Better Life With Steem || The Diary game || 06 December 2023||

in hive-120823 •  18 days ago 
Picsart_24-12-07_14-09-52-364.jpg

নতুন দিনের সূচনা মানে হচ্ছে নতুন কিছু আমাদের মাঝে আমরা সঠিক ভাবে এই আগমনকে গ্রহণ করতে পারে। তাহলেই আমাদের জীবনটা সুন্দর। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি কিছুটা সময় আমি আল্লাহর পথে দেয়ার চেষ্টা করেছি, কেননা আমি মনে করি সকালটা যদি সুন্দরভাবে শুরু করা যায় তাহলে দিনটা অনেক বেশি সুন্দর হয়। তাই দেরি না করে নামাজ পড়ে কিছুটা সময় জিকির এবং সূরা তেলাওয়াত করার কাজে নিয়োজিত রেখেছিলাম নিজেকে।

এরপর দেখলাম বাহিরে সুন্দর রোদ উঠেছে, তাই কিছুটা সময় হাঁটাহাঁটি করে নিয়েছিলাম আর আজকে যেহেতু শুক্রবার তাই মাদ্রাসায় যাওয়ার তেমন একটা তাড়া ছিল না। ছেলেদেরকে ঘুম থেকে না তুলে আমি ছাদে গিয়ে অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম। এরপরে দেখলাম আন্টির গাছে কাটা মুকুট ফুল ফুটে আছে তাড়াতাড়ি করে ওখান থেকে দুইটা ফটোগ্রাফি তুলে নিলাম। এরপর দেখলাম আন্টি এসেছে ছাদের উপরে উনার সাথে কিছুটা সময় গল্প করলাম।

IMG_20241206_140830_031.jpg
IMG_20241206_140830_850.jpg

আন্টি আমার সাথে অভিমান করে আছে, আসলে ব্যস্ততার কারণে ওনার সাথে তেমন একটা কথা বলা হয় না। বারবার বলে যে উনার বাসায় যাওয়ার জন্য, কিন্তু সেটাও হয়ে ওঠে না যার কারণে অভিমান করেছেন। তাই আমি ওনার অভিমান ভাঙ্গানোর চেষ্টা করলাম, এরপরে অনেকক্ষণ দুইজনে মিলে গল্প করলাম তারপর নিচে চলে আসলাম।

আজকে সাহেব আমার আগেই ঘুম থেকে উঠেছে এবং বাজারে গিয়েছে, বাজার করার জন্য। আজকে মোটামুটি আমি স্বস্তি পেয়েছিলাম তারপরে বাসায় এসে দেখি বাজার নিয়ে এসেছে। সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম এবং মাছ কেটে নিয়েছিলাম। এরপরে মাংস সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ।এরপরে রান্না করার জন্য যখন রান্নাঘরে গেলাম তখন দেখলাম গ্যাস নেই।

IMG_20241206_140838_486.jpg
IMG_20241206_140839_048.jpg
IMG_20241206_140834_653.jpg

সবকিছু রেডি করে গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু গ্যাস নেই। তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম কেননা সবাই ঘুমাচ্ছে তাই অত বেশি টেনশন ছিল না। একটু পরে দেখলাম ছেলে উঠেছে এরপর ওকে পরিষ্কার করে সকালের নাস্তা খাইয়ে দিলাম। আমিও সকালের নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নিলাম। তারপর কিছুটা সময় আবারও অপেক্ষা করলাম কিন্তু গ্যাস নেই কি করবো বুঝতে পারছিলাম না। বাহিরে বের হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম।

IMG_20241206_140838_833.jpg
IMG_20241206_140838_721.jpg

এভাবে অপেক্ষা করতে করতে প্রায় আসরের আযান দিল। এরপরে গ্যাস আসলো আসলে শুক্রবারে গ্যাসের অতিরিক্ত সমস্যা দেখা দেয়। যার কারণে স্যালেন্ডার নিয়ে আসতে বলেছিলাম কিন্তু উনার নাকি মনে থাকে না। যাইহোক এক এক করে সমস্ত রান্না আমি শেষ করেছিলাম। রান্না করতে আমার মাগরিবের আজান দিয়ে দিল। এরপরে ছেলেরা এবং তাদের বাবাকে খাবার দিলাম তারা খুব মজা করে খাবার গ্রহণ করল।

IMG_20241206_140829_885.jpg

আমি ওনাদেরকে খাবার দিয়ে গোসল করে নিয়েছিলাম। আসলে আজকে ঘরের কিছু কাজ কমপ্লিট করার কারণে দুপুরবেলা গোসল করা হয়নি, গোসল করে এসে আমি নামাজ পড়ে পড়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম।এরপর আরো কিছুটা সময় ছেলেদের পেছনে ব্যয় করলাম। কেননা ওদের পড়াশুনা নিয়ে একটু ব্যস্ত রয়েছে সামনে পরীক্ষা যার কারণে একটু বেশি সময় দিতে হয়। ওদের পড়াশুনা শেষ হলে রাতের খাবার খাইয়ে দিলাম। এরপর ওদেরকে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছিলাম। কারণ আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না। এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি যে এলাকাতে থাকেন তার পাশের এলাকাতে এই আমি থাকি,, এবং আপনাদের এই খানের বাজার থেকে আমরা বাজার করি ,,, যেহেতু আপনার আমার থাকার জায়গাটা খুব একটা দূরে নয় অনেক টা কাছাকাছি।

তাই আপনার মত আমাকেও ইদানিং এই গ্যাসের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে,, গতকালকে শুক্রবার ছিল সকালের পর থেকে যে একটা গ্যাসের অবস্থা হয়েছিল তাতে রান্না করতে বেশ খানিকটা সময় লেগেছিল আমার।।

বাচ্চাদের পরীক্ষা আসলে মায়েরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে বাচ্চাদের দিকে খেয়াল দিতে হয় আর যেমনটা আপনিও করছিলেন,, যাইহোক ভালো লাগলো ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।।।

TEAM 6
Congratulations!

Your comment has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


comment.JPG

Curated by : @sduttaskitchen

Loading...