Edit Canva
প্রয়োজনের তাগিদে আমরা আমাদের জীবন থেকে অনেক কিছুই পরিবর্তন করার চেষ্টা করি। আবার অনেক কিছু অর্জন করার চেষ্টা করি। তবে মাঝে মাঝে দেখা যায় আমরা যতটুকু চেষ্টা করি ততটুকুর মধ্যে আমাদের সফলতা আসে না। একটা জিনিস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, সেই জিনিসটা অর্জন করার জন্য, আপনার যত কষ্টই হোক না কেন লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলতে হবে। আর একটা বছর যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। নতুন বছরকে নিয়ে আমাদের অনেক বেশি প্রত্যাশা থাকে।
এই বছর আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। বিশেষ করে ২০২৫ সাল নতুন করে আমাদের মাঝে নিয়ে এসেছে অনাবিল সুখ আনন্দ, আর এই সুখ দুঃখ সব কিছু নিয়েই কিন্তু আমাদের চলতে হবে বাকিটা জীবন। কিন্তু এই জীবনে আমাদের প্রাপ্তির রয়েছে অনেক , রয়েছে অনেক প্রত্যাশা। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক।
প্রতিযোগিতার প্রশ্নের উত্তর দেয়ার আগে, অবশ্যই আমি আমার তিনজন বন্ধুকে এখানে আমন্ত্রণ জানাতে চাই। আপনারা আপনাদের নিজের অভিজ্ঞতা শেয়ার করুন এবং ২০২৫ সালে আপনি কি অর্জন করতে চান। সেটা আমাদের কেউ জানান।
@shuhad, @sabus, @karobiamin71
Share the purpose you set for 2025! |
---|
ইচ্ছে তো অনেক কিছুই আছে। তবে কতটুকু পূরণ করতে পারব সেটা তো নির্ভর করবে আমার পরিশ্রমের উপর। কারণ আমার পরিশ্রম যতটা কঠোর হবে আবার সফলতা ততটাই মিষ্টি হবে। তবে ইনশাল্লাহ চেষ্টা করে যাব। আমার সবচাইতে প্রথম যে ইচ্ছাটা হচ্ছে স্টিম প্ল্যাটফর্মে নিজের একটা জায়গা তৈরি করা। এখানে আমি নিজেকে এমন ভাবে তৈরি করব, যেন পরবর্তী সময়ে আমাকে পেছন ফিরে তাকাতে না হয়। আমার ইচ্ছে হচ্ছে এখানে আমি 5000 পাওয়ার নিজের একাউন্টে অর্জন করব। যেটা আসলে করাটা এতটাও সহজ না তবে চেষ্টা করতে হবে।
অনলাইন জগতে শেখার মত অনেক কিছুই রয়েছে। সেই কাজগুলো অবশ্যই মন দিয়ে শেখার চেষ্টা করব, কারণ আমি যতটুকু জানি আমার পরিশ্রম কথা বলবে দিনশেষে। তাই আমি নিজের জায়গা থেকে কিছু করার লড়াইটা যখন শুরু করেছি। সেই লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দু হাজার পঁচিশ সালে সেই লড়াইয়ের শেষ, আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ।
Which things have you decided not to repeat this year? |
---|
নিজেকে কিছুটা পরিবর্তনের চেষ্টা.... |
---|
আমাদের জীবনে প্রতিনিয়ত অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে। কিছু ঘটনা আমরা নিজে থেকেই ঘটিয়ে ফেলি। যার কোন ভালো মন্দ আমরা বিচার করি না। তবে আমাদের জীবনের প্রতিটা ধাপ অনেকটা সাবধানতা অবলম্বন করে ফেলা উচিত। কারণ সময়ের সাথে সাথে যেমন আমাদের জীবনের পরিবর্তন হয়। ঠিক তেমনি আমাদের মেধা-শক্তির ও বিকাশ ঘটে। আমরা হয়তোবা এমন কোন সিদ্ধান্ত নিয়ে ফেলি। যে এই সিদ্ধান্ত নেয়ার কারণে পরবর্তী সময় আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়।
তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি বেশ কিছু জিনিস নিজের জীবনে, নতুন করে পুনরাবৃত্তি ঘটাতে চাই না।
- মানুষকে বিশ্বাস করা থেকে বিরত থাকবো।
- কাজের প্রতি যতটুকু অবহেলা ছিল সেটা ঝেড়ে ফেলে দেবো।
- মিথ্যা সহিংসতা অহংকার এ বিষয়গুলো থেকে নিজেকে অনেক দূরে রাখার চেষ্টা করব।
- নিজের মনের কথা অন্যের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকবো।
আমার কাছে মনে হয় আপনার সিদ্ধান্ত আপনার জীবনটা পরিবর্তন করতে সাহায্য করে। তাই আমি আমার জীবনটাকে এমনভাবে সাজাতে চাই। যেন আমাকে কারো কাছে কখনো ছোট হতে না হয়। এমন ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেন জীবনে সফলতা অর্জন করে অন্ততপক্ষে রাস্তার পাশে পড়ে থাকা মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আর সেই জিনিসগুলো কেই আমি আমার জীবন থেকে এড়িয়ে চলতে চাই। যেই জিনিস গুলোর কারণে আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি।
Do you believe mistakes are the best teacher to rectify ourselves? Justify. |
---|
অবশ্যই আমি বিশ্বাস করি ভুল সংশোধন করে যে মানুষটা নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে নিতে পারে। সে মানুষের চাইতে বড় শিক্ষক হয়তোবা আর কেউই হতে পারে না। আমরা যদি নিজের ভুল নিজের চোখে দেখতে পাই এবং সেটাকে স্বীকার করে, নতুন করে বেঁচে থাকার চেষ্টা করি। তাহলে হয়তো বা ওই মানুষের মতো মানুষ আর হতে পারে না।
