জীবনের প্রতি কম বেশি সব মানুষের অভিযোগ থাকে। তবে আজকাল আমার কেমন যেন মনে হয় জীবনের প্রতি কোন অভিযোগ থাকতে নেই। সময়ের সাথে যেমন মানুষ পরিবর্তন হয়, ঠিক তেমনি আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়। আমরা মানুষ চিনতে শিখি। মানুষদেরকে বুঝতে শিখি, কে আমাদের আপন আর কে আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করে।
কষ্ট খুবই জঘন্য একটা জিনিস। যেটা একটা মানুষকে একা থাকতে শিখিয়ে দেয় আর একা থাকার মধ্যে হয়তোবা কোন আনন্দ নেই। তবে এইটুকু বুঝতে পারি কেউ আমাকে কষ্ট দিতে পারবে না। একাকীত্ব যেমন মানুষকে পুড়িয়ে মারে, ঠিক তেমনি একাকীত্ব মানুষকে অনেক আগলেও রাখে। কারো কাছে কোন কিছু প্রকাশ করার চাইতে অন্ধকার ঘরে, নিজেকে বন্দী করে নেয়া টাকে উত্তম মনে হয়।
প্রকৃতির কাছে নিজের মনের কষ্টগুলো বলে কিছুটা সময় দীর্ঘশ্বাস ফেলে চলার মধ্যেও শান্তি আছে। অন্তত পক্ষে প্রকৃতি আমাদের মনের কথাগুলো কারো কাছে শেয়ার করে না, এটাই হচ্ছে সবচাইতে প্রশান্তির জায়গা। জীবনের প্রতি এখন আর কোন অভিযোগ করি না। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এইটুকু চিন্তা করেই বাকিটা জীবন কাটিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তবে কিছু কিছু সময় মনে হয় একা থাকাটা ভালো, কারণ কারো সাথে কোন কথা বলতে হবে না ঝগড়া হবে না কারো মনে আমার দ্বারা কষ্ট যাবে না, আবার কারো থেকে আমি কষ্ট পাবো না। বুড়িগঙ্গা নদীর তীরে বসে এই এলোমেলো চিন্তা গুলো কেমন যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আসলে সংসার সন্তান শ্বশুর-শাশুড়ি স্বামী সবকিছু মিলিয়ে, জীবনটা মাঝে মাঝে অসহ্য মনে হয়।
আমি জানি একটা মানুষ সব সময় সুখে থাকে না, আবার একটা মানুষের জীবনের সব সময় দুঃখ থাকবে এটাও কোন কথা না। কিন্তু তাই বলে প্রতিনিয়ত সবার কথা শুনতে শুনতে এখন আর শুনতে ইচ্ছে করে না। ওই যে আগেই বলেছিলাম জীবনের প্রতি এখন আর কোন অভিযোগ নেই। এখন একটা চিন্তা একটা ভাবনা একটা ভরসা সবকিছুই এলোমেলো হয়ে গেছে। কার ওপর ভরসা করব কাকে বিশ্বাস করব, কোন কিছুই বুঝে উঠতে পারি না।
তবে কিছুটা সময় একা কাটানোর মধ্যেও শান্তি অনুভব করি। সূর্যাস্ত ডুবে যাওয়ার মুহূর্তটা অনুভব করার সাথে মনে হয় জীবনের আরও একটা সমস্যার সমাপ্তি ঘটুক, এটাই কামনা করি, কারণ আমি জানি সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। জীবনের সুখের পথ সাফল্যের পথ তাড়াতাড়ি খুঁজে পাবো। তবে চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত, তাহলেই হয়তো এগিয়ে যাওয়া সম্ভব।
সামনের পথ হয়তোবা আর ও অন্ধকার, কারণ ভবিষ্যৎ আমরা দেখতে পাই না। সেটা আমাদেরকে খুঁজে নিতে হয় দিনের পর দিন যখন আমাদের কাছ থেকে সময় পেরিয়ে যায়। তখন আমরা তার মূল্য দিতে শিখি, কিন্তু সময়টা যখন আমাদের মাঝে অব্যাহত থাকে। আমার তার মূল্য দেই না, যাই হোক জীবনের বাকিটা পথ একসাথে চলার প্রত্যাশায়, আগামী দিনগুলো সুন্দর হবে। এটাই সৃষ্টিকর্তার কাছে কামনা।
Congratulations!!! because your post has been upvoted by Team 7 using steemcurator09. Keep up the good work and keep making quality posts. Curated By @walictd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আগামী দিনগুলো তোমার সুন্দর হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একাকীত্ব ঘরবন্দী জীবন মনে হয় অন্য মানুষকে কষ্ট দেবে না কারো সাথে ঝগড়া বিবাদী হবে না তবে একাকীত্ব মানুষকে ক্ষণিকের জন্য সুখ দেয়। আমি মনে করি সুখ তোখনি অনুভব করা যায় যখনই দুঃখটা জীবনে আসে।
পরিবার ও সংসার নিয়ে সুখী হন ভালো থাকুন এই দোয়াই করি খুব ভালো লাগলো আপনার আর্টিকেলটা পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের এই লেখাটি পড়ে নিজে অনেক কিছু শিখতে পেরেছে এবং আমার জীবনের সাথেও অনেক কিছু মিল আছে এটা আমিও বিশ্বাস করি একাকীত্ব মানুষকে শুধু কষ্ট দেয় না একাকীত্বের মধ্যে থেকেও কিছুটা ভালো খুঁজে পাওয়া যায় পাশা পাশি এটা একদম ঠিক নিজের কষ্টের কথা অন্য মানুষের সাথে শেয়ার করার চেয়ে অন্ধকারে থাকা অনেক ভালো যাইহোক লেখাটি পড়ে মন ছুয়ে গেলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit