বর্তমান সময়ে একটা জিনিস বেশ ভালোভাবেই লক্ষ্য করেছি। মানুষ ঘর থেকে বের হলেই কেমন যেন অমানুষের মতো আচরণ করে। যেই বাবা ঘরের মধ্যে হচ্ছে আদর্শবান একজন পুরুষ। সেই বাবাও কিন্তু ঘর থেকে বের হলে অমানুষ হয়ে যায়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন অফিসের উদ্দেশ্যে রওনা দিবেন। তখন আপনাকে বাসে ওঠার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে। যদি কোন মতে কেউ একটু যুদ্ধ করে বাসের ভেতরে ঢুকে যায়, তাহলে কিন্তু আরো বেশি সমস্যা। সে অন্য কাউকে কখনোই সুযোগ দিতে চায় না কিংবা বাসের সিটে তাকে বসতে দিতে চায় না।
এটা নিয়ে তাকে পোহাতে হয় অন্যরকম একটা ঝামেলা। কোনমতে বাসে করে অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে আপনাকে অফিসের পলিটিক্স অনুযায়ী কাজ করতে হবে। তারা আগে থেকে যে নিয়ম গুলো ঠিক করে রেখেছে। সেগুলো আপনাকে মানতে হবে, প্রতিনিয়ত দৌড়ের উপর থাকতে হবে। আপনি যদি সবার অত্যাচার অবিচার চুপ করে সহ্য করতে পারেন। তাহলে আপনি ভালো না হলে আপনি খারাপ, আর বর্তমান সময়ে এই খারাপ কাজগুলো অলিখিত নিয়মে বেড়েই যাচ্ছে। সবাই চুপ করে আছে। শুধুমাত্র দেখছে কারো কিছু বলার মত সাহস নেই বা কিছু করার মত সাহস নেই।
ধরুন আপনি বাজার করতে গেলেন, ওখানেও কিন্তু মানুষ আপনাকে ঠকাবে। আপনি মাংস কিনতে গেছেন মাছ কিনতে গেছেন, ফল কিনতে গেছেন। ওজনে কম দিচ্ছে ব্যবসায়ীরা মনে করে তারা যদি ওজনে কম দিতে পারে, মানুষকে ঠকাতে পারে তাহলে তারা জিতে যাবে। যেই জায়গায় মানুষ মানুষকে ঠকায় সেই জায়গায় একসাথে সেই মানুষ গুলোর সাথে কখনো কি থাকা যায়? তাই আমি মনে করি বর্তমান সমাজের মানুষের কাছ থেকে একটু দূরে থাকাটাই উত্তম! কারণ কি জানেন কারণ বর্তমান সময়ের প্রতিটা মানুষ খারাপ! বর্তমান সময়ের কোনো ভালো মানুষ আছে বলে আমার মনে হয় না।
আমরা যাদেরকে ভালো মানুষ বলি, তারা শুধুমাত্র ভালো মানুষের মুখোশ পরে থাকে। একটা মসজিদের ইমাম ভালো হয় না! একটা মন্দিরের পুরোহিত ভালো হয় না! একটা গির্জার ফাদার ভালো হয় না! সবকিছু মিলিয়ে দেখতে গেলে এই সমাজের কেউ ভালো না, সাথে আমিও না! তাই তো মানুষ একে অন্যের সাথে কখনোই মিলেমিশে চলতে পারে না।
কথায় বলে বোবার কোন শত্রু নেই! এই সমাজে যদি আপনি সঠিকভাবে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে হয়ে যেতে হবে বোবা, হয়ে যেতে হবে অন্ধ! অন্যায় অবিচার দেখেও থাকতে হবে চুপ। এটাই হচ্ছে বর্তমান সমাজের আসল একটা রূপ। সমাজে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক থাকে না বেশি দীর্ঘ। কারণটা হচ্ছে একজনের সুখ আরেকজন সহ্য করতে পারে না এটাই হচ্ছে মানুষের ধর্ম। বর্তমান সময়ের মানুষ একে অন্যের বিপদের কথা শুনলে অনেক বেশি খুশি হয়। আপনি বলুন এই মানুষ গুলোর সাথে কিভাবে মিলেমিশে থাকা যায়।
বর্তমান সময়ের মানুষকে বিশ্বাস করে আমি ঠকেছি অনেকবার। মানুষের হিংসা নোংরামি হারামি গিরি সবকিছুই দেখেছি খুব কাছ থেকে বহুবার। তাইতো আমি এখন মানুষের কাছ থেকে দূরে থাকি এবং নিজে অনেক ভালো আছি। এই সমাজে কখনোই কেউ কারো হতে পারে না। কারণ মানুষের মধ্যে লেগে আছে লোভ-লালসা অহংকার নিম্ন মানসিকতা রেষারেষি কুটিলতা আরো রয়েছে অনেক বেশি জটিলতা। আর এই রেষারেষির কারণেই বর্তমান সময়ে দাঁড়িয়ে, একান্নবর্তী পরিবার দেখাই যায় না বিলীন হয়ে গেছে।
এখন সব আলাদা হয়ে যে যার মত করেই বসবাস করছে। নিজের পরিবার ছাড়া অন্য কারো কথা চিন্তা করে না। আজকে যে বন্ধু কালকেই সে শত্রু তে পরিণত হচ্ছে। তাই তো মাঝে মাঝে মনে হয় এই জগতে ভালো মানুষ নেই মহৎ মানুষ নেই। হৃদয়বান মানুষ খুব কম দেখা যাচ্ছে। তাইতো এই জগতে মানুষের সাথে মিলেমিশে এইভাবে কি আর থাকা যায়। তারা উপরে ওপরে মিলে আছে ভেতরে ভেতরে তারা একে অপরের শত্রু। সুযোগ পেলেই ছোবল দিবে যদি করতে পারে নিজের আয়ত্ত। তাই এখন থেকে সিদ্ধান্ত নিন, নিজের পরিবার নিয়ে নিজে একাই থাকুন। মিলেমিশে থাকার চাইতে একার মধ্যে আছে অন্যরকম শান্তি। এই সমাজের মানুষ শুধু আপনার জীবনে এনে দিবে অশান্তি।