আমাদের মধ্যে অনেকেই রয়েছে নিজের ভুল স্বীকার করতে অস্বীকার করে। এটা কেন ভাই আমি ভুল করেছি স্বীকার করতে পারবো না। ভুল যখন হয়ে গেছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই কিন্তু সফলতা আসে। তাই আসুন আমরা নিজেদের ভুলগুলোকে শুধরে নেয়ার চেষ্টা করি, এবং জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয়ার চেষ্টা করি। চেষ্টা করেছি নিজের মতো করে প্রতিটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য। জানিনা কতটুকু সঠিক হয়েছে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
https://x.com/rubina80719/status/1877888283675591006
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন বছরের আপনার লক্ষ্যগুলো শুনে ভীষণ ভালো লাগলো, নিজেকে আরও ভালোভাবে তৈরি করা এবং এই প্লাটফর্মে নিজেকে একটা পর্যায়ে নিয়ে দাঁড় করানো, আমার মনে হয় প্রতিনিয়ত কাজ করে গেলে এটা পানির মত সহজ হবে।
এবং নিজেকে পরিবর্তন করার জন্য আপনি যে লক্ষ্য গুলো বেছে নিয়েছেন এটা খুবই ভালো, কারণ একটা মানুষের ভিতরে যদি এতগুলো সতর্কতা থাকে তাহলে সে অবশ্যই অর্জনের দিকে পৌঁছাতে পারবে।
ধন্যবাদ আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই ভালো লেগেছে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা আমাদের জীবনের মূল্যবান মুহূর্ত বা সময় হারিয়ে ফেলেছি সেগুলো চাইলেই কিন্তু আমরা আর ফিরে পাবো না অনেক বছর তো জীবন থেকে পার হয়ে গেল কি করতে পেরেছি যদি এই প্রশ্নটা নিজের কাছে করি তাহলে আমার কাছে কিছুই নেই।
তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছে নিজের জায়গা থেকে অটুট থাকার চেষ্টা করব এবং নিজের কাজের প্রতি অনেক বেশি গুরুত্ব দেব কেননা আমি আমার কাজ যত গুরুত্ব সহকারে করতে পারব তত দ্রুত আমি সফলতা পাব অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rubina203 সুন্দরবনে বসে বসেই আপনার লেখা পড়ে ফেলেছিলাম, তবে মন্তব্যের সুযোগ পাই নি, তারজন্য দুঃখিত।
আপনার ইচ্ছের বেশকিছু বিষয় নিয়ে যেমন আমি সহমত পোষণ করি তেমনি আপনার ইচ্ছের মধ্যে কাউকে বিশ্বাস করবেন না, এই বিষয়টিতে আমি সহমত পোষণ করি না!
কারণ কি জানেন?
বিশ্বাস করা একটা মানুষের ধর্ম আর বিশ্বাসভঙ্গ অন্য মানুষের কর্ম!
আমিও অনেক বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছি, তবে বিশ্বাস এখনও করে যাই কারণ আমি উপরিউক্ত কথাগুলো মানি।
অন্তরালে বসে একজন সবকিছু পর্যবেক্ষণ করে চলেছেন, তাই যার যেটা প্রাপ্য সে পেতে যাবে সময়মতো। নিজেকে তারজন্য বদলে ফেলা মনে হয়না উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কি দিদি জানেন আমি যতই বলি যে আমি বিশ্বাস করবো না। তার পরেও বিশ্বাস করি জানিনা সেটা কেন? আপনি ঠিকই বলেছেন উপরে একজন বসে সব কিছুই দেখছেন। তার বিচার অবশ্যই হবে। ইনশাল্লাহ আর চেষ্টা করে যাচ্ছি নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে হয় নয়তো নিজেকে সুন্দর ভাবে টিকিয়ে রাখা সম্ভব হয় না।আপনি যে বিষয়গুলোতে সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়গুলোতে সতর্ক থাকলে আপনি অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
কিছু কিছু মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের সবকিছুকে এলোমেলো করে দিয়ে যায় ।সেই পরিস্থিতিতে সবাই কিন্তু নিজেকে নিজের লক্ষ্যের স্থির রাখতে পারেনা।যে নিজেকে স্থির রাখতে পারে, সেই জীবন যুদ্ধে তার লক্ষ্যে জয় লাভ করে। আমি দোয়া করি আপনি যেন অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং আপনি আপনার লক্ষ্যে জয়ী হোন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রতিটা কাজ আপনার সফলতা নির্ভর করে তাই আপনি সিদ্ধান্ত নিতে হবে কি করবেন কতটুকু করলে আপনি সফল হবেন একটা মানুষ চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারে যদি তার চেষ্টার না থাকে তাহলে সেটার জীবনের শূন্য জায়গা থেকে একটু নড়াচাড়া করারও সুযোগ পায় না তাই আমি মনে করি জীবনে যদি কখনো সুযোগ আসে তাহলে নিজেকে পরিবর্তন করুন জীবনটা হচ্ছে যুদ্ধের একটা জায়গা যুদ্ধ করে যে মানুষটা টিকে থাকতে পারে সেই মানুষটাই দিন শেষে সফলতার হাসি হাসতে পারে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit