Better Life With Steem || The Diary game || 9 February 2025 ||

in hive-120823 •  16 days ago 
Picsart_25-02-10_08-40-03-553.jpg

আমরা মনে করি সূর্যাস্ত মানেই হচ্ছে, আমাদের জীবনের সবকিছু শেষ হয়ে যাওয়া। এটা মোটেও ঠিক না একটা সূর্যাস্ত মানেই হচ্ছে নতুন করে আরেকটা সূর্য উদিত হবে তার পূর্ব সূচনা। এটা ভেবে কখনো ক্লান্ত হবেন না যে আপনি অনেক কিছু করে ফেলেছেন। এটা ভেবে এগিয়ে চলুন নতুন একটা সূর্য আপনাকে জানান দেয়, আপনার জীবনের জন্য আপনি আরো কিছু করতে পারবেন।এখনো সময় আছে শুরু করুন। কারণ কখন শেষ হয়ে যাবে আপনার জীবনের শেষ মুহূর্ত সেটা আপনি বুঝতেও পারবেন না। যতটুকু আছেন উপভোগ করুন, কারণ যে কোন মুহূর্তে আপনি আমি এই পৃথিবী ছেড়ে পরকালে চলে যেতে হবে।

IMG_20250200_083840_566.jpg
IMG_20250209_083840_449.jpg

গতকালকেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বেশ কিছু নিজের মনের অনুভূতি। সকাল বেলা ঘুম থেকে উঠে আসলে কোন কিছুই ভালো লাগছিল না। বিশেষ করে যখন নিজের ভালোলাগা মন্দ লাগা সবার কাছে একটু শেয়ার করার পরেও, তার কোন ফিডব্যাক আমি পাইনা। তখন আর কাউকে কিছু বলতে ইচ্ছে করেনা। তখন ইচ্ছে করে চুপচাপ বসে থাকতে নিজের কাজগুলো চুপচাপ সম্পন্ন করতে। স্বভাব হয়ে গেছে একলা থাকার, এখন আর মানুষের ভিড়ে থাকতে তেমন ইচ্ছা করে না। কারণ মানুষের ভিড়ে আমি যত নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। মানুষ ততো আমাকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছে। তাই এখন আর কাউকে খুব জোর করে বলতে ইচ্ছে করে না, ভালো থাকেন আপনিও ভালো রাখেন।

IMG_20250209_083840_592.jpg

আলহামদুলিল্লাহ নতুন সকালের দেখা পেয়ে আমি অনেক বেশি খুশি। মোটামুটি নিজের সকালের কাজগুলো সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম। তারপর ছাদে গিয়েছিলাম আম গাছের মধ্যে একটু ঔষধ দিব বলে আসলে আমের মুকুল প্রচুর পরিমাণে দেখা গিয়েছে। তবে যেই পরিমাণে কুয়াশা বিগত দিনে পড়েছে। আমের মুকুল টিকে থাকবে কিনা এটা নিয়ে অনেক বেশি সন্দেহের মধ্যে দিন কাটছে। তবে বর্তমান সময়ে কুয়াশার পরিমাণটা অনেকটাই কমে গেছে। শীতের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। শীত চলে যাচ্ছে এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে যে এখন নতুন করে শীত আবার আসা শুরু হয়েছে। ঠান্ডার কারণে সকাল বেলা বাহিরে থাকাটা অনেক বেশি কষ্টকর।

ছাদে গিয়ে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে আমি আমের মুকুলের মধ্যে ঔষধ দিলাম। তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে নিচে চলে আসলাম। সবার জন্য সকালের খাবার তৈরি করলাম। ছেলেদের জন্য পাউরুটি এবং দুধ তৈরি করে দিয়েছিলাম। বড় ছেলে বলে প্রতিদিন ভাত খেতে তার কাছে তেমন একটা ভালো লাগে না। তাই আমিও তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে সকালের নাস্তা দিয়েছিলাম। তারপর নিজে হালকা পরিমাণে ভাত খেয়ে নিয়েছিলাম। গলা ব্যথাটা এখনো আছে, জ্বরের পরিমাণটা একটু কমে গেছে। আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে সব কিছু আবারো ভাল হয়ে উঠবো।

IMG_20250209_083840_322.jpg

এরপর হাঁস-মুরগি গুলোকে তাদের ঘর থেকে বের করলাম। তাদেরকে খাবার দিলাম তাদের খাবার দিয়ে আমি আমার নিজের রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। রান্নাবান্না শেষ হয়ে গেল দুপুর সাড়ে বারোটার দিকে। তারপর তাড়াতাড়ি করে গোসল করে নিলাম। ছোট ছেলের শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর তাই তার মাথার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে, তাকে ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি জোহরের নামাজ পড়ে নিলাম। নামাজের বিছানায় কিছুক্ষণ সময় কাটালাম। কোন কিছুই ভালো লাগছে না, তারপর মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ কমেন্ট করলাম।