জানিনা উপরোক্ত লেখাগুলো আপনাদের কাছে কেমন লাগবে। তবে নিজের বাস্তবতা সমাজের মানুষ মানুষের সাথে মেলামেশা করার পরে, আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।
আপনার লেখাটি অত্যন্ত বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী। সমাজের মানুষের স্বার্থপরতা, হিংসা, এবং সম্পর্কের ভঙ্গুরতা নিয়ে আপনার পর্যবেক্ষণ গভীর এবং ভাবনার উদ্রেক করে। যদিও সব মানুষ খারাপ নয়, তবুও নিজের শান্তির জন্য দূরত্ব বজায় রাখা অনেক সময় ভালো সিদ্ধান্ত হতে পারে। আপনার অভিজ্ঞতা অনেকের সাথেই মিলে যায়, এবং এটি পাঠকদের চিন্তা করতে বাধ্য করবে। চমৎকার লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই পৃথিবীতে বর্তমান সময়ে ভালো মানুষের দেখা তেমন একটা পাওয়া যায় না তাই বর্তমান সমাজকে নিয়ে নিজের এইটুকু বয়সে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি দিনশেষে বুঝতে পেরেছি একা থাকার মধ্যেই আনন্দ আছে অন্ততপক্ষে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি বাস্তব জীবনের বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। যা পড়ে অনেক ভালো লাগলো, আপনি ঠিকই বলেছেন এখনকার মানুষের ভিতরে লোভ টা বেশি ভালোবাসাটা খুবই কম! আমাদের বর্তমান সমাজের অবস্থা অত্যাধিক ভয়াবহ যা, আপনার পোষ্টের মাধ্যমে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি ঠিকই বলেছেন এখন মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। সর্বশেষ আমি একটি কথাই বলবো নিজে ভালো হইলে জগৎ ভালো। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লোভ আর লালসার কারণে মানুষ বর্তমান সময়ে আপন মানুষকে হত্যা করতেও দ্বিতীয়বার চিন্তা করে না আসলে মানুষ চেষ্টা করে না শুধুমাত্র ঘুমিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে যার কারণেই সমাজের মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে কি আর বলবে চুপ করে থাকা চাইতে আর কিছুই করার নেই কেননা আপনি কিছু করতে গেলেই আপনার অতপর নেমে আসবে অন্যরকম অত্যাচার অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই বাস্তবিক ও বর্তমান সময়ের অতি পরিচিত ও বাস্তব কিছু কথা বলেছেন আপনি।। সত্যি আজকাল যেন কিছুই ভালো না শুধুমাত্র ভালোর মুখোশ পড়ে থাকে সকলেই।।
জীবনে চলার পথে আমরা এমনও কিছু মানুষকে দেখি যারা অমানুষের মতো কাজ করে থাকে সেটা সত্যি আমাদের অনেক বেশি কষ্ট দেয়।। আপনি বেশ কিছু উদাহরণের মাধ্যমে অনেক কিছু বুঝাতে চেয়েছেন।। আসলে মানুষ ছোট থেকে বড় হতে হতে অনেক কিছু বুঝতে পারে শিখতে পারে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি অনেক মানুষের সাথে কথা বলেছি কিন্তু সমাজের মানুষগুলো এত বিচিত্র রকমের যেটা দেখে মাঝে মাঝে নিজের কাছে সন্দেহ মনে হয় আমিও কি এই সমাজে বসবাস করি যাদেরকে বিশ্বাস করেছি তারা বিশ্বাস ভঙ্গ করেছে যাদেরকে অনেক আপন মনে করেছি তারাই ছেড়ে চলে গেছে।
এই সমাজে আপনি ভালো কোন কাজ করতে গেলে সবাই আপনাকে বাধা দিবে আপনার দ্বারা হবে না কিন্তু যখন আপনি তাদের কথা শুনে চুপচাপ বসে থাকবেন তখন বলবে একে দিয়ে কোন কাজ হয় না এ তো বেকার তাই আমি মনে করি সমাজ কি বলবে সমাজের মানুষের জটিলতা থেকে বের হয়ে নিজে কিছু করার চেষ্টা করুন তা না হলে জীবনে বাঁচতে আপনার অনেক কষ্ট হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit