আমরা বিশ্বাস করি আমাদের জীবনে সুখের পরে দুঃখ আসবে আবার দুঃখের পরেই আমরা সুখের দেখা পাব। এই বিশ্বাসটা মনে হয় শুধুমাত্র আমরা মুখে মুখেই করি। মনের মধ্যে এর স্থান আমরা কখনোই দেইনি। যদি দিতাম তাহলে আমরা দুঃখের সময় আসলে এতটা হতাশ হতাম না। হতাশা আমাদেরকে এমনভাবে ঘিরে ধরে আমরা কতটুকু ভালো থাকবো সেটাই আমরা ভুলে যাই। আমরা আমাদের কাজ আমাদের খাওয়া-দাওয়া সব কিছু একেবারে এলোমেলো করে ফেলি। একটা জিনিস কি জানেন তো, হতাশার সময় চেষ্টা করে আবারো জীবনটাকে গড়ে তুলতে পারে। সেই মানুষটাই কিন্তু জীবনে ভালো কিছু করে দেখাতে পারে।
প্রতিটা ক্ষেত্রে আপনি অফুরন্ত সুখে নিজের জীবনটাকে পরিপূর্ণ করবেন, এটা কখনো চিন্তা করবেন না। সুখ-দুঃখ দুই জিনিসটা মিলিয়ে আমাদের জীবন। সুখের পরে যেমন দুঃখ আসে ঠিক তেমনি দুঃখের পর এই সুখ আসে। প্রতিটা মুহূর্তকে আপনি উপভোগ করুন সেটা সুখের হোক কিংবা দুঃখের। হয়তোবা আমরা দুঃখের সময়টা খুব তাড়াতাড়ি উপভোগ করি এবং ভুলতে পারি না। তবে আমাদের জীবনটা যেমনই হোক না কেন। নিজের পরিবার সবাইকে নিয়ে ভালো থাকতে শিখুন। দেখবেন যত সমস্যা আছে সব আপনি সামলে নিতে পারবেন।
আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়েছি ভালো লাগছে। এর পরে প্রথমত ওযু করে এসে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পর বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, আসলে কুয়াশা অনেক তবে ঠান্ডা তেমন একটা নেই, বাতাসের পরিমাণটা অনেকটাই কমে গেছে। মেঘলা আকাশ থমকে আছে হয়তো বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছে আজকে সারাদিনের সূর্যের দেখা পাওয়া যাবে না। বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে চলে আসলাম। এরপরে ঘরের কাজগুলো আগে সম্পন্ন করে নিয়েছিলাম।
এরপর সকালের খাবার খেয়ে নিলাম তারপরে রান্নাবান্না যেন সবকিছু রেডি করে রান্নাঘরে গেলাম। একটু বাদে দেখলাম ছোট নানার বাজার থেকে এসেছে, আসার সময় শুকন মিষ্টি নিয়ে এসেছে। শুকনো মিষ্টি আবার আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে। তো ওনার ডায়াবেটিসের কারণে বেশি খেতে পারবে না তাই একটা খেয়ে নিয়েছে, আর বাকিগুলা সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়েছে খেতে বেশ ভালোই লেগেছিল।
এরপর রান্না করতে যোহরের আযান দিল। তারপর নামাজ পড়ে এসে ছেলেকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। আমি না খেয়ে শুয়ে পড়লাম মেঘলা থাকলে মাথা ব্যথা তেমন একটা কমতে চায় না। ভেবেছিলাম ঘুমালে ঠিক হয়ে যাবে এরপর ঘুমিয়ে পড়েছিলাম। সাড়ে তিনটার দিকে ঘুম ভেঙে গেল। তারপর উঠে নিজের পোস্ট লিখে নিলাম এবং কিছু পোস্টে কমেন্ট করলাম। একটু পরে আসরের আজান দিল নামাজ পড়ে, প্রথম অবস্থায় পোস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। কেননা আগে লিখে রেখেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি। তারপর আরো কিছু পোস্টে কমেন্ট করে, আমি আমার যে কাজগুলো ছিল সেগুলো সম্পন্ন করে নিয়েছিলাম
![IMG_20250201_164243_536.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmf54mJnKks8fk9j2p4QP9EgTskWK8n9nRF3efh4mfoMQ8/IMG_20250202_164243_536.jpg) |
শাশুড়ি বিকেল বেলা বাজারে গিয়েছিল, আসার সময় ছেলেদের জন্য বার্গার নিয়ে এসেছে। তারপর দুজনকে বার্গার খেতে দিয়েছিল আমাকেও দিয়েছিল। তাই সন্ধান নাস্তা হিসেবে বার্গার খেয়ে নিয়েছিলাম। এরপর ছেলেদেরকে পড়তে বসিয়ে ছিলাম। তাদের পড়াশোনা শেষ হলে ওরা ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যায় নাস্তা একটু ভারী খাবার কারণে তারা আর রাতের খাবার খেতে চাইনি। তাই আমিও আর জোর করিনি। এভাবেই আমার জীবন থেকে আর একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আপনার পোস্টটি খুবই সুন্দর এবং প্রেরণাদায়ক। সত্যিই, জীবনের ভালো-মন্দ মিলিয়ে জীবনকে সুন্দরভাবে উপভোগ করা জরুরি। আপনি যে বিশ্বাসটি প্রকাশ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। হতাশা আসলে আমাদের আরও শক্তিশালী করে তোলে যদি আমরা সেটিকে সঠিকভাবে মোকাবেলা করতে পারি। পরিবারের প্রতি আপনার যত্ন এবং প্রতিদিনের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া প্রশংসনীয়। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হতাশা হয়তোবা আপনার জীবন একেবারেই নিম্নমানের করে দিতে পারে তার মানে এই নয় যে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন না আমাদের জীবনটা হচ্ছে যুদ্ধের একটা ময়দান যেখানে আপনি সঠিকভাবে যদি লড়াই করতে পারেন তাহলেই আপনি যুদ্ধে বিজয়ী হবেন তবে এখানে সবাই সঠিকভাবে বিজয়ী হতে পারেনা কারো পথে থাকে অনেক কাটা আবার কারো পথ থাকে একেবারেই পরিষ্কার আমাদের জীবনের লড়াইয়ের পথ অনেক কঠিন তবে চেষ্টা সবসময় থাকতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম বাস্তব কথা বলেছেন সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ এটা আমরা জানলেও মানতে চাই না।। জীবনে সুখ দুঃখ আসবে আর এভাবেই আমাদের জীবন অতিবাহিত হয়।।
বর্তমান সময়ে আকাশ বেশ মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু হচ্ছে না।। প্রতিদিনের মতোই সংসারের বেশ কাজ করেছেন শুকনো সুখ মিষ্টি খেয়েছেন সব মিলিয়ে সুন্দর একটি অতিবাহিত করেছেন।।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই যদি এই বিষয়গুলো মানতো তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো অন্ততপক্ষে মানুষ কিছুটা সময়ের জন্য ভালো থাকতে পারতো আর ভালো থাকার জন্য সব সময় সুখে থাকতে হবে এমন কিছুই নেই মানুষ দুঃখের মধ্যেও ভালো থাকতে পারে মেঘলা থাকার কারণে আসলে খুব খারাপ লাগতেছে মেঘলা থাকলে আমার মাথা ব্যথাটা কেমন জানি কমতে চায় না তার পরেও চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সারাদিনের কার্যক্রম পড়ে খুবই ভালো লাগলো।
আপনি ঠিক বলেছেন, জীবনে সুখ আর দুঃখের সমন্বয়ই জীবনকে পূর্ণতা দেয়। অনেক সময় দুঃখের মাঝেও ভালো থাকতে পারা শেখা জরুরি। আপনার দিনটাও সুন্দরভাবে কাটানোর গল্পটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শুকনো মিষ্টি আর বার্গারের মতো ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সৌন্দর্য। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনটাই এমন সুখ দুঃখ সব কে একটু মিলিয়ে আমাদের চলতে হয় তবে কিছু মানুষ দুঃখকে সহজে বরণ করতে চায় না দুঃখ আর আপনার জীবনের সুখ কখনোই আসবেনা চেষ্টা করেছি আপনাদের সাথে সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য আসলে প্রতিনিয়ত অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ছি আশা করি সব সমস্যার সমাধান করে আবারও নিজেকে আগলে নিতে পারব ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন সুখের পরেই দুঃখ। দুঃখের পরে সুখ। আর জীবনে সুখ দুঃখ আসবেই। আমাদের জীবনে সুখ দুঃখ সব কিছু নিয়েই চলতে হবে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit