"ইগো"

in hive-120823 •  28 days ago 
pexels-photo-8560383.jpeg

Image source

বর্তমান সময়ে আমরা একটা জিনিস বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। একটা সম্পর্কের মধ্যে আমরা আত্মসম্মানবোধ আহামিকা যেটাকে বাংলা ভাষায় বলা যায় ইগো। এই বিষয়টা বেশ ভালোভাবেই দেখতে পাই।আসলে নিজের বেলায় যদি কিছু বলা হয়ে থাকে সেটা বলা হয় আত্মসম্মানবোধ, আর যদি কেউ সেটা বলে তাহলে সেটাকে বলা হয় ইগো। আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন আত্মসম্মানবোধ এবং ইগো কি একই জিনিস। আমার উত্তর হবে কখনোই না। এই দুইটার মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে।

আত্ম সম্মানবোধ এমন একটা জিনিস। যেটা আপনাকে মানুষের কাছে সম্মানিত অনুকরণীয় একজন মানুষ হিসেবে প্রমাণিত করে তুলবে। ঠিক তেমনি আপনার ইগো আপনাকে মানুষের কাছে, বিরক্তিকর একজন মানুষের হিসেবে খুব সহজেই প্রকাশিত করে তুলতে পারে। তাই আমি মনে করি দুইটার মধ্যেই আকাশ পাতাল ব্যবধান রয়েছে। বর্তমান সময়ে কিছু মানুষের কিছু কথা শুনলে মনে হয়, তাদের বর্তমান অবস্থানে কোন কিছুর অভাব নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা এমন কিছু কাজ করে। এতে করে প্রমাণিত হয় তারা অল্প পরিমাণে পানি তাদের জীবন থেকে ছাড়তে নারাজ।🤔

আমি এখানে যদিও পানির উদাহরণ দিয়েছি, কিন্তু এখানে পানি নয় বরং একটা জিনিস আপনার একটু চিন্তা করেন। যেই মানুষের অতিরিক্ত টাকা আছে তাদের রয়েছে অতিরিক্ত ইগো, আর এই ইগো থাকার কারণে তারা মানুষের সাথে এমন আচরণ করে। মনে হয় তাদের সাথে আর কখনো জীবনে কথা বলবে না। আমার কাছে মনে হয় আমরা কখনই কোন মানুষের সাথে এমন কোন আচরণ করব না, যাতে করে তার মনে কষ্ট হয়।

pexels-photo-7579115.jpeg

Image source

আমাদের পৃথিবীটা গোল জীবনের যেকোনো মুহূর্তেই আমরা সেই মানুষটার সাথে আবারও দেখা হবে, কথা হবে। এটা আমি বিশ্বাস করি, তাই আপনার ইগো আপনার কাছে রাখার চেষ্টা করুন। কারণ আপনার একটা কথার কারণে একটা মানুষের মনে যখন কষ্ট লাগবে। তখন সেই মানুষটা দূর হাত তুলে রব্বুল আলামীন এর কাছে বিচার দিতে দেরি করবে না। তাই নিজের ইগো নিজের কাছে রেখে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

যারা নিজেদের আত্মসম্মানবোধ চিন্তা করে। তারা কখনোই নিজেদেরকে নিখুঁত মনে করে না। তারা নিজেদের ভালো-মন্দ সবকিছু নিয়েই নিজেদেরকে ভালবাসার চেষ্টা করে। আর যাদের মধ্যে অতিরিক্ত ইগো রয়েছে, তারা নিজেদেরকে নিখুঁতভাবে এবং নিজেদেরকে সবার সামনে এমন ভাবে প্রকাশ করে। যেন মনে হয় তারা এই পৃথিবীতে অনেক কিছু অর্জন করে ফেলেছে।

pexels-photo-984954.jpeg

Image source

ছোট্ট ছোট্ট বালু কণা থেকেই কিন্তু বিশাল সিন্দুর পরিণত হয়। আপনি আজকে কোথায় আছেন কালকে কোথায় থাকবেন। এটা আপনি নিজেও জানেন না। তাই আমি মনে করি নিজের অবস্থান থেকে কখনো অন্যকে নিয়ে সমালোচনা করবেন না। আপনি যদি কোন একটা জায়গা থেকে সামান্য পরিমাণে উপকারিতা পেয়ে থাকেন। তাহলে অবশ্যই সেই মানুষের প্রতি সহানুভূতি জানানোর চেষ্টা করুন। আমরা হয়তোবা অনেক কিছু পাই না, কিন্তু যতটুকু পাই তার জন্য শুকরিয়া আদায় করা উচিত।

যাদের ইগো রয়েছে তারা এমনভাবে মানুষের সাথে কথা বলে। তাদের দাপটে মাটিতে পা পড়তে চায় না। অহংকার করা ভালো না অহংকার কারী কে কখনোই আল্লাহ তা'আলা পছন্দ করেন না। তাই যতটুকু পারেন সহানুভূতি এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। আপনি যেমন ভাল থাকতে পারবেন, আপনার পরিবার ও ভালো থাকতে পারবে। ধন্যবাদ ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি বিষয়বস্তু নিয়ে আজকে পোস্ট করেছেন। আপনার পোস্টটি পরে বুঝতে পারলাম আপনি আজকে, আত্মসম্মানবোধ, আর ইগো। কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন, আমি আপনার সাথে একমত পোষণ করি, আত্ম সম্মানবোধ ও ইগো দুইটাই ভিন্ন জিনিস। আপনি বিশ্বাস করেন, আমি সবসময় একটা বিষয় লক্ষ্য করি ! আমার কথায় কেউ যেন কষ্ট না পায়, আমার কাছে মনে হয়, মানুষকে মারতে হয় না! এমন কিছু কথা আছে,কথা বললেই মানুষ মন থেকে মরে যায়। আজকে আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ আপু।

Congratulations! Your comment has been upvoted through @steemcurator04. ---

TEAM-1.png

Curated by : @jyoti-thelight

Thank you @jyoti-thelight mam for supporting me. 💕

Loading...

@rubina203 অসাধারণ লিখেছেন! বাস্তব কিছু মানুষ বুঝেও না বোঝার ভান করে থাকে।

আজ ভরসা বিক্রিত করে মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করে। অদ্ভুত বিষয় এটা তারা বেমালুম ভুলে গেছে, অহংকার পতনের মূল!
যে বিষয়ে মানুষ অহংকার করে সেটা ক্ষণস্থায়ী আর সবচাইতে বড়ো কথা কাকে কার কখন প্রয়োজন পড়বে সেটা সৃষ্টিকর্তা জানেন, তাই মুখ ফুরিয়ে নেবার আগে এটা ভাব উচিত, আজকে যেটা অন্যের সাথে কেউ করছে কালকে তার সাথেও একই ঘটনা ঘটবে এটাই সৃষ্টিকর্তার বিচার এবং অপরিবর্তিত সত্য।

আমাদের জীবনটাই অদ্ভুত কখন কি ঘটবে এটা আমরা কেউই জানিনা। তবে অবশ্যই আপনার কথার সাথে আমি সহমত পোষণ করছি। কাউকে কিছু বলার আগে তিনবার চিন্তা করা উচিত কারণ দিন শেষে হয়তোবা ওই মানুষটাকেই আপনার খুব বেশি প্রয়োজন হবে। যাকে আপনি আজকে অহংকার নিয়ে খুব ছোট করে কথা বলেছেন। ধন্যবাদ দিদি চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Congratulations! Your post has been upvoted through @steemcurator04. Good post here should be..

TEAM-1.png

Curated by : @jyoti-thelight

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।