"Contest of March#1 by @sduttaskitchen| Go Green."

in hive-120823 •  9 months ago 
leaf-nature-green-spring-158780.jpeg

Image source

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। এই দেশের যে দিকে তাকাই শুধু সবুজের সমারোহ। বর্তমান সময়ে বসন্তকাল ফুল ফুটুক আর না ফুটুক এলো বসন্ত। চারপাশে ধান ক্ষেতের মিষ্টি বাতাস পাওয়া যায়। যে দিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে তো মনে হয়, আমরা সবুজের রাজ্যে বসবাস করি।

আমাদের এডমিন ম্যাম কে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আমাদের জন্য এমন একটা বিষয় নির্বাচন করেছে। যেখানে আমরা সবুজ সম্পর্কে নিজেদের মনের অনুভূতি শেয়ার করতে পারব। তবে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করার আগে, অবশ্যই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আমার কিছু স্টিমিয়ান বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই।

@sabus, @mukitsalafi,@hasnahena

আপনারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

Share the significance of Green in our lives.

আমাদের জীবনে সবুজের তাৎপর্য কতটুকু, সেটা আমি বলে কখনোই শেষ করতে পারবো না। আমরা এই পৃথিবীতে বেঁচে আছি একমাত্র সবুজ এই গাছ পালার কারণে। কেননা আমরা সবুজ এই গাছপালা থেকে অক্সিজেন গ্রহণ করে থাকি। চারপাশের পরিবেশ সবুজ গাছপালা আছে বলেই, আমরা এখন ও এই পৃথিবীতে বেঁচে আছি।

প্রকৃতি আল্লাহর কাছ থেকে পাওয়া এক ধরনের নিয়ামত। আর চারপাশের এই সবুজ আমাদের বেঁচে থাকার একমাত্র মূল মন্ত্র। আর এই সবুজ মানেই হচ্ছে প্রকৃতি, সবুজ মানেই হচ্ছে মানুষের বেঁচে থাকার প্রাণ। তাইতো আজ বলতে ইচ্ছে করে।

pexels-photo-212324.jpeg

Image source

"সবুজের ছোঁয়া পেয়ে বেঁচে থাকে প্রাণ!
বাগানে ফুল ফোটে, গাছে পাখি গায়ে গান!
বাতাসের ছোঁয়া পেয়ে, মাঠে হেসে ওঠে ধান!
সবুজকে বাঁচাতে চায়, আমার সবুজ এই মন
এসো সবুজে সবুজে সাজাই, আমাদের এই জীবন।

সবুজের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু সেটা আমি বলে শেষ করতে পারবো না, সেটা আগেই বলেছি। তবে সবুজ আছে বলেই পৃথিবী এত সুন্দর। আমি যেহেতু গ্রামে বসবাস করি, গ্রামে রয়েছে প্রচুর পরিমাণে গাছপালা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য, সবুজের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করি।

How do you hold Green in your regular lifestyle?

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে যেমন পূর্ব আকাশে সূর্য ওঠে, ঠিক তেমনি চোখ মেলে বাহিরে তাকালেই, সবুজের সমারোহ দেখতে পাই। চারপাশে গাছ গাছালিতে ভরে আছে।

প্রতিনিয়ত আমি সবুজের সঙ্গে সাক্ষাৎ করি, কেননা আমার রয়েছে সবজি বাগান। সেখানে গিয়ে তাদের যত্ন নিতে হয়, তাই সবুজের সাথে অনেকটা সময় আমি পার করি।

মাঝে মাঝে যখন খুব মন খারাপ হয়, তখন একা গিয়ে কোন গাছের নিচে বসে থাকার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই প্রকৃতির সাথে কথা বললে মনটা কিছুটা হলেও হালকা হয়। তাই গ্রামের মেঠো পথ ধরে হেঁটে বেড়াতে বেশ ভালো লাগে। মাঝে মাঝে ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে বেড়াতে বেশ ভালো লাগে।

IMG_20240305_165309_957.jpg

ছোটবেলায় তো সকালে ঘুম থেকে উঠেই, ধানক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা শুরু করতাম। ধানের মধ্যে পড়ে থাকা শিশির যখন পায়ে এসে পড়তো, তখন আনন্দে উল্লাসে মেতে উঠতাম। সবুজকে অনেক বেশি ভালোবাসি।

How we can educate the younger generation about the value of 'Go Green.' Describe.

আমরা যদি একটু চিন্তা করি, তাহলে একটু পিছন ফিরে তাকালেই বুঝতে পারব। দুই তিন যুগ আগেও আমাদের প্রকৃতির মাঝে ছিল অপরূপ সৌন্দর্য, ছিল সবুজের সমারোহ। আমাদের প্রকৃতি ছিল একেবারেই পরিপাটি। মাঠে মাঠে ছিল দেশি জাতের ধান,পাট ছিল, হরেক ধরনের রবিশস্যের প্রকৃতির ছিল অন্যরকম এক বাহার।

বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যদি একটু দেখি, তাহলে এর মধ্যে অনেক জিনিস বিলীন হয়ে গেছে। এই সবুজকে ধরে রাখার জন্য অবশ্যই আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিজেরা যে পদক্ষেপ গুলো নেব, সেগুলো আগামী প্রজন্ম কেউ শিক্ষা দিতে হবে।

pexels-photo-409696.jpeg

Image source

আমরা জানি ছোট বাচ্চাদেরকে আমরা যতটুকু শেখাব, তারা ঠিক ততটুকুই শেখার জন্য আগ্রহী হবে। তাই আমাদের উচিত আমরা যখন একটা গাছ কেটে ফেলব। সেই গাছের জায়গায়, দুই থেকে তিনটা কাজ রোপন করা। গাছ রোপন করার সময় তাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব।

সবুজ আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। অতিরিক্ত গাছপালা কেটে ফেলা থেকে নিজেরা বিরত থাকবো এবং অন্য কেও বিরত রাখার চেষ্টা করব। এতে করে আমাদের পরিবেশ আরো বেশি সুন্দর হবে।

আমাদের এই দেশ যদিও আয়তনের দিক দিয়ে অনেকটাই ছোট, কিন্তু প্রকৃতির সমৃদ্ধি দিয়ে অনেক বড়। হয়তোবা আমাদের দেশের মলিনতার কালি এখনো ও পর্যন্ত, সচেতনতার ইরেজার দিয়ে মুছে ফেলা যাবে। যদি আমরা সচেতন হই এবং আগামী প্রজন্মকে খুব সঠিকভাবে শিক্ষা দিতে পারি, কিভাবে তারা সবুজ ধরে রাখবে এবং পরিবেশবান্ধব গাছ রোপন করবে।

তাই আসুন আমরা সবাই নিজেদের সবুজ ধরে রাখার জন্য, নিজেরাই পদক্ষেপ গ্রহণ করি এবং আগামী প্রজন্মকেও শিক্ষা দেই। সেই সাথে গাছ কেটে ফেলা থেকে বিরত থাকি এবং অন্য কেও বিরত রাখি। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপু আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য এবং আপনার চমৎকার মন্তব্যগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার কবিতার প্রশংসা না করে পারছি না। সত্যি অসাধারণ কবিতা লিখেছেন সবুজ নিয়ে। সত্যি তো সবুজই আমাদের জান প্রান। সবুজ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই সবুজের ধ্বংস ঠেকাতে আমাদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে।

তরুণ প্রজন্মকে সবুজের বিষয়ে আরো শিক্ষা দিতে হবে। এ বিষয়ে আপনি দারুণ কিছু কথা আমাদের বলেছেন। আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। ভালো থাকবেন।

Loading...

সবগুলো পয়েন্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

কয়েকদিন আগে তবিব মাহমুদের একটি গান শুনেছিলাম।

দূষিত নগরীর যদি নিশ্বাস নিতে চাও, সবুজ পরিবেশ বাঁচাও

সত্যি তাই। জনসংখ্যাবহুল দেশগুলোতে দূষণ রোধ করা খুব কষ্টসাধ্য একটি ব্যাপার৷ তবে সবুজ প্রকৃতি বাঁচিয়ে একে কিছুটা দমিয়ে রাখা সম্ভব।

আমাকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই।।

আজকে প্রতিযোগিতায় যে বিষয়টি ছিল আপনি তার আলোকে খুবই চমৎকার ভাবে লিখেছেন।। এটা একদম সঠিক এই প্রাকৃতিক গাছ পালার জন্য আমরা বেঁচে আছি।। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মন ভাল করতে অনেক বেশি সাহায্য করে।

গ্রামের সৌন্দর্য শুধু ছবি দেখেই বুঝা যায় না । সেই গ্রামের কাছে গিয়ে এ সৌন্দর্য উপভোগ করা যায়। আপনারা যেহেতু গ্রামে বসবাস করছেন এই সুন্দর প্রকৃতির সৌন্দর্য আপনার উপভোগ করতে পারছেন ।
আপনি দারুন বলেছেন

"সবুজের ছোঁয়া পেয়ে বেঁচে থাকে প্রাণ!
বাগানে ফুল ফোটে, গাছে পাখি গায়ে গান!

আমাদের এই বেঁচে থাকার জন্য সবুজ প্রকৃতি তুলনা বলে শেষ করা যায় না ।