Better Life With Steem || The Diary game || 18 January 2024 || আনন্দময় একটা দিন||

in hive-120823 •  5 days ago 
Picsart_25-01-19_19-44-09-551.jpg

আপনি আপনার জীবনের সময়টাকে অবশ্যই তিন ভাগে ভাগ করতে পারেন। এক ভাগ আপনার পরিবারকে সময় দেয়ার জন্য। দ্বিতীয় ভাগ আপনার পরিবারের প্রতিটা কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য। আর তৃতীয় ভাগ অবশ্যই আপনার নিজের জন্য। আপনি যদি নিজের জন্য নিজেকে কোন রকম সময় না দেন। তাহলে দিন শেষে কিন্তু আপনাকে আফসোস করতে হবে। সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই কথাটা আমরা সবাই মানি কিন্তু আমরা নিজেদের পরিবারকে সময় দিতে গিয়ে নিজেদের কথা ভুলে যাই।

নিজেকে একটাবার প্রশ্ন করে দেখবেন। আপনি আপনার জন্য কি করেছেন? প্রতিনিয়ত সবার জন্য করে যাচ্ছেন নিজের জন্য কিছুটা সময় কি রেখে দিয়েছেন! আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়ে প্রথমত শুকরিয়া আদায় করে নিয়েছিলাম সৃষ্টিকর্তার কাছে। এরপরে উঠে নামাজ পড়ে নিয়েছিলাম! আজকে একটু দেরি হয়ে গেছে নামাজ পড়তে, তারপর বাহিরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম।

IMG_20250118_193848_584.jpg
IMG_20250118_193848_457.jpg

এরপর ঘরে এসে ঘরের যাবতীয় কাজ সম্পূর্ণ করে, দুই তিনটা পোস্টে কমেন্ট করেছিলাম এবং আমার কিছু কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করে নিয়েছিলাম। এরপরে সকালে সবার জন্য রান্না করে নিয়েছিলাম। সবাই যে যার মত খেয়ে নিয়েছেন। আজকে যেহেতু স্কুল বন্ধ ছিল তাই আর ছেলেদেরকে স্কুলে দেয়া হয়নি। তারা নিজেদের খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি রান্নাবান্না শেষ করে একটু চালতার আচার লবণ মরিচ মাখিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। শীতের রোদে বসে আচার খাওয়ার মজাটাই অন্যরকম। সবাই মিলে বেশ ভালোভাবেই আচারের স্বাদ উপভোগ করেছিলাম।

IMG_20250118_193848_433.jpg

এরপর গোসল করে জোহরের নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। এরপরে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে কিছুটা সময় কমেন্ট করেছিলাম। একটু পরেই দেখলাম আসরের আযান দিয়ে দিল। তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিয়েছিলাম এবং কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করে। আবারো কিছু কমেন্ট করে আমাদের হাঁসের বাচ্চা ছিল সেগুলোর দেখাশোনা করেছিলাম।

IMG_20250118_193848_699.jpg
IMG_20250118_193848_525.jpg

মাগরিবের নামাজের আযান দেয়ার পর, নামাজ পড়ে ছেলেদেরকে নিয়ে পড়তে বসেছিলাম। একটু পরেই দেখলাম আমার প্রোফাইলে মোটামুটি আমার ওয়ালেটে পাঁচ হাজার স্টিম হয়ে গেছে। যেটা দেখে আমি এত পরিমানে খুশি হয়েছিলাম কি আর বলবো। প্রথমত আমাদের এডমিন ম্যাম কে বিষয়টা আমি জানিয়েছিলাম। উনি আমাকে কাজের প্রতি উৎসাহ দিয়েছেন অনেক কিছু শিখিয়েছেন। তাই প্রথমত তাকে এই বিষয়টা জানানোর চেষ্টা করেছিলাম।

IMG_20250118_193849_023.jpg
IMG_20250118_193848_340.jpg
IMG_20250118_193848_986.jpg

এরপরে আমি পরিবারের সবাইকে আমার বিষয়টা জানালাম এবং সবাই মিলে আমার ছেলেরা মিলে রসমালাই খেয়েছি, এই আনন্দ উপলক্ষে। এটা আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল। আসলে দীর্ঘ সময় ধরে আমি এই আনন্দের জন্য অপেক্ষা করেছি। এটা পাওয়া যে কতটা কষ্ট করছিল সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। আসলে মানুষ যদি মানুষের জীবনের লক্ষ্য স্থির করতে পারে। তাহলে অবশ্যই সে তার লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারে।

কারো স্বপ্ন হয়তো বা খুব তাড়াতাড়ি পূরণ হয়, আবার কারো স্বপ্ন পূরণ হতে অনেকটা সময় লাগে। তাই বলে চুপচাপ বসে থাকলে হবে না অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। আপনার কাজের উপর ভিত্তি করেই কিন্তু আপনার সফলতা আসবে। কখনো যদি আপনার অলসতা চলে আসে। তাহলে আপনার মায়ের কথা চিন্তা করবেন। যিনি কিনা প্রতিনিয়ত বিনা বেতনে আপনার বাবার সংসারে কাজ করে যাচ্ছে।

পরিশ্রমের পর সফলতা পাওয়া যায় এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা পরিশ্রম করতে নারাজ। আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং নিজের সফলতা নিজেকেই ছিনিয়ে নিতে হবে। সফলতা কেউ কাউকে দিতে পারে না। সেটা অর্জন করে নিতে হয়। তাই আসুন আমরা সবাই একসাথে নিজেদের জীবন সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ হই। জীবনে পরিশ্রম করব সফলতা অর্জন করব। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আবারো আপনাকে শুভেচ্ছা জানাই, আপনার পাঁচ হাজার স্টিম সম্পন্ন করেছেন। যা পড়ে অনেক ভালো লাগছে। আজকে আপনার পোস্টের প্রথম কিছু লাইন আপনি বলেছেন সারাদিনটা তিন ধাপে ভাগ করে নেওয়ার জন্য। প্রথম ভাগ পরিবারের জন্য দ্বিতীয় ভাগ পরিবারের কাজ গুলি সম্পন্ন করার জন্য আর তৃতীয় ভাগ নিজের ইচ্ছামত চলার জন্য। আপনার কথাটা সত্যিই অসাধারণ হয়েছে আপু। আপনার পোস্টটি পড়ে আজকে খুবই আনন্দ পাচ্ছি এবং আপনার এই আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

অবশ্যই আমাদের জীবনের সময় থাকে তিনটা ভাগে ভাগ করা উচিত তাহলে যেটা হবে দিন থেকে আমাদেরকে আর আফসোস করতে হবে না যে আমরা আমাদের জীবনটাকে আমাদের নিজেকে একটুও সময় দিতে পারিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

আপু আপনার পোষ্টের প্রথম কথাগুলো সত্যিই অসাধারণ ছিল। যা আমাদের বাস্তব জীবনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। বিশেষ করে আমরা মেয়েরা সবসময় অন্যের জন্য চিন্তাভাবনা করতে করতে নিজেদের কথা ভুলে যাই ।

আমাদের স্বামী এবং সন্তান সকলের ভালোর জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের নিজেদের জন্য কিছুটা সময় হলেও বের করা উচিত।
আমরা যতই সংসার ,স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত থাকি না কেন দিন শেষে কিন্তু আমি একাই রয়ে যাই।
আমাদের উচিত আমাদের নিজেদেরকে নিয়ে কিছু ভাবা , নিজেদেরকে নিয়ে কিছু করা। সত্যি আপনাকে দেখি আর অবাক হই ,আপনি সংসার সামলানোর সাথে সাথে অনলাইন মাধ্যমে এত সুন্দর ভাবে কাজ করে যাচ্ছেন এবং নিজেকে সবসময় একটিভ রাখছেন ।আপনার কাছ থেকে অনেক অনেক অনুপ্রেরণা পাওয়া যায়।

আমরা আমাদেরকে নিয়ে কখনো চিন্তা করি না আমরা মনে করি আমাদের স্বামী সন্তান আমাদের পরিবারের প্রতিটা সদস্য আমাদের জন্য মূল্যবান কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমাদের ফ্যামিলির মধ্যেও এই বিষয়গুলো আলোচনা হয়ে থাকে তাই আমি মনে করি পরিবারকে সময় দেয়ার পাশাপাশি নিজেকেও কিছুটা সময় দেওয়া উচিত।

আপনি যে কোন জায়গায় যদি নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাকে আগে যতটা গুরুত্ব দিত তার চাইতেও অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবে তাই অন্ততপক্ষে নিজের অবস্থানটা পরিবর্তন করে মানুষকে বুঝিয়ে দিন আপনিও কিছু করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

আপনি জীবনকে তিন ভাগে ভাগ করার একটি পন্থা বলেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আসলেই এভাবেই জীবনকে পরিচালনা করা উচিত।।।

আসলে আমাদের মনের আশা যদি পূরণ হয় তখন কতটা যে আনন্দ মনের মধ্যে পাশ করে সেটা কাউকে বলে বোঝানোর মতো না।। আপনার ওলিতে ৫ হাজার স্টিম হয়েছে সেই আনন্দে সবাইকে রসমালাই খাওয়াইছেন দেখা অনেক ভালো লাগছে।।

আমাদের জীবনটাকে অবশ্যই ভাগ করে নেয়া উচিত কারণ আমরা সময়টাকে যেভাবে শুধুমাত্র পরিবার সন্তানের পেছনে ব্যয় করে যাচ্ছি দিনশেষে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না তাই অন্ততপক্ষে কিছুটা সময় নিজের জন্য হলেও ব্যয় করার চেষ্টা করুন দিন শেষে আপনিও ভালো থাকলেন আপনার পরিবার ভালো থাকলো আসলে আমি চেষ্টা করেছি আমার ওয়ালেট এ ৫ হাজার স্টিম নিয়ে আসার জন্য ওইদিন আমার ইচ্ছাটা পূরণ হয়েছে অনেক বেশি খুশি ছিলাম তাই একটু চেষ্টা করলাম পরিবারের সাথে নিজের খুশির মুহূর্তটা ভাগাভাগি করে নিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।