Better Life With Steem || The Diary game || 02 July 2024||বৃষ্টি ভেজা একটা দিন||

in hive-120823 •  last month 
Picsart_24-07-03_08-46-16-991.jpg

সকালবেলা ঘুম থেকে উঠতে তেমন একটা ইচ্ছে করছিল না। কেননা অনেক রাতে ঘুমিয়ে ছিলাম। কিন্তু ঘুম থেকে উঠতেই হবে। কেননা নামাজ পড়তে হবে। তাই তাড়াতাড়ি করে উঠে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হলাম। দরজা খোলার পর অনুভব করলাম বাহিরে বৃষ্টি হচ্ছে খুব জোরে। তাই পানি নিয়ে ঘরের সামনে অজু করে তারপর নামাজ পড়ে নিলাম।

IMG_20240702_084509_568.jpg
IMG_20240702_084508_853.jpg

দুঃখের বিষয় আজকে আর বাহিরে আমি হাঁটাহাঁটি করতে পারবো না। কেননা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে গেলে আমি সম্পূর্ণ ভিজে যাব। এমনিতেই শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই। আপনাদের সাথে শেয়ার করেছিলাম। গত কয়েকদিন আগে আমার বাসায় প্রচুর মেহমান ছিল। আমি তাদের জন্য রান্না করতে গিয়ে আমি অনেকবার ভিজে গিয়েছিলাম। যার কারণে আমার প্রচন্ড জ্বর এসেছে। ওষুধ নিয়েছি তবে জ্বরের পরিমাণটা তেমন একটা কমেনি।

IMG_20240702_084509_366.jpg

শরীর ভালো নেই তার ওপরে বৃষ্টি হচ্ছে। তাই আজকে হাঁটাহাঁটি করার চেষ্টা মোটেও করিনি। আবার চুপচাপ এসে কিছুক্ষণ শুয়ে পড়লাম। হঠাৎ করেই মনে হল ছেলের প্রাইভেট আছে এবং তাকে মাদ্রাসায় পাঠাতে হবে। তাই দ্রুত উঠে গিয়ে ঘরের সমস্ত কাজ সম্পন্ন করে নিলাম। এরপরে ওদের জন্য মুড়ি মাখা তৈরি করেছিলাম, তাও আবার অনেকদিন পর।

IMG_20240702_084509_062.jpg

অবশেষে সবাই মিলে মুড়ি মাখা খেয়ে নিলাম। এবার হচ্ছে রান্নাবান্না করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু তার আগে আমি ছেলেকে প্রাইভেটের জন্য পাঠিয়ে দিয়েছিলাম একটা ছাতা নিয়ে। এরপর আমি রান্নাবান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। কিন্তু শরীর এতটাই খারাপ যে,,, রান্নাবান্না করার মত চিন্তাভাবনা মাথায় মোটেও আসছিল না।

তবে কিছুই করার নেই। তাই অনেকক্ষণ চিন্তাভাবনা করে চলে গেলাম রান্না করার জন্য। মোটামুটি রান্না করতে আমার প্রায় বারোটা বেজে গেল। সবকিছু ঘরে নিয়ে আসলাম, একটু পরেই আবার বৃষ্টি শুরু হল। আসলে চারপাশে বৃষ্টির কারণে পরিবেশটা একেবারেই নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার কাছে বেশ ভালই লাগে। কেননা আবহাওয়া ঠান্ডা থাকলে কারেন্ট থাকে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু আবহাওয়া যখন একটু সমস্যা সৃষ্টি করে, তখনই কারেন্টের সমস্যা ও সৃষ্টি হয়।

IMG_20240702_084509_425.jpg

ঘরে এসে কিছুক্ষণ বসে রইলাম। তারপর চিন্তা করলাম গোসল করতে হবে, কেননা নামাজ পড়তে হবে। তাই দ্রুত গিয়ে গোসল করে চলে আসলাম, বৃষ্টি পড়েই যাচ্ছে কিছু করার নেই। এরপর এসে নামাজ পড়ে যোহরের নামাজ আদায় করে নিলাম। এরপর ছেলেদেরকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করার চিন্তাভাবনা করলাম, কিন্তু সেটা আর হলো না।

