বললাম। দোকানদার পেয়াজি দিলো সাথে কিছু কাঁচা মরিচ আর শসা দিয়ে দিলো। সেটা খেয়ে ভালোই লাগলো এবং গাঁ জড়ানোও বন্ধ হলো।
পেয়াজি খাওয়া শেষ, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি তখন এক দাদার সঙ্গে দেখা। দাদা বললো শীতের পোশাক কিনবো চল আমার সাথে জামা-কাপড়ের দোকানে। তাই তার সাথে জামা-কাপড়ের দোকানে চলে গেলাম। দোকানে যেয়ে দেখি প্রচুর ভিড়। লোকজন কেনাকাটা করতিছে। বুঝতেই পারতিছেন নতুন শীত পড়িছে সাবার এখন শীতের পোশাক কেনা প্রয়োজন।
দোকানে প্রচুর ভিড় দেখে আমরা পাশের একটা দোকানে চলে গেলাম। সেখানে লোক সংখ্যা কম ছিল। সেখানে যেয়ে দোকানদারকে শীতের পোশাক দেখানোর জন্য বললাম। সে এক এক টা করে ভিন্ন ডিজাইনের পোশাক দেখাতে লাগলো। অনেক গুলো দেখার পর একটা পছন্দ হলো।
দাদার গাঁয়েও দিয়ে দেখলাম সব কিছু ঠিক-ঠাক আছে কি না। গাঁয়ে দেওয়ার পর দেখলাম সব কিছু ঠিক-ঠাকই আছে। তখন দোকানদারকে দাম জিজ্ঞেস করলাম। দোকানদার যে দাম (১৫০০৳) বললো তা শুনে আমাদের আর পোশাক নেওয়ার ইচ্ছা করলো না। পোশাক রেখে দোকান থেকে চলে আসতেছি তখন দোকানদার ডাক দিলে বললো আপনারা কত দিতে চাচ্ছেন।
তখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাম (৮০০ থেকে ৯০০৳) বললাম। তখন দোকানদার বললো এই দামে তার লস হয়ে যাবে। তখন আমরা বললাম আপনার লস করিয়ে আমরা জিনিস নিতে চাই না। তখন দোকানদার বললো ১০০০ টাকা দিতে। আমরা ১০০০ টাকা দিয়ে পোশাকটি নিয়ে আসলাম। এতে দোকানদারেরও লস হলো না এ দিকে পোশাকটি নিতে পেরে দাদাও খুশি হলো।
TEAM 1
Congratulations! Your post has been upvoted through @steemcurator03. Good post here should be..Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your support🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই প্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে খুব ভালোভাবে উপস্থাপনা করার জন্য প্রত্যেকটি বিষয়ে আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন।
মিষ্টি আপনার খুব একটা পছন্দের না তবুও বন্ধুর কথা মতো দোকানে গিয়ে মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারেন নাই তারপর সেখান থেকে মিষ্টি খেয়ে আপনার মনে হল যে গা জড়াইতেছে তারপর আপনারা ঝাল মুড়ি খেলেন। এবং আজকের দিনে সমস্ত কার্যক্রম জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit