Better Life With Steem || The Diary game || 05 January 2025 ||

in hive-120823 •  29 days ago 
Picsart_25-01-06_09-14-27-256.jpg

আমাদের জীবনের সব ক্লান্তি ভুলে গিয়ে, আমরা আবারও রাতের কাছে নিজেকে সঁপে দিতে দ্বিতীয়বার চিন্তা করি না। কেননা রাতের ঘুম আমাদের জীবনের কিছুটা হলেও ক্লান্ত দূর করে দিয়ে, নতুন সকাল উদিত হয়ে থাকে। তার মাধ্যমে আমরা নতুন করে আবারো বেঁচে থাকার স্বপ্ন দেখি। প্রতিটা মানুষের স্বপ্ন এভাবেই পূরণ হোক সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা করি। আবার নতুন সকাল দেখাতে প্রথমত ঘুম থেকে উঠেই নামাজ পড়ে নিলাম। এরপর বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, বাহিরে প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না।

IMG_20250107_091305_896.jpg
IMG_20250107_091306_457.jpg

কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চাচাতো বোনের সাথে কিছুটা সময় পার করেছিলাম। ওর ছোট ছেলেকে নিয়ে অনেকক্ষণ মজা করলাম। এরপর আমার মোবাইল দেখে বারবার আমাকে ইশারা করছিল, তার ফটো তোলার জন্য ।তাই দেরি না করে ওর মায়ের সাথে একটা ফটো তুলে নিলাম। আমার সাথে একটা ফটো তুলে নিলাম। তারপর দুইটা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি তুলে আবার ঘরে চলে আসলাম।

IMG_20250105_091306_519.jpg
IMG_20250105_091305_945.jpg

আগের দিন মা হাঁসের মাংস রান্না করে রেখেছিল, তার সাথে কয়েকটা রুটি বানিয়ে নিলাম। এরপর আমি আমার ছেলেরা সহ হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে সকালে নাস্তা খেয়ে নিলাম। তারপর আবার কিছুক্ষণ শুয়ে পড়লাম, কিছুক্ষণ কমেন্ট করে নিজের ল্যাপটপে কিছু কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করে নিলাম। আসলে ল্যাপটপ অনেক দিন ধরে আপডেট না দেয়ার কারণে অনেক বেশি ঝামেলা করছে।

IMG_20250105_091312_000.jpg

আপডেট করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হয়ে গেল। এরপরে সেই কাজ সম্পন্ন করলাম তারপর মায়ের সাথে রান্নার কাজে কিছুটা হাত বাড়িয়ে দিলাম। রান্নাবান্না শেষ হলে দুপুরের খাবার খেয়ে নিয়ে আবার কিছু কমেন্ট করে নিলাম। এতদিন কমেন্ট না করার কারণে আসলে অনেক বেশি খারাপ লেগেছিল। বর্তমান সময়ে যখনই সুযোগ পাচ্ছি কমেন্ট করার চেষ্টা করেছি। আসলে কমেন্ট করার গুরুত্ব আমাদের এই প্লাটফর্মে কাজ করতে গেলে অনেক বেশি। যেই মানুষ যত বেশি অ্যাক্টিভ থাকতে পারে সেই মানুষ কিন্তু ওই প্লাটফর্মে তত বেশি এগিয়ে যেতে পারে, এটা আমি বিশ্বাস করি।

বিকেলের দিকে আবারো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে চলে আসলাম। মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যার পরে একটু বাজারে গিয়েছিলাম। আসলে নিজের কিছু ঔষধ লাগবে সেগুলো কিনে নিয়ে আসলাম। এসে দেখি মা ভাপা পিঠা তৈরি করেছে, তবে দুঃখিত ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। ওখান থেকে একটা পিঠা খেয়ে নিয়েছিলাম। প্রচন্ড ঠান্ডার কারণে ভাত না খেয়ে ছেলেদেরকে খাবার খাইয়ে দিলেন এরপর শুয়ে পড়েছিলাম। এরপর আরো ৫-৬ টা কমেন্ট করলাম কমেন্ট করে একটা নাটক দেখলাম।