কারণ কিছু কমেন্ট করতে হবে, তাই কিছুক্ষণ বসে বসে কমেন্ট করলাম। কখন যে আসরের আযান দিয়ে দিল বুঝতেই পারলাম না। তাড়াতাড়ি করে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। এরপর বড় ছেলেকে দোকানে পাঠিয়ে, গিয়ার নিয়ে আসলাম এবং সবাই মিলে সেটা খেয়ে নিয়েছিলাম। বৃষ্টির সময় খেতে বেশ ভালই লেগেছিল। তবে গরমের সময় খেতে আরো বেশি ভালো লাগে। যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তখন ঠান্ডা থাকে।

IMG_20240702_084508_833.jpg
IMG_20240702_084509_540.jpg
IMG_20240702_084509_079.jpg

আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঐদিন আমি একটা চুলা নিয়েছিলাম। কিন্তু নিজের শরীরের অসুস্থতার কারণে আর কিছু ব্যস্ততার কারণে, সেটা এখনো লাগানো হয়নি। তাই সন্ধ্যার পরে সেই চুলা লাগানোর কাজে লেগে পড়লাম। চুলা লাগিয়ে শেষ করতে করতে আমার প্রায় এশার আজান দিয়ে দিল।

IMG_20240702_084509_459.jpg

এরপর ছেলেদেরকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি বেশ কিছু কমেন্ট করলাম। এভাবেই আমার জীবন থেকে আরও একটা দিন অতিবাহিত করলাম। ভালো থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Amiga las lluvias se ven que están muy fuertes, en mi país también es así en estos momentos.
Espero que ya te encuentres mucho mejor de la fiebre y todo el malestar que tenías.
Gracias por compartir tu día con nosotros.
Saludos!!

তারমানে বোঝা গেল পৃথিবীর অধিকাংশ জায়গায় বর্তমান সময়ে বৃষ্টি হচ্ছে। একদমই ঠিক বলেছেন দোস্ত বর্তমান সময়ে আমাদের এখানে প্রচুর পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। আর জ্বরের পরিমাণটা হালকা একটু কমে গেছে। আশা করি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Loading...

আপনার জন্য অবশ্যই দোয়া করি আপনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আপনি আজকে আপনার সারাদিনের যে সকল বিষয়টি আমাদের মাঝে শেয়ার করেছেন সেগুলো আসলে অনেক সুন্দর ছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আজকে বৃষ্টি হবার কারণে আপনি সকালবেলায় উঠে হাঁটাহাঁটি করতে পারেননি। আসলে এখন বৃষ্টিতে ভিজলেই প্রত্যেকেই জ্বর হচ্ছে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এটাই কামনা করি। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য ধন্যবাদ।

  • যখন ভীষন গরম থাকে আমরা তীর্থের কাকের মতো বৃষ্টির অপেক্ষা করি। অথচ যখন বৃষ্টি শুরু হয়, আর একটানা হতেই থাকে, তখন আবার একটু রৌদ্রের আশাকরি। ঈশ্বর ও নিশ্চয়ই আমাদের চাওয়া দেখে অবাক হন।😊

  • এইসময় বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু না ভিজে উপায়ও তো নেই। সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। আপনার ওভেনটা বেশ ভালো লাগছে দেখতে। প্রথম দিন এই ওভেনে কি রান্না করলেন জানাবেন কিন্তু।

  • সারাদিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।

আমার কাছে তো মনে হয় সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে আছে। কেননা আমাদের অতিরিক্ত গরম সহ্য হয় না। অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের সহ্য হয় না। অতিরিক্ত শীত আমাদের সহ্য হয় না। মোটামুটি বলা যায় আমরা উনাকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকি। তারপরেও উনি সবকিছুই সহ্য করেন। আসলে প্রথম দিন আমি রান্না করিনি, আমার শাশুড়ি চা বানিয়েছিলেন, আর চা আমি খাই না উনারা খেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হচ্ছে, প্রচন্ড গরমের পরে বৃষ্টির কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে, এবং হঠাৎই আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকে অসুস্থ হচ্ছে, তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আপনার সারাদিনের কার্যক্রম দেখে ভাল লাগল, ধন্যবাদ

একদমই ঠিক বলেছেন অতিরিক্ত গরমের পরে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে, আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে। আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠুন, আসলে আপনাদের পোষ্টের মাধ্যমে জানতে পারি বাংলাদেশে বেশ কিছু দিন যাবত প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবং ভারতেও বৃষ্টি হচ্ছে এটা এখানে আমি পোস্ট পড়ে জানতে পারি। যাই হোক বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া আসলে সম্ভব হয় না।

আপনার একটি দিনের কার্যক্রম সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

বৃষ্টির মধ্যে বাহিরে গেলে শরীর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তারপরেও ঘরের কাজ গুলো সম্পন্ন করতে হয়। রান্না না করলে খাওয়া হয় না। এ বিষয়গুলো মাথা রেখে আসলে বাহিরে যাওয়া। এটা একেবারে ঠিক আজকে বেশ কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া মোটামুটি ঠান্ডা তবে আমার কাছে বেশ ভালই লাগছে। আর চার পাশের পরিবেশ একটু অন্যরকম দেখাচ্ছে। তবে ভালো ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

প্রকৃতির কারনে অনেক সময় আমাদের দৈনিক রুটিনে পরিবর্তন আসে, যেমন বৃষ্টির কারনে আজ আপনি বাইরে হাঁটতে যেতে পারেন নি। কয়েকদিন আগে বৃষ্টিতে ভেজার কারনে আমার বাবার জ্বর হয়েছিলো , আপনার জ্বর হয়েছে জেনে খারাপ লাগলো, অসুধ খেয়েছেন আশা করি সুস্থ হয়ে যাবেন।

আবহাওয়া কখন পরিবর্তন হয় সেটা আমরা কেউই জানিনা। তবে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এটা একেবারেই ঠিক বৃষ্টির কারণে আমি হাঁটতে বের হতে পারিনি। হাঁটাহাঁটি করা আমার একেবারে অভ্যাস পরিণত হয়ে গেছে। যেটা না করলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ ভালো আছি জ্বরের পরিমাণটা অনেকটাই কমে গেছে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন ।

শরীর খারাপ থাকলে কোন কিছুই ভালো লাগেনা আর হ্যাঁ অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে জ্বর হবে এটাই স্বাভাবিক।। যেহেতু জ্বর এসেছে অবশ্যই কিছু নিয়ম মেনে চলাফেরা করুন আশা করি খুব শীঘ্রই জ্বর ভালো হয়ে যাবে।। আপনি চুলা নিয়েছিলেন আপনার পোস্টে পড়েছিলাম আজকে সেটি খুব সুন্দর ভাবে সেটিং করেছেন শুনে ভালো লাগলো।।

শরীর ভালো থাকলে মন খারাপ থাকে আর মন খারাপ থেকে আরো বেশি শরীর খারাপ হয়ে যায়। তাই আমার কাছে মনে হয়, যখন কোন কিছু ভালো লাগে না তখন খোলা আকাশের নিচে তাকিয়ে অভিযোগগুলো তার কাছেই জমা দেওয়া উচিত। যিনি আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। চেষ্টা করছি নিয়মিত ওষুধ খেয়ে জীবন পরিচালনা করার জন্য। কিন্তু কখন কি ঘটে যাচ্ছে সেটা নিজেও বুঝতে পারছে না। হ্যাঁ ঐদিন চুলা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু নিজের ব্যস্ততার কারণে সেটিংস করা হয়নি। আজকে সেটা সম্পন্ন করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

শরীল ও মন ভালো রাখার চেষ্টা করলেও অনেক সময় হয় না পরিস্থিতির জন্য।। কিন্তু হ্যাঁ সবকিছু সৃষ্টিকর্তার মাধ্যমেই করে থাকে তাই জীবনের সমস্যাগুলো তার কাছে বলা উচিত ‌‌।।