Contest of March#2 by @sduttaskitcen| My three favorite smartphones.

in hive-120823 •  9 months ago 
pexels-photo-230544.jpeg

Image source

বর্তমান সময়ে আমরা আধুনিক যুগে এসে দাঁড়িয়েছি। আর এই যুগে স্মার্ট ফোন ছাড়া মানুষ থাকতে পারে না। মানুষের সবচাইতে প্রিয় এবং জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হচ্ছে এই স্মার্টফোন। আজকে আমাদের ম্যাম আমাদের জন্য এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। যেখানে আমরা আমাদের প্রিয় স্মার্টফোন সম্পর্কে শেয়ার করতে পারব এবং কোন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করি, সেটাও সবার সামনে উপস্থাপন করতে পারবো।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে, অবশ্যই আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাতে চাই।

@enamul17 @mostofajaman @shahid76

আপনারা এখানে অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

আমি আমার মত করে, প্রতিযোগিতা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করি।

Name three smartphones that are on your favorite list. Share the reasons.

pexels-photo-607812.jpeg

Image source

আমার পছন্দের তালিকায় তিনটি স্মার্টফোনের নাম হচ্ছে।

  • symphony
  • Xiaomi
  • Vivo

এই স্মার্টফোন গুলো পছন্দ করার কারণ হচ্ছে, আমি আমার জীবনে প্রথম ব্যবহার করেছিলাম symphony স্মার্টফোন। যেটা ব্যবহার করার ক্ষেত্রে আমি অনেক বেশি আনন্দিত ছিলাম এবং এর ব্যাটারি, মেমরি, ফটোগ্রাফি দারুন ছিল। এটা আমার কাছে অনেক বেশি পছন্দের ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনায়, আমি আমার স্মার্টফোনটা হারিয়ে ফেলেছি তখন খুব কষ্ট হয়েছিল।

দ্বিতীয় স্মার্টফোন আমার ভাইয়া আমাকে কিনে দিয়েছিল। বেশ কিছুদিন ব্যবহার করতে পারিনি, তবে এর ক্যামেরা ছিল দারুন। বিশেষ করে ফটোগ্রাফি তুললে অসাধারণ ছবি আসতো, যার কারণে আমি এই শাওমি কোম্পানিটা পছন্দ করি।

তৃতীয় স্মার্টফোন আমি বিগত প্রায় তিন বছর ধরে ব্যবহার করছি। আমার হাতে বর্তমানে যে স্মার্টফোনটা আছে, সেটা বিগত তিন বছর আগে আমি কিনেছিলাম।

আলহামদুলিল্লাহ ব্যাটারি, ক্যামেরা এবং মেমোরি প্রসেসর সবকিছুই ভালো। এই তিনটার মধ্যে আমি যদি বেস্ট কোন স্মার্টফোন পছন্দ করি, তাহলে অবশ্যই vivo স্মার্টফোনটাকে বেস্ট বলব। কেননা এটা অনেকবার আমার হাত থেকে পড়ার পরেও কোন কিছুই হয়নি।

বাকি দুইটা ফোন ব্যবহার করেছি, পছন্দ আছে মোটামুটি। তবে তৃতীয় নাম্বারের স্মার্টফোন আমার অনেক বেশি প্রিয়া।

While purchasing smartphones, which things do you prefer? Describe.

স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে প্রথমত, আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে কালার। আমার কাছে স্মার্টফোনের মধ্যে সবচাইতে কালো কালারের, স্মার্টফোন অনেক বেশি ভালো লাগে।

pexels-photo-404280.jpeg

Image source

এরপর আমি যে বিষয়টা লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রসেসর। কেননা একটা স্মার্টফোনের প্রসেসর যত ভালো হবে, তার সার্ভিস ততটুকু ভালো হবে এবং সেটা খুব নিশ্চিন্তে অনেকদিন যাবত চালানো যাবে।

একটা স্মার্টফোনের ক্যামেরা যত ভালো, তার ছবি বা ফটোগ্রাফি তত ভাল। আমরা যেহেতু একটা জায়গায় কাজ করি। সেজন্য আমার মনে হয় ফটোগ্রাফি আমাদের আমাদের প্রত্যেকের প্রতিনিয়ত করা হয়। আমি নিজেও করি, ফটোগ্রাফি ভালো লাগলে একটা পোস্ট দেখলে অনেক বেশি ভালো লাগে। তাই আমি একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে,আর তাই আমি একটা স্মার্ট ফোন কেনার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্ব দিতে চাই, ক্যামেরার উপর।

How many smartphones do you use as of now? Which one is your still favorite among them? why?

pexels-photo-920382.jpeg

Image source

আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি আমার জীবনে তিনটা স্মার্টফোন ব্যবহার করেছি। তার মধ্যে সবচাইতে আমার প্রিয় স্মার্টফোন হচ্ছে Vivo, যেটা বর্তমান সময়ে এখনো আমার হাতে আছে আমি ব্যবহার করি। এটা সবচাইতে ভালো দিক হচ্ছে, ক্যামেরা ভালো হাত থেকে অনেকবার পড়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয়নি। তার সাথে ব্যাটারি টাইমিং অনেক ভালো, একবার ১০০% চার্জ করলে, মোটামুটি একটা দিন খুব সুন্দর ভাবে চালিয়ে নেয়া যায়।

How long can you stay away from your smartphones? Share your favorite program that you enjoy watching on your smartphone.

সত্যি কথা বলতে কাজ, করার ক্ষেত্রে যতক্ষণ আমি ঘরের বাহিরে থাকি। ততক্ষণ আমি আমার স্মার্টফোনের কাছ থেকে দূরে থাকি। ঘরে আসলে আমি নিজের যাবতীয় কাজ করার পাশাপাশি, স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করি।

free-photo-of-hands-of-a-person-using-a-smartphone-and-a-digital-tablet.jpeg

Image source

আমার স্মার্টফোনের সবচাইতে পছন্দের প্রোগ্রাম এর কথা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আমার সবচাইতে পছন্দের প্রোগ্রাম হচ্ছে ডিসকর্ড। কেননা কাজ করার সূত্রে আমি এখানে যুক্ত হয়েছি। আমি আমার প্রিয় মানুষের সাথে এতটা সময় ব্যয় করি না। যতটা সময় আমি ডিসকর্ড এর মধ্যে একটা পরিবারের সাথে যুক্ত হওয়ার পর থেকে, তাদের সাথে ব্যয় করি।

সত্যি কথা বলতে স্মার্টফোন সম্পর্কে আমার তেমন বেশি কিছু জানা নেই। যতটুকু নিজের জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

@rubina203, thank you so much for inviting me to the contest. Inshallah within a short time I also submit my post.

আপনি ও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন জানতে পেরে বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপু প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। আপনি সবগুলো প্রশ্নের উত্তর অত্যন্ত সাবলীল্ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার পছন্দের স্মার্টফোন গুলোর নাম জেনে অনেক ভালো লাগলো। স্মার্ট ফোন ছাড়া এখন সত্যি আমরা সকলেই অচল। এক মহুর্ত স্মার্ট ফোনের ব্যবহার ছাড়া হয়ত আমরা থাকতে পারবো না।

তবে আমার স্মার্টফোনের প্রতি ভালোলাগা এবং ভালোবাসা থেকে আমারো বেশ ভালো লাগলো। প্রতিযোগীতায় আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকবেন আপু।

স্মার্ট ফোন তো বর্তমান সময়ে মানুষের সবচাইতে প্রিয় সঙ্গী। মানুষ হয়তো বা তার প্রিয় মানুষকে ছেড়ে থাকতে পারে, একমাত্র স্মার্টফোনের কারণেই। কেননা স্মার্টফোন যখন তার কাছে থাকে তখন নেট দুনিয়া তার হাতে থাকে। সে বাস্তব দুনিয়াটাকে একটু হলেও ভুলে থাকার চেষ্টা করতে পারে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

Loading...

আজকপর পোস্টের মাধ্যমে আপনার পছন্দের স্মার্টফোনগুলো র নাম জানতে পারলাম। আপনার পছন্দ করা তিনটি স্মার্টফোনের ভিতর থেকে শাওমি ফোনটি আমি নিজে ব্যবহার করি এবং খুব ভালো সার্ভিস পেয়েছি। শাওমি ফোন মানেই হলো, দামে কম মানে ভালো।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

আপনার পছন্দের স্মার্টফোনের তালিকায় আছে symphony, xiaomi, vivo. আমারও ব্যক্তিগতভাবে xiaomi কোম্পানির ফোনগুলো ভালো লাগে। যদিও আপনার সবচেয়ে বেশী পছন্দের তালিকায় আছে vivo. একটি ফোন কেনার ক্ষেত্রে আপনি কালার, প্রসেসর এবং ক্যামেরার প্রতি বেশী ফোকাস করেন। আসলেই এই তিনটি বিষয় ফোনের কোয়ালিটি বিবেচনায় মুখ্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের মাঝে পোস্টটি উপস্থাপন করার জন্য।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে ধাপে ধাপে দিয়েছে। আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে এবং জানতে পারলাম আপনার কোন কোন ফোমটি পছন্দ কখন ফোন ব্যবহার করেছেন।

আমিও তিনটে স্মার্ট ফোন চালিয়েছি কিন্তু তিনটা স্মার্ট ফোনের ভিতরে vivo ফোন চালিয়ে খুব শান্তি পাচ্ছি সব দিক দিক থেকে ভালো।

খুব ভালো লাগলো আপনার পোস্টি পড়ে থ্যাঙ্ক ইউ।

আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার পছন্দের ফোন সম্পর্কে জানতে পারলাম।। আর আপনার যে তিনটি ফোন সবচাইতে বেশি পছন্দ তার নামগুলো এবং কেন পছন্দ সেগুলো সুন্দরভাবে উল্লেখ করেছে।। খুবই ভালো লাগলো আপনার প্রতিযোগিতার পোস্টটি পরে।।

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল স্মার্ট ফোন। আপনি খুব সুন্দর ভাবে উত্তরসহ আমাদের মাঝে তথ্যগুলো শেয়ার করেছেন। বর্তমান সময়ে এই স্মার্ট ফোন ছাড়া সকলে অচল।

আমরা কেউ প্রথম ভালোবাসা আর প্রথম স্মার্টফোনের কথা ভুলতে পারি না। আপনার মত আমারও স্মার্টফোনের কালো রংটা খুব প্রিয়। ভিভোর স্মার্টফোন আপনার সবচেয়ে প্রিয় জেনে ভালো লাগলো। আপনি প্রতিটি প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এই প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।