![]() |
---|
একটা প্রতিষ্ঠান হোক বা একটা কমিউনিটি,,, সেটাকে সুন্দরভাবে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য! যে সকল পদক্ষেপ গ্রহণ করা খুব প্রয়োজন! সেগুলো অবশ্যই প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে! আর যারা কিনা নিয়মের বহির্ভূত কাজ করে! তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা খুব প্রয়োজন! কারণ একজন যখন শাস্তি না পেয়ে পার পেয়ে যাবে! তখন কিন্তু আরেকজন সেই নিয়ম ভঙ্গ করতে দ্বিধাবোধ করবে না।
প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই! আমাদের এডমিন মহোদয় দিদিকে! যিনি কিনা এত সুন্দর একটা বিষয় আমাদের জন্য প্রতিযোগিতায় রেখেছে! আমাদের প্রত্যেকেরই উচিত,,,, আমাদের জায়গা থেকে নিজেদের উপলব্ধি এবং নিজেদের ভালোর জন্য,,, যে কার্যক্রম গুলো পরিচালনা করা দরকার,,,, সেগুলো অবশ্যই শেয়ার করা।
1.ডাউনভোট সম্পর্কে আপনার উপলব্ধি শেয়ার করুন। |
---|
![]() |
---|
ডাউনভোট হচ্ছে,,, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করা কিছু মানুষের পোস্ট বা মন্তব্যের মাধ্যমে! যদি কোন নেগেটিভ রং দেখা যায়! তখন এই ডাউনভোট ব্যবহার করা হয়ে থাকে।
ডাউনভোট কোন পোস্টকে উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না! কিন্তু কেউ যদি নিয়মের বহির্ভূত কাজ করে! তখন অবশ্যই তার পোস্টে ডাউনভোট দেয়ার মাধ্যমে,,, অন্য সবাইকে সতর্কবার্তা পৌঁছে দেয়া হয়।
অবশ্যই প্ল্যাটফর্মে যারা অনৈতিক কাজ করে,, যারা plagiarism করে,,, এবং বিভিন্ন ধরনের বাজে কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেনা! একের পর এক বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে! অবশ্যই তাদেরকে ডাউনভোটের মাধ্যমে শিক্ষা দেয়াটা খুব প্রয়োজন।
2.ডাউনভোটগুলি কীভাবে আমাদের অ্যাকাউন্টগুলিকে প্রভাবিত করে? বর্ণনা করুন। |
---|
![]() |
---|
আমরা যখন একটা জায়গায় কাজ করা শুরু করি। আমাদের অবশ্যই উচিত সেখানকার নিয়ম গুলো মেনে কাজ করা! এবং সঠিকভাবে সততার সাথে নিজের কাজ গুলোকে সম্পন্ন করা।
আমরা যখন আমাদের কাজকে সঠিকভাবে সম্পন্ন করে একটু একটু করে এগিয়ে যাই! তখন সেই জায়গাতেই আমাদের একটা রিপোর্টেশন মান সম্মান তৈরি হয়! সেই মান সম্মান টাকে টিকিয়ে রাখার জন্য! আমাদেরকে সব সময় ভালো কাজের প্রতি নিজেদেরকে ধাবিত করতে হয়।
কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে! যারা অতিরিক্ত লাভের আশায় কিছু অপকর্ম শুরু করে! নিজে কিভাবে তাড়াতাড়ি উপরে উঠবে,, সেই চিন্তা করতে গিয়ে অসৎ পথ বেছে নেয়! যার কারণে প্লাটফর্ম এর বিভিন্ন বড় বড় ইউজার রয়েছে! যারা কিনা অনেক সময় আমাদের একাউন্ট চেক করতে এসে,,, যখন দেখে আমরা অপকর্ম করে যাচ্ছি।
ঠিক তখনই তারা আমাদের অ্যাকাউন্টে ডাউনভোট দেয়া শুরু করে! যেটা আমাদের মান-সম্মান আমাদের অ্যাকাউন্টের রিপোর্টেশন সবকিছুই কমতে থাকে! আমরা সেই জায়গায় আর বেশি দিন টিকে থাকতে পারিনা! কারণ একটা অ্যাকাউন্টে যখন ডাউনভোট দেয়া শুরু হয়! তখন সেই অ্যাকাউন্ট সবার সামনে চলে আসে,,, এবং সে একাউন্টে সবাই অনেক বাজে চোখে দেখে।
যার কারনে পরবর্তীতে আমরা আর ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করার ক্ষমতা রাখেনা! বা ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা যখনই কাজ করি! তখনই আমাদের ওই অ্যাকাউন্টে ডাউনভোট দেয়া শুরু হয়ে যায়! এ কারণে আমরা ডিমোটিভ হয়ে ওখান থেকে বেরিয়ে আসতে হয়! এবং আমাদের কাজ বন্ধ করে দিতে হয়।
3.আপনি কি মনে করেন ডাউনভোট চুরি, অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করতে পারে? আপনার মতামত শেয়ার করুন! |
---|
![]() |
---|
আমি অবশ্যই মনে করি! ডাউনভোটের মাধ্যমে চুরি অপব্যবহার এবং স্প্যামিং কমাতে সাহায্য করে! কারণ আমরা ইতিমধ্যে অনেকের মাধ্যমে দেখেছি! যারা কিনা স্প্যামিং করে,,, এবং চুরি করে একজনের দুইটা থেকে তিনটা একাউন্ট ইউজ করে! এই মাধ্যম গুলো কমানোর ক্ষেত্রে,,, আমি মনে করি ডাউনভোট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একটা মানুষ সৎ কাজ করেও তার পরিশ্রমের ফল পায় না! কিন্তু আরেকজন মানুষ পরিশ্রম না করে চুরি করে তার থেকেও অনেক বেশি ইনকাম করে নেয়! এ ধরনের মানুষ যখন ধরা পড়ে,, তখন অবশ্যই তাদের একাউন্টের মধ্যে ডাউনভোট দিয়ে তাদেরকে অবশ্যই শিক্ষা দেওয়া উচিত।
