"Incredible India monthly contest May#02|I believe in Karma"

in hive-120823 •  2 years ago  (edited)
20230524_095659_0000.png

edit canva apps

নিয়তি সেটা তো ভাগ্যের উপর নির্ভর করে! কিন্তু আমাদের কর্মের দ্বারা আমরা নিজেদেরকে,, এমন একটা জায়গায় নিয়ে পৌঁছাতে পারি! যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না।

আমাদের মধ্যে অনেকেই দেখবেন বলে যে,, তোমার ভবিষ্যৎ টা অন্ধকার! আমরা আমাদের ভাগ্যের কথা কখনোই আগে থেকে জানিনা! কিন্তু কেউ যদি বলে আপনার ভবিষ্যৎ অন্ধকার! সেখানে আপনার কি করা উচিত,, অথবা আপনার ভাগ্যে যদি থাকে আপনার ভবিষ্যৎ অন্ধকার! তাহলে কিন্তু আপনাকে কর্মের প্রতি কঠোর হতে হবে! কারণ আপনার ভাগ্য যদি ভবিষ্যতে অন্ধকার হয়ে থাকে! আপনি যদি আপনার কর্মের দ্বারা,, সেই অন্ধকার থেকে আলোকিত করতে পারেন! তাহলে এটাই প্রকৃত জীবন।

1. আপনি কর্ম (কর্ম) বা ভাগ্য কি বিশ্বাস করেন?

20230524_103837_0000.png

edit canva apps

আমি কর্ম কে বিশ্বাস করি! কারণ আমাদের মধ্যে অনেকেই আছে! ভাগ্যের উপর নির্ভর করে ঘরে চুপ করে বসে থাকে! কোন কিছু করার চেষ্টা করে না! তারা মনে করে তাদের ভাগ্য তাদেরকে একদিন অনেক কিছু দিয়ে যাবে! কিন্তু আমি মনে করি এটা তাদের একদমই ভুল ধারণা।

আপনি যখন কোন কাজ করবেন! আপনার ভাগ্যে কি আছে! সেটা তো পরে লক্ষ্য করা যাবে! কিন্তু আপনি যখন চেষ্টা করবেন! তখন কিন্তু আপনার চেষ্টা আপনাকে কিছু না কিছু,,, ফলাফল অবশ্যই দেবে! সেটা কম হোক কিংবা বেশি।

আমি আমার চেষ্টা এবং কর্মের দ্বারা আজকে এখানে দাঁড়িয়ে আছি! যদি আমি চেষ্টা না করতাম! কাজ না করতাম! তাহলে হয়তো বা অনলাইন জগতে আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না! আর তাই আমি আমার জায়গা থেকে, আমি কর্মকে বিশ্বাস করি।

একটা স্টুডেন্ট সারাবছর পড়ালেখা না করে! যদি তার ভাগ্যের উপর নির্ভর করে, পরীক্ষা দিতে যায়! তখন কিন্তু তার ভাগ্য কখনোই তার সঙ্গ দেবে না।

একটা কথা আছে ভাগ্য তার সঙ্গ দেয়! যে কঠোর পরিশ্রম করে! সেই সাথে আরেকটা স্টুডেন্ট যখন সারা বছর কঠোর পরিশ্রম করে,, পড়াশোনা করে পরীক্ষা দিতে যায়! সে কিন্তু ভালো রেজাল্ট করে! ভাগ্যের উপর ও আমাদের নির্ভর করতে হবে! এটা ভুল কিছু নয়! কারণ ভাগ্য সৃষ্টিকর্তা আগে থেকেই আমাদের কপালে লিখে দিয়েছে! তবে কর্মকে গুরুত্ব দেয়া সবচাইতে বেশি দরকার।

2.আপনার মতে, শ্রেষ্ঠ কি? কর্ম (কর্ম) বা নিয়তি। কেন?

20230524_103938_0000.png

edit canva apps

এই ক্ষেত্রে আমি কর্মকে ই বেশি গুরুত্ব দেব! কারণ কর্ম হচ্ছে আমাদের বর্তমান! আমরা বর্তমানে যে কাজ সঠিক পরিশ্রম এবং সততার সাথে করব! ভবিষ্যতে ওই কাজের যে ফলস্বরূপ আমরা পাব! সেটা হচ্ছে আমাদের ভাগ্য বা নিয়তি।

আমরা জানি আমাদের ভাগ্য বা নিয়তি হচ্ছে! সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া একটা অমূল্য সম্পদ বলতে পারেন! কিন্তু সৃষ্টিকর্তা কখনোই,,, কাউকে ভাগ্যবান নিয়তি তৈরি করে দেয় না! আমাদের কর্মের মাধ্যমে আমাদের সততার মাধ্যমে! সৃষ্টিকর্তার কাছ থেকে সেটাকে চেয়ে নিতে হয়।

আমরা যেমন কর্ম করবো! আমাদের ভাগ্যটা সৃষ্টিকর্তা ঠিক তেমনি ভাবে তৈরি করে দেবে! অতএব এই কর্ম নিয়তি এবং ভাগ্য এই দুটির মধ্যে! আমি সব সময় কর্মকে ই অনেক বেশি গুরুত্ব দিয়েছি! এবং ভবিষ্যতেও দেব।

3. আপনার পছন্দের পিছনে কোন গল্প থাকলে শেয়ার করুন।

20230524_104020_0000.png

edit canva apps

কর্ম ছাড়া নিজের ভাগ্যকে কেউই পরিবর্তন করা যায় না! এটা চিরন্তন সত্য! সেটা কেউ মানুক বা না মানুক! আমি আমার জায়গা থেকে, সেটা সবসময় মানতে রাজি।

আমার এই পছন্দের পেছনে অবশ্যই একটা গল্প আছে! সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব।

সময়টা ২০২০ সাল পারিবারিক চাপ! মানসিক অশান্তি! মাঝে মাঝে মনে হচ্ছিল জীবনটাই বৃথা! কিন্তু আমি চেষ্টা করছিলাম! নিজে থেকে কিছু করার! তারপরে বুঝতে পারলাম! পরিবার থেকে আমাকে বাহিরে চাকরি করার মতো সমর্থন কেউ করবে না! মাথায় হঠাৎ একটা কথা আসলো! ঘরে থেকে যদি কিছু করা যায়! তাহলে তো অন্তত খারাপ না।

ওই সময়টাতে নাজেহাল অবস্থা! কি করব বুঝতে পারছি না! একে তো পারিবারিক চাপ! দ্বিতীয়ত মানসিক অশান্তি নিজেকে মাঝে মাঝে অসহায় মনে হতো! আর বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম! তিনি কেন আমার ভাগ্যটাকে এমন করেছেন।

পরে বুঝতে পারলাম! আসলে আমি যদি চেষ্টা করি, কিছু করার! তাহলে হয়তো বা আমি আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবো! আমার কর্মের দ্বারা, আর তাইতো অনলাইনে কাজ করার জন্য! কাজ খুঁজতে শুরু করলাম। আমার সাথে আমার একটা বান্ধবী ও ছিল!

অনলাইনে কাজ খুঁজতে খুঁজতে,, একটা সময় ব্লগিং সাইট এবং বিভিন্ন ধরনের কাজ আমি পেয়েছি! কাজ করা শুরু করেছি! ওখান থেকে ধীরে ধীরে কিছু পেমেন্ট পাওয়া নিজেকে কিছুটা পরিবর্তন করা! প্রথম যেদিন আমি পেমেন্ট পেয়েছিলাম! সেদিন আমার কাছে এতটাই খুশি লেগেছিল! যে আমার মনে হয়েছিল আমি আমার ভাগ্যটাকে কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছি! আমার কঠোর পরিশ্রম এবং আমার কাজের দ্বারা।

তবে আমি সর্বদাই আমার বান্ধবীকে আমার সাথে কাজ করতে বলতাম। ও সব সময় আমাকে একটা কথাই বলতো। ভাগ্যে যা লিখা আছে তাই হবে। এখন ও আমার কাছে কল করে বলে আমি কত বড় একটা ভুল করছি। তোর কথা শুনে কাজ করলে আমি নিজেও কিছুটা হলেও পরিবর্তন করতে পারতাম নিজের ভাগ্য কে।

আমি মনে করি,,, প্রত্যেকটা মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে! শুধু শুধু ভাগ্যের উপর দোষ দিয়ে কখনো চুপচাপ বসে থাকাটা ঠিক নয়! কারণ আপনি যদি চেষ্টা করেন! আপনি অনেক কিছু করতে পারেন! আপনার কঠোর পরিশ্রম দিয়ে! আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন।

আমি বলবো কখনোই ভাগ্যের উপর নির্ভর করে,,, বা নিয়তির দোষ দিয়ে! ঘরে বসে থাকবেন না! সামান্য কিছু হলেও চেষ্টা করে দেখুন! আপনার কাজ দ্বারা আপনি আপনার ভাগ্য নিয়তি,,,, সব কিছু পরিবর্তন করতে পারেন।

আমি ঠিক জানিনা! তিনটে প্রশ্নের উত্তর আমি সঠিক ভাবে দিতে পেরেছি কিনা! তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে সঠিক! আমি ততটুকুই,, আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি।

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি! @shariful12,@rxsajib, @mjmoshiur

অনেক কথাই লিখে ফেললাম! আজ না হয় এই পর্যন্ত থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।

@rubina203
Incredible India COMMUNITY DISCORD LINK:-

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrisGm1Jqf9SA25BCzcjvAoghpX9poZ1nVREEtdi2tdniZBUKD9LnaT9Rv9U6ceHSZJv9Hjzu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

সবকিছুই যে ভাগ্য করবে, তাহলে নিজের চেষ্টা কোথায়, নিজে কি করলাম, এটা কিভাবে খুঁজে পাবো।

একটা স্টুডেন্ট সারাবছর পড়ালেখা না করে! যদি তার ভাগ্যের উপর নির্ভর করে, পরীক্ষা দিতে যায়! তখন কিন্তু তার ভাগ্য কখনোই তার সঙ্গ দেবে না।

সারা বছর বন্ধু-বান্ধবের সাথে আড্ডায় মেতে থাকলাম, আর পরীক্ষার সময় ভাগ্যের উপর ছেড়ে দিয়ে দিলাম, তাহলে কি পরীক্ষার খাতা আমার উপরওয়ালা এসে লিখে দিয়ে যাবে। কিভাবে পাশ করব? আমরা পরীক্ষায় কখনোই ভাগ্যের উপর পুরোপুরি বিশ্বাস করে কোন কিছু করতে পারি না। নিজের প্রচেষ্টা নিজের কষ্ট সবকিছুই কাজে লাগাতে হবে, নিজের যেমন কর্ম করবে, তেমনি ফল পাবে, তাই পরীক্ষার খাতায় তখনই পাশ করবেন, যখন আপনি পরীক্ষার জন্য সঠিক পড়ালেখা করবে।

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, এই কনটেস্ট টি তে পার্টিসিপেট করার জন্য । অনেক সুন্দরভাবে আপনি এই বিষয়বস্তুটি তুলে ধরেছেন আমাদের মাঝে এটা পড়ে খুবই ভালো লাগলো।

I have not yet read a single post that says they believe in luck so I agree with you that there is nothing gonna happen unless you do for your own future. Best of luck.

প্রিয় আপু আপনি আপনার লেখায় কর্মকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমিও আপনার লিখার সাথে পুরোপুরি একমত। কর্মহীন মানুষ সমাজের বোঝা এবং তাকে কেউ পছন্দ করে না। আপনি কর্ম নিয়ে চমৎকার কিছু উদাহরণ দিয়েছেন।
আপনার নিজের জীবনের গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে সততা এবং চেষ্টা থাকলে সবকিছুই করা সম্ভব। ধন্যবাদ আপনাকে আপু।