নমস্কার বন্ধুরা,,,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থই আছি। আজ আমার আপনাদের সাথে পথ চলা শুরু করার দ্বিতীয় দিন। প্রথম দিন আমি আপনাদের মাঝে শেয়ার করে ছিলাম আমার পরিচয় পত্র। আজ আপনাদের মাঝে শেয়ার করবো আজকে কাটানো আমার কিছু মূহুর্ত। তাহলে চলুন শুরু করা যাক...
শীত আগত। বুঝতেই পারছেন শীতের সকালে সকলেরই উঠতে একটু কষ্ট দায়ক মনে হয়। কিন্তু কষ্টকে সাইডে রেখে ৮টা নাগাদ উঠে পড়লাম। যদিও উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল! শীতের সকালে সকলেরই উঠতে একটু দেরি হয়। আমারও একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক সকাল বেলা উঠে মুখ-ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে সকালের খাবার না খেয়েই রাস্তার দিকে বের হলাম।
রাস্তায় বের হয়ে লক্ষ্য করলাম তখনও বেশ কুয়াশা রয়েছে এবং একটু একটু শীতও লাগছে। তখন আবার বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যেয়ে শীতের কাপড় নিয়ে আবার বের হলাম। বের হয়ে দেখি রাস্তায় তেমন কোন লোকজন নাই। শীতের সকাল বেলা বলে কথা তাই মনে হয় এখনো কেউ রাস্তায় বের হইনি। রাস্তায় কোন লোকজন না দেখে আমি একা একা একটু হাঁটতে গেলাম। সঙ্গে লোক না থাকায় বেশি দূর পর্যন্ত আর গেলাম না ফিরে আসলাম।
ফিরে আসার পথে লক্ষ্য করলাম কিছু লোক একটি দোকানে বসে মুভি দেখছে। আমিও সেখানে গেলাম। সেখানে যেয়ে দেখি ভালো একটি মুভি হচ্ছে তাই আমিও তাদের সাথে বসে মুভি দেখতে শুরু করে দিলাম। মুভি দেখার ফাঁকে ফাঁকে তাঁদের সাথে একটু আকটু গল্প করতে শুরু করলাম।
গল্প আর মুভি শেষ করতে করতে কখন যে ১১টা বেজে গেলো বুঝতে পারলাম না। তাই মুভি শেষ করে তাড়াতাড়ি করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌছাইয়ে দেখি সকলের খাওয়া শেষ হয়ে গেছে। তাই আমিও আর দেরি না করে নিজে নিজে নিয়ে সকালের খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম।
বিশ্রাম নিতে নিতে মনে পড়লো আমার কিছু কাপড়-চোপড় অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। তখন চিন্তা করলাম দুপুরে স্নান করার সময় কাপড়-চোপড় গুলো ধুয়ে পরিষ্কার করে ফেলবো। ফোনটা হাতে নিতেই দেখলাম স্নান করার সময় প্রায় হয়ে গেছে। তাই আর দেরি না করে কাপড়-চোপড় গুলো বের করে ধোয়া শুরু করে দিলম।কাপড়-চোপড় গুলো ধোয়া শেষ করে স্নানটা সেরে ফেললাম। স্নান শেষ করে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম।
ঘুম থেকে উঠে রাস্তার দিকে একটু ঘুরতে বের হলাম। কিছুক্ষণ ঘুরে এসে একটা দোকানে বসে মুভি দেখতে শুরু করলাম এবং সাথে এক কাপ চা-ও খেলাম। চা-টা খেয়ে বেশ ভালোই লাগলো। ভালো লাগারই কথা! কারণ চা-টা যে নিজের হাতে তৈরি করা আবার সাথে শীতের-সমা ভালো তো লাগবেই। নিজের হাতে বললাম কেনো তাই ভবছেন তো আপনারা? এতো ভাবার কিছু নাই আসলে দোকানটা আমাদের নিজেদের।
এরপর সন্ধ্যা গড়িয়ে আসলো আমিও তখন বাসায় চলে আসলাম। বাসায় এসে ছোট ভাইকে পড়াতে বসলাম। ছোট ভাইকে পড়ানো শেষ করে আমি পড়তে বসলাম এবং কলেজের কিছু কাজ ছিল সে গুলো শেষ করলাম।
ব্যস এইভাবেই কাঁটে আজকে আমার সারাটাদিন। কাল আবারও হাজির হবো আপনাদের মাঝে নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ..!
শীতের সকাল শীতের সকালের অনুভূতিটা এক অন্যরকম আনন্দ নিয়ে আসে। শীতের আগমন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাবার আগমন। আসলে ভাই শীতের সময় রাস্তায় খুব বেশি মানুষ দেখা যায় না। তবে আমাদের প্রত্যেকটি মানুষের সকালে ঘুম থেকে উঠে কিছুটা হাঁটাহাঁটি করা অবশ্যই প্রয়োজন। তাতে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। সুন্দর একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় ব্যায় করে আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনি ঠিক বলেছেন। আসলেই আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন সকাল বেলা একটু হাঁটাহাঁটি করা এবং ব্যায়াম করা। বিশেষ করে এই শীতের সময়টায়। কারণ শীতের সময় আমাদের শরীর শীতল থাকে। শীতের সময় একটু হাঁটাহাঁটি আর একটু ব্যায়াম করার ফলে আমাদের শরীর উষ্ণ হয়ে উঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@roy.saikat আপনার আজকের দিনের অধিকাংশ সিনেমাতেই কেটে গেছে!
এখন শীতের সকাল দেখা হয়ে ওঠে না, কারণ, প্রতিদিন জানালা দিয়ে ভোরের আলো দেখে ঘুমোতে যাই, তবে আমাদের এখানে এখনও এত ঠান্ডা পড়েনি!
তবে, শীতকাল আমার প্রিয় ঋতু, এবং শৈশবের বহু স্মৃতি আমার মাসির বাড়িতে কাটানো বেশ কিছু ঘটনার মধ্যে কুয়াশা ভরা সকালে মাসির বাড়ির গাছের খেজুরের রস অন্যতম।
এখনও আমার মাসতুতো দাদা শীতকালে খেজুরের গুড় দিয়ে যায়, যেটা আমার ভীষণ প্রিয়।
এই শীতকালে যেমন কাজ করে শান্তি গলদঘর্ম হতে হয় না, তেমনি বিভিন্ন শাক সবজি পাওয়া যায় যেগুলো আমার ভীষণ প্রিয়।
কুয়াশায় ভেজা ঘাস, ফুল এগুলো বাড়তি আকর্ষণ।
তবে আপনার লেখায় ঘরের কাজ করতে দেখে আমার ভালো লাগলো। আসলে ঘরের কাজটা বোধহয় সকলের সমান দায়িত্ব সম্পাদন করা।
ভালো থাকুন আর এই ভাবেই একাগ্রতা অব্যাহত রেখে কাজ করে যান।
তবে, এটা জানা হলো না এত মনোযোগ দিয়ে কোন কোন ছায়াছবি দেখলেন!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে। শীতকাল আমারও প্রিয় ঋতু। কারণ এই সময়টায় সূর্যের কিরণের যে তাপ সেটা অনুভব হয় না। তাই অন্য সময়ের থেকে এই সময়টায় ঘোরাঘুরি করতে কোন কষ্ট হয় না। শীতের সকালে কুয়াশা ভেজা ঘাসের উপর যখন সূর্যের কিরণ পড়ে তখণ যে অপরূপ দৃর্ষের সৃষ্টি করে সেটা অতুলনিয়। আর এই সময়টা নতুন ফসল ঘরে ওঠার সময়। নতুন ফসল ঘরে ওঠার অনন্দে কৃষকদের মন অনন্দে ভরে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit