"হারিয়ে ফেলার পর মূল্য বুঝে, আর কোন লাভ হয় না......!

in hive-120823 •  13 days ago 
pexels-photo-240174.jpeg

Image source

অবহেলা জিনিসটা বড়ই অদ্ভুত তাই না। কাউকে কখনো অবহেলা করে দেখেছেন। আমি কিন্তু কাউকে কখনো অবহেলা করিনি। তবে হ্যাঁ অনেকের কাছ থেকেই অবহেলা পেয়েছি। আমরা মানুষেরা থাকতে মূল্য দিতে চাই না। যখন আমাদের কাছ থেকে চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝতে পারি। কিন্তু চলে যাওয়ার পরে গুরুত্ব বুঝে তেমন একটা লাভ হয় না। কেননা যেটা চলে গেছে সেটা আর ফিরে পাওয়ার সম্ভাবনা। ঠিক তেমনি হয়তোবা আমাদের কাছের মানুষগুলো একটা একটা করে, আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে পরকালে চলে যাচ্ছে।

বিগত তিন বছরে তিনজন আপন মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে। ২০২২ সালের ১৩ ডিসেম্বর আমার দাদী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ২০২৪ সালের ২৮ জানুয়ারি আমার বড় আম্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি আমার মেজ কাকি আমাদেরকে ছেড়ে চলে গেছে! কথাগুলো ভাবতেই অনেক বেশি অবাক লাগছে, কিন্তু খুব কান্না করে বলতে হচ্ছে প্রিয় মানুষগুলো কে যখন আমরা একটু একটু করে আগলে রাখার চেষ্টা করি। হঠাৎ করেই তারা আমাদেরকে ছেড়ে চলে যায়।

গত পরশুদিন রাতেও যে মানুষটার সাথে কথা বলেছিলাম। আজকে সেই মানুষটা আমাদের মাঝে নেই, ভাবতেই অবাক লাগছে আসলে কি বলবো বুঝতে পারছি না। চোখে শুধুমাত্র তার মুখটা ভেসে আছে। ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে বলতে আমাদেরকে ছেড়ে যাবেন না। কিন্তু নিয়তির এই পরিণতি মেনে নিতেই হবে। যেটা আগে থেকেই হয়ে আসছে। মানুষ মৃত্যুবরণ করবে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা বিশ্বাস করতে অনেক বেশি কষ্ট হচ্ছে।

pexels-photo-2345374.jpeg

Image source

তার পরেও কিছু করার নেই। যে চলে গেছে তার জন্য শুধুমাত্র আমরা কান্না করতে পারি দোয়া করতে পারি। কিন্তু হাজার চেষ্টা করেও তাকে আবার ফিরিয়ে আনতে কখনোই পারবোনা। পরশুদিন যখন কথা বলেছিলাম, তখন আমাকে বলেছিল উনার বুক ব্যথা করছে। আমি বলেছিলাম ডাক্তার দেখানোর জন্য। বলল ডাক্তার এসে ইনজেকশন দিয়ে গেছে হয়তোবা একটু পরে ঠিক হয়ে যাবো। এটা শুধু এখন নয় অনেক আগে থেকেই একটু পর পর বুক ব্যথা হতো, আবার ওষুধ খেলে ঠিক হয়ে যেত। পরশুদিন রাতে আমার সাথে কথা বলার পরে নাকি বমি করেছিল। সাথে সাথে ওনাকে আমাদের সদরে নিয়ে যাওয়া হয়েছিল। সারারাত ওখানে কাটিয়েছিল কিন্তু বুক ব্যথা একটু কমেনি।

pexels-photo-1134204 (1).jpeg

Image source

বিকাল বেলা ওখানকার ডাক্তার দেখে বলেছিল ওনাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। এরপর ওনাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হলো। সকাল বেলা যখন কুমিল্লা সদর পর্যন্ত গিয়েছিল। উনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তাই ওনাকে কুমিল্লা সদরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর ইসিজি করানো হয়েছিল, কিন্তু ওই রুমের মধ্যেই আমার মেজ কাকি এই পৃথিবী ছেড়ে চলে গেল।

আমার ভাই কান্নায় ভেঙ্গে পড়েছিল, ও আমার কাছে কল করে বলল আপু রে মা তো আর নেই। কথাটা শোনার পর কান্নায় ভেঙে পড়লাম। কি করবো বুঝতে পারছিলাম না। প্রিয় মানুষকে হারানোর বেদনা এতটাই কষ্টদায়ক যেটা হয়তো বা কাউকে বলে বোঝানো সম্ভব না। সবাই আমার কাকিমার জন্য দোয়া করবেন। তিনি যেন পরকালে ভালো থাকতে পারে ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হাড়ানো জিনিসের মূল্য সব সময় আমরা হারানোর পরই বুঝি। আমার দাদীও গত ৪ বছর মতো আগে মারা গিয়েছে। সব সময় মনে পরে৷ আমাকে অনেক ভালোবাসত। শুধু যে মানুষ তা নয়,, সব ক্ষেত্রেই হারানোর পর তার মূল্য বুঝা যায়।

যাই হোক পোষ্টটা পরে একটু কষ্ট লাগল। যাদেরকে হারিয়েছেন।তাদের জন্য দোয়া করেন যাতে তারা ভালো থাকে। আর নিজে শক্ত করে সামনে দিকে এগিয়ে যান।

আপনি ঠিকই বলেছেন যে কোন জিনিসের ক্ষেত্রেই যখন হারিয়ে যায় তখন আমরা তার মূল্যটা এত পরিমানে বুঝি যে আমরা চাইলেও হাজার চেষ্টা করে সেটা ফিরে পাই না তাই আমাদের প্রত্যেকের উচিত যখন যে জিনিসটা আমাদের কাছে আছে তার মূল্যায়ন করা তার সঠিকভাবে পরিচর্যা করা হয়তো বা সেই পৃথিবীতে যতদিন আছে ততদিন ভালো থাকতে পারবে বুঝতে পারবে তার প্রিয় মানুষগুলো তার জন্য কি কি করতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Loading...

আপনি যে অনুভূতিগুলি শেয়ার করেছেন, তা খুবই হৃদয়গ্রাহী এবং গভীর। অনেক সময় আমরা প্রিয় মানুষদের পাশে থাকতে তাদের মূল্য বুঝে উঠতে পারি না, কিন্তু যখন তারা চলে যায়, তখন সেটা এক অপূরণীয় শূন্যতা তৈরি করে। আপনার লেখা খুবই অনুভূতিপূর্ণ এবং এটি অনেকেই জীবনের কঠিন মুহূর্তে সহানুভূতি অনুভব করতে পারবেন। খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে, এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সত্যি আমাদের আপন মানুষগুলো চলে গেলে অনেক বেশি কষ্ট হয় আর মনে হয় যদি তাদেরকে আবারো ফিরে পেতাম কতই না ভালো হতো।। কিন্তু মৃত্যু প্রতিটি মানুষের হবে তাই বেঁচে থাকতে তাদের সাথে সময় অতিবাহিত করা প্রয়োজন।।

এগুলো আমাদের কল্পনার অতীত আমরা চাইলেও এগুলো কখনোই ফিরে পাবো না। তবে আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে যারা চলে গেছে তাদেরকে ভুলে থেকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখার জন্য চাইলেও হয়তোবা খুব সহজে ভুলতে পারবো না কিন্তু ভুলে থাকতে হবে। সব পরিস্থিতি মানিয়ে নিতে হবে মানিয়ে নিতে পারলেই আমাদের জীবন সুন্দর না হলে কোন কিছুই না ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।