"আমাদের জীবনটা ক্ষণস্থায়ী...............!"

in hive-120823 •  3 months ago 
pexels-photo-247616.jpeg

Image source

আমরা আমাদের এই জীবনটা নিয়ে কত বড়াই করি। অহংকার করি। মানুষের সাথে কোন কথা বলতে গেলে অহংকারে আমাদের পা মাটিতে ফেলিনা। এটা করা কি মোটেও ঠিক। অহংকার করা মোটেও ঠিক না। কেননা অহংকারকারীকে স্বয়ং আল্লাহতালা কখনোই পছন্দ করেনা। তবে অহংকার করা মানুষ বর্তমান সময়ে অনেক বেশি দেখা যায়। আমি যারা বেশি অহংকার করে, তাদের সাথে কথা বলাটা পছন্দ করি না।

আমার কাছে মনে হয় যে মানুষটা আপনাকে সহ্য করতে পারে না। যে মানুষটা কথায় কথায় আপনার সাথে রাগ দেখায় এবং সে বোঝানোর চেষ্টা করে, আপনি তার যোগ্য না। অহংকার করে না বললেও বিভিন্ন ভাষা ভঙ্গি দিয়ে বোঝানোর চেষ্টা করে, আপনি যেন তার কাছ থেকে দূরে সরে যান। আমার মনে হয় সেখান থেকে সরে আসাটাই উত্তম। কারণ যেখানে আপনার মূল্য নেই সেখানে থাকার চেয়ে, নিরবে নিভৃতে একা থাকা অনেক ভালো।

ক্ষণস্থায়ী এই জীবন নিয়ে আমাদের কত অহংকার। আজকে আমি এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট গ্রামে একজন কৃষক ছিল। যার নাম ছিল মোহাম্মদ, সে খুবই দরিদ্র ছিল কষ্টের মধ্যে তার জীবন যাপন করত, শুধুমাত্র কৃষি কাজ করেই তার সংসার চলত।

তবে তিনি প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহর প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, এত অভাব অনটনের মধ্যেও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস কখনো হারাননি। তিনি বিশ্বাস করতেন জীবনে যে কোন মুহূর্তে তিনি অবশ্যই সুখী হবেন। অল্প খাবার খেয়েও তার মুখে হাসি থাকতো।

pexels-photo-8781960.jpeg

Image source

ওই গ্রামেরই একজন পন্ডিত একদিন মোহাম্মদকে জিজ্ঞেস করলেন? আচ্ছা ভাই তুমি এত অভাব অনটন কষ্টের মধ্যে বসবাস করো? তারপরেও তোমার মুখে সর্বদা হাসিখুশি থাকে! এটা কেন তুমি কিভাবে এত সুখী হতে পারো?

মোহাম্মদ খুবই শান্ত ভাষায় হাসিমুখে বললেন, পন্ডিত সাহেব আমাদের এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এখানে আমরা দুনিয়ার মেহমান অল্প কয়েকদিনের জন্য এখানে এসেছি। এখানে তো আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা দেয়ার জন্য, আর এই দুনিয়াতে যত কষ্টই হোক না কেন? এটা কোন কষ্ট নয়! এই কষ্টকে আমরা হাসিমুখে মেনে নিতে পারলেই, পরকালের পরম শান্তি পাব, আর আমি জানি আল্লাহ তায়ালা ধৈর্যশীল মানুষকে অনেক বেশি পছন্দ করেন।

পন্ডিত লোকটি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন?তাহলে তুমি এত দুঃখ কষ্ট কিভাবে সহ্য কর।

তখন মোহাম্মদ বললেন আমি আমার জীবনটাকে ছোট্ট একটা নদীর মত মনে করি! এই নদীতে যা কিছু হয়ে যাক না কেন? আমার দুঃখ কষ্টগুলো প্রবাহিত হয়ে একটা সময় আমি আল্লাহর দরবারে গিয়ে পৌঁছাব। তবে এই পথ পাড়ি দিতে গিয়ে, আমাকে কিছু পাথর কিছু কাটা সম্মুখীন হতে হবে। সবকিছু সামলে নিয়েই আমাকে এই নদী পাড়ি দিতে হবে।

free-photo-of-man-shoveling-hay-at-sunrise.jpeg

Image source

তবে এই পথ একদিন শেষ হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি এবং আমি আল্লাহর পরম সুখের দরবারে গিয়ে পৌঁছাব এবং আমি সেদিন অনেক বেশি সুখী হব। মোহাম্মদ এর কথা শুনে পন্ডিত অনেক বেশি গম্ভীর হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন। এ পৃথিবী সত্যিই ক্ষণস্থায়ী, কারণ আমাদের আগে যারা পৃথিবীতে ছিল তারা এখান থেকে চলে গেছে, আমরাও চলে যেতে হবে।

তবে আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই দুনিয়াটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কখনোই এই দুনিয়ার কোন জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারবেন না। কারণ আপনার আগে যারা এসেছে তারাও গেছে। আমাদেরও যেতে হবে। আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে, কারণ এই পৃথিবীটাই ক্ষণস্থায়ী।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...