IMG_20250105_091311_312.jpg
IMG_20250105_090815.jpg
IMG_20250105_090801.jpg

ওই নাটকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেটা অবশ্যই আমি আপনাদের সাথে রিভিউ আকারে শেয়ার করব। আসলে বর্তমান সময়ে এই ধরনের নাটক খুব কম দেখা যায়। তবে আমাদের বাংলাদেশের নাটক গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগে থাকে। নাটকটা দেখে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানিনা। এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার দিনযাপনের বর্ণনা খুব সুন্দরভাবে উঠে এসেছে। ঘুম, নামাজ, হাঁটাহাঁটি, রান্না, পরিবার এবং কাজের সাথে ভারসাম্যপূর্ণ একটি দিন কাটিয়েছেন। বিশেষ করে মায়ের তৈরি ভাপা পিঠার কথা শুনে শীতের গ্রামীণ পরিবেশের কথা মনে পড়ে গেল। আপনার দিনগুলো এমনই আনন্দময় এবং অর্থবহ হোক, এই কামনা করি।

চেষ্টা করি প্রতিনিয়ত নিজের কাজের পাশাপাশি পরিবারকেও সময় দেয়ার আসলে আমরা মেয়েরা সবকিছু সামনে নেয়ার চেষ্টা করি যেটা হয়তোবা একটা ছেলের ক্ষেত্রে হয়ে ওঠেনা গ্রামীন পরিবেশটা হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য যা আমরা চাইলেও সবাই উপভোগ করতে পারি না আর গ্রামের সৌন্দর্য কেউ সহজে ভুলে থাকতে পারে না ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন

ধন্যবাদ আপনাকে, এতো সুন্দর ভাবে আপনার কর্মকান্ড গুলো তুলে ধরার জন্য। আপনার কর্মকান্ডে গ্রামীণ পরিবেশের চিত্র ভেসে উঠেছে। শীতের রাতে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা।

আমারও বাংলাদেশি নাটক দেখতে খুব ভালো লাগে। গতকালকে নাটকটি আমিও দেখেছি। আসলেই নাটকটি খুবই সুন্দর।

গ্রামীন পরিবেশ তার প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই আমার কাছে ভালো লাগে আসলে আমিও বেশ কিছুদিন শহরে ছিলাম তবে গ্রামটাকে অনেক বেশি মিস করেছি এটা ঠিক যে আমরা গ্রামীণ পরিবেশে যারা আছি তারা গরম গরম নিজেদের হাতে তৈরি ভাপা পিঠা খাওয়ার মজাটাই হয়ে থাকে অন্যরকম আর নাটকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই খুব দ্রুত আপনাদের সাথে তার রিভিউ শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ ভাল থাকবেন।

হাঁসের মাংস, এই শীতের ভিতরে হাঁসের মাংস রুটি দিয়ে খেলে অনেক সুস্বাদু লাগে। আপনার সারাদিনের কার্যক্রম নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের নাটক অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে আমিও মাঝে মাঝে নাটক দেখি আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনি একটি নাটকের কিছু অংশ আমাদের সাথে শেয়ার করেছেন। আমি সময় পেলেই এই নাটকটি দেখব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

শীতের সময় অনেকেই হাসির মাংস দিয়ে কালাই রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। তবে আমাদের এখানে কালাই রুটি তেমন একটা তৈরি করা হয় না সাধারণত চাউলের গুড়া দিয়ে রুটি তৈরি করা হয়ে থাকে যেটা আমি অনেক বেশি পছন্দ করি আর হাঁসের মাংস দিয়ে চাউলের গুড়া রুটির মজাই অন্যরকম হয়ে থাকে।

বাংলাদেশের প্রতিটা নাটক আমাদেরকে কিছু না কিছু শিক্ষা অবশ্যই দিয়ে থাকে আমরা যদি নিখুঁতভাবে সেই নাটকের সারমর্মটা বুঝতে পারি তাহলে নাটকটা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সেটাও বুঝতে পারে নাটকটা থেকে আমি কিছুটা জিনিস উপলব্ধি করতে পেরেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Loading...

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য ইনশাল্লাহ এভাবেই কাজ করার চেষ্টা করব ভালো থাকবেন।