IMG_20250209_083840_106.jpg

এরপর উঠে গিয়ে ভর্তা তৈরি করে সবাইকে দুপুরের খাবার দিয়েছিলাম। সবাই যে যার মত করে খাবার খেয়ে শুয়ে পড়েছে। আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে বাহিরে গিয়ে হাঁস মুরগি গুলোকে খাবার দিয়ে, আমি নিজের মতো করে কমেন্ট করতে লাগলাম। আসলে আমরা যখন কোন কাজের প্রতি অবহেলা করি। তখন সেই কাজের পরিমাণটা পাহাড় হয়ে যায়। তবে চেষ্টা করলে সেই পাহাড় আবার সমতল ভূমিতে নিয়ে আসা সম্ভব।

IMG_20250209_083839_996.jpg

গতকালকে অনেকগুলো কমেন্ট করতে হয়েছিল, কেননা নিজের অসুস্থতা এবং কিছুটা অবহেলার কারণে দুই তিন দিন কমেন্ট করতে পারিনি। তাই গতকালকে সেটা সম্পূর্ণ করেছিলাম। এরপরে মাগরিবের নামাজ পড়ে ছেলেদেরকে নিয়ে পড়তে বসলাম। ওদের পড়া শেষ হলে ওদেরকে রাতের খাবার খাইয়ে দিলাম আমি আবার আমার কমেন্টের মধ্যে মনোযোগী হয়ে পড়লাম। আমার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পর আমি আরো কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করে, প্রায় রাত সাড়ে দশটার সময় ঘুমিয়ে পড়েছিলাম। এভাবেই আমার জীবন থেকে আরও একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। সূর্যাস্তের মাধ্যমে নতুন সূর্যের আশা যে বার্তা আপনি দিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। জীবনের ছোট ছোট কাজগুলোকে কীভাবে স্মরণীয় করে তোলা যায়, সে সম্পর্কে আপনার অভিজ্ঞতা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি, আপনার শরীর দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং আপনার পরিবারকে নিয়ে খুব ভালো থাকবেন।

নতুন একটা সূর্য আমার একে জানান দেয় আমরা চাইলেই কিন্তু আমাদের জীবনটাকে আবারও নতুন করে রাঙিয়ে তুলতে পারি আমাদের জীবনের অন্তিম সময় কখন সেটা আমরা জানি না তবে যতটুকু আছে ততটুকু উপভোগ করার মাধ্যমে জীবন শেষ করাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Loading...

আপনার সারাদিনের কার্যক্রম অনেক অনুপ্রেরণামূলক ছিল। সূর্যাস্তের পর নতুন সূর্যের উদয়, এটি সত্যিই আমাদের জীবনের একটি মহান বার্তা আপনার পোস্টটি তা সুন্দর ভাবে প্রকাশ করেছে। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং পরিবারকে ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। আশা করি খুব শীঘ্রই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

নতুন বার্তা বাহক আমাদের জীবনে নতুন কিছু বয়ে নিয়ে আসে তাই সবকিছু নতুন করে সাজানোর চেষ্টা করুন তাহলে দেখবেন ভালো থাকবেন দিন শেষে আফসোস করতে না চাইলে। অবশ্যই প্রতিনিয়ত পরিশ্রম করুন আপনার পরিশ্রমের ফলাফল দিন শেষে আপনার জন্য সফলতা অবশ্যই বয়ে নিয়ে আসবে তার ওপর বিশ্বাস করবেন না নিজের উপর ভরসা করে আত্মবিশ্বাসটা শুধুমাত্র নিজের উপর রাখুন ভালো কিছু আপনিও পাবেন।

আপনার প্রতিটি পোস্টে প্রাথমিক কিছু কথা থাকে যেগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে অনেক বাস্তবিক কথা বলে।।

এটা সত্যি অনেক খারাপ লাগার বিষয় যে কাউকে মনের কথা বলার পর সেটার ফিডব্যাক যদি না আসে সত্যি কষ্ট হয়।। যাই হোক প্রতিদিনের মতোই সংসারের কাজ করেছেন এছাড়াও অসুস্থ ছেলের নিয়ে কমিউনিটিতে পোস্ট করেছেন এটি সত্যিই অনেক ভালো লাগলো শুনে।।

আমার কাছে মনে হয় কি কাউকে মনের কথা না বলে নিজের মনের কথাগুলো নিজের মধ্যে রাখাটাই উত্তম কারণ যেই মানুষ আপনাকে প্রিয় মনে করে আপনার কাছ থেকে তার মনের কথা শোনার পরে সেগুলো আবার অন্যের কাছে প্রকাশ করে তার চাইতে খারাপ মানুষ হয়তো আর কেউ হতে পারে না।

আমি আমার কাজকে অনেক বেশি ভালোবাসি আমি অতিরিক্ত অসুস্থ কিংবা সমস্যা না হলে নিজের লেখা কখনোই গ্যাপ দেয়ার চেষ্টা করি না এটা আমার জন্য অনেক কষ্ট করে একটা বিষয় তারপরেও চেষ্টা করি কারণ আমি বিশ্বাস করি চেষ্টা করলে সবকিছুই সম্ভব ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।