এবং কিছু মানুষ রয়েছে,,, যারা কিনা একজনে দুইটা তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করে! এবং বিভিন্ন ধরনের কাজ করে,,, বড় বড় অংকের ভোট নিয়ে যায়! এ ধরনের মানুষদেরকে অবশ্যই ডাউনভোট দেওয়া উচিত! এতে করে একজন মানুষ দুইটা তিনটা একাউন্ট করা থেকে বিরত থাকবে।
যারা চুরি করে অন্যের লেখা কপি করে এখানে এসে পেস্ট করে ইনকাম করে! তাদের পোস্টে অবশ্যই ডাউনভোট দেয়া উচিত! এতে করে তারা ভয় পাবে এবং অন্যের পোস্ট চুরি করা থেকে বিরত থাকবে।
- ডাউনভোট এই কথাটা চিন্তা করতে আমার কাছে অনেক বেশি ভয় লাগে! কারণ আমরা একটু একটু করে নিজেদের অ্যাকাউন্ট বৃদ্ধি করার ক্ষেত্রে,,,, নিজেদের কঠোর পরিশ্রমটাকে কাজে লাগানোর চেষ্টা করি।
যারা অপকর্ম করে তারা হয়তো বা এই ভয়টা পায় না! কিন্তু যারা সৎভাবে কাজ করে তাদের অবশ্যই এই ভয়টা রয়েছে! আর তাই তারা সবসময় চেষ্টা করে সঠিকভাবে কাজ করার জন্য।
আমি ঠিক জানিনা আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি কিনা! তবে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য! যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন! এতে করে প্লাটফর্মে যারা সঠিকভাবে কাজ করে,, তারা নিজেদের পরিশ্রমের মূল্য টা বুঝে পাবে।
আমি এখানে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,,,,, @sabus @baizid123 @jakaria121
আপনারা এখানে অংশগ্রহণ করুন,,, এবং আপনাদের মতামত শেয়ার করুন।
আজ আর লিখছি না! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।
আপনি একদম ঠিক বলেছেন আপু। আসলে ডাউনভোট শব্দটাকে আমিও অনেক ভয় পাই! আমরা আমাদের অ্যাকাউন্ট টিকে অতি যত্নে ও অনেক কষ্ট করে আস্তে আস্তে বড় করে থাকি এবং সেই আইডিতে যদি ডাউনভোট এর কারণে নিচে নামতে থাকে বা রেপুটেশন খারাপ হতে থাকে আসলেই অনেক কষ্ট লাগবে তখন।
তারপরও এই প্লাটফর্মে ডাউনভোট সিস্টেমটি নিয়ে আসা অত্যন্ত জরুরী কেননা এই ডাউনভোট এর মাধ্যমে অপরাধীকে এই প্লাটফর্মে সাজা দেওয়া যাবে।
আপনার প্রত্যেকটা কথা ও যুক্তি বাস্তবসম্মত আমি আপনার সাথে একমত পোষণ করছি।
আশা করি আমরা সকলেই এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করব।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This comment has been successfully curated by @ripon0630 at 10%.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations! Your post has been upvoted by @steemladies. The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for support me 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাউনভোট সম্পর্কে আমাদের এত সুন্দর একটা লেসন দেয়ার জন্য।আমাদের অবশ্যই উচিত রুলস মেনে কাজ করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা পরিচালনা করেছে যেখানে আপনি অংশগ্রহণ করেছেন।
আসলে ডাউন ভোট ওই সমস্ত ইউজারদের জন্য খুবই প্রয়োজন যারা অনৈতিকভাবে এই প্লাটফর্মকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। বিভ্রান্ত যেন ছড়াইতে না পারে, এ কারণে তাদের জন্য এই ব্যবস্থা চালু করা খুবই প্রয়োজন।
এই কথাগুলো একেবারেই যৌক্তিক কেননা কিছু অসামাজিক কার্যকলাপের কারণে কিংবা অসাধু ব্যবহারকারীর কারণে যারা সততার সাথে কঠিন মাধ্যমে নিজেদের রেপোটেশন বা মান-সম্মান তৈরি করে তাদের অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয় বাধাগ্রস্ত হয় বিভিন্ন দিক থেকে। একই সাথে দেশ ক্ষতিগ্রস্ত হয়।
ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের মাঝে প্রত্যেকটির প্রশ্নের উত্তর তুলে ধরার জন্য। সাফল্য কামনা করছি আপনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
The downvotes has so much importance on the Steemit Blockchain as it is used to reduce the plagiarism, and other unhealthy activities on the platform.
Success to you 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You are always welcome 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে ডাউনভোট সম্পর্কে বর্ণ্না করেছেন । ডাউনভোট ব্যবহার করা হয় অবৈধ ব্যবহারকারীদের উপর অনেকটা শাস্তি হিসাবে। যা তার অ্যাকাউন্টের রেপুটেশন কমিয়ে দিবে। আর এটা ইউজারের জন্য শুধু শাস্তি নয় বরং লজ্জারও। আপনার জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit