আমরা আমাদের নিজের অবস্থানে দাঁড়িয়ে অন্যের জীবন সম্পর্কে কোন রকম ধারণা রাখতে পারব না। এর কারণটা হচ্ছে আমার জীবন সম্পর্কে আমি জানি, কিন্তু অন্যের জীবন সম্পর্কে আমার কোন ধারণা নেই। তাই আমি মনে করি নিজের অবস্থানে দাঁড়িয়ে অন্যের অনুভূতি আমরা কখনোই অনুভব করতে পারবো না। জীবনের পরিস্থিতি যে কোন রকম ভাবেই পরিবর্তন হতে পারে। একে মানুষ চাইলে পরিশ্রমের মাধ্যমেও পরিবর্তন করতে পারে, আবার একটা মানুষ চাইলে নিজের অবস্থান বর্তমান সময়ে যতটুকু রয়েছে, তার চাইতেও অবনতি ঘটাতে পারে।
আমার এই বয়সে যতটুকু দেখেছি, পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই। জীবনে যত কিছুই হোক না কেন আপনাকে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া আপনি সফলতার কথা কখনোই চিন্তা করতে পারবেন না। আপনার পরিশ্রমের উপর আপনার সফলতা নির্ভর করে। এখন আপনি চিন্তা করেন আপনি কতটুকু পরিশ্রম করলে, জীবনে সফল হতে পারবেন বা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়ে প্রথমত নামাজ পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করে নিয়েছিলাম সৃষ্টিকর্তার কাছে। তারপর নামাজ পড়ে বাহিরে বের হয়েছিলাম। আসলে বাহিরে কুয়াশা ঠান্ডা প্রচন্ড বাতাস যার কারণে তেমন কিছুই মোটামুটি দেখা যাচ্ছে না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর অনুভব করলাম আমার পক্ষে হাঁটার সম্ভব না। পা প্রচন্ড ব্যথা করছে ঠান্ডার কারণে তাই তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম।
ঘরে এসে সবকিছু গুছিয়ে কল পাড়ে চলে গেলাম। এই ঠান্ডা পানির মধ্যে আসলে কাজ করতে গিয়ে মনে হচ্ছে হাত বরফে পরিণত হচ্ছে। তারপরেও করতে হবে এর পরে সমস্ত কাজ শেষ করে ঘরে আসলাম। এসে কিছুক্ষণ কম্বলের নিচে শুয়ে থাকলাম। আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আমার কাছে। কম্বলের নিচে শুয়ে থাকার কারণটা হচ্ছে, কালকে রাতে আমি কিছু রান্না করে রেখেছিলাম। তাই সকাল বেলা রান্নাটা মোটামুটি এখন আর করতে হবে না।
একটু পরে আমি উঠে গিয়ে প্রথমত তরকারি গরম করে নিয়েছিলাম। তারপর ভাত গরম করে নিয়েছিলাম এরপর সবাইকে তুলে সকালের নাস্তা হিসেবে ভাত এবং তরকারি দিয়েছে। আসলে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে সকালবেলা নাস্তা খুব কম বানানো হয়। মাঝে মাঝে রুটি আলুভাজা তৈরি করি। যেটা তৈরি করতে গিয়ে আমার অবস্থা একেবারে বেহাল হয়ে যায়। যাইহোক আমিও ছেলেদেরকে সকালের খাবার খাইয়ে দিলাম, একটু পরে ছোট ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম।
এরপর আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। রান্নাবান্না শুরু করে আমি এর মাঝে আরো কিছু কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করে নিয়েছিলাম। মোটামুটি দুপুর বারোটার সময় আমি বড় ছেলেকে আবার স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। একটু পরেই দেখলাম ছোট ছেলে চলে এসেছে। তারপর ওকে গোসল করিয়ে দিলাম আমি নিজেও গোসল করে, নামাজ পড়ে ওকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। অপেক্ষা করছিলাম বড় ছেলে আসলে তাকে দুপুরের খাবার খাইয়ে দিব কিন্তু দেখলাম সে আর আসলো না।
এরপর কিছুক্ষণ শুয়ে রইলাম কম্বলের নিচে। একটা মুভি দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। তাড়াতাড়ি করে উঠে আবার আসরের নামাজ পড়ে নিয়েছিলাম। এরপরে দেখলাম ঘরে আরও কিছু কাজ জমা পড়ে আছে। সেগুলো সম্পূর্ণ করে আমি আমার ছেলে আসার পর। ওকে দুপুরের খাবার খাইয়ে দিলাম, এরপরে ওকে বাজারে পাঠিয়েছিলাম গ্রিল আর পরোটা নিয়ে আসার জন্য।
আজকে কয়েকদিন থেকেই ছেলে বার বার বলছিল খাবে। কিন্তু আসলে এত মানুষের মধ্যে অল্প পরিমাণে আনলে হবে না। বিকেল বেলার দিকে মোটামুটি কিছু মানুষ কমে গিয়েছিল, তাই নিয়ে এসেছিলাম। সন্ধ্যার পরে নামাজ পড়ে ছেলেদের কে গ্রিল এবং পরোটা দিয়েছিলাম। সাথে শ্বশুর-শাশুড়ি কেউ দিয়েছিলাম ননদ ছিল তাকেও দিয়েছিলাম। এরপর সবাই মিলে মজা করে গ্রিল পরোটা খেয়ে নিয়েছে।
এরপর ছেলেদের পড়ালেখা সম্পূর্ণ করে আমি নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর সবাইকে রাতের খাবার দিয়েছিলাম। ছেলেরা বলল তারা আর রাতে খাবার খাবে না তাই আমি তাদেরকে নিয়ে শুয়ে পড়লাম। এভাবেই আমার জীবন থেকে আমি আরো একটা দিন অতিবাহিত করে নিয়েছি। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আপনার সারাদিনের কার্যক্রম দেখে সত্যিই অনেক ভালো লাগছে। আপনার সাথে আমি একমত পোষণ করি, একটি মানুষ পরিশ্রম দিয়েই সফলতা অর্জন করতে পারে! আর এই সফলতার জন্য মানুষকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। যাইহোক এত সুন্দর ভাবে আজকে একটি বিষয়বস্তু নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমাদের সাথে চলা অনেক মানুষকে দেখেছি সফলতা অর্জন করেছে আমরা যদি তাদের সাথে তাদের সঙ্গে থেকে কাজ করা শুরু করতাম আজকে হয়তোবা আমরাও সফলতা অর্জন করতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সময়টাকে অবহেলায় পার করেছি আজকে তাদের সফলতা দেখে হিংসে হয় আর মনে মনে চিন্তা করি কেন তখন থেকে কাজ করি নাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit