প্রথমে আমি শুরু করছি আমার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি সে বিষয়টি হলো যে কারনে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয় তার কারণগুলো।
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের অর্থনৈতিক অবস্থা, নদনদীর অবস্থান, এতে প্রবাহিত নদীর উৎস মুখ, ভূপ্রকৃতি, মৃত্তিকার ধরন ও গুণাগুণ ইত্যাদি দিক বিবেচনা করলে কোন নির্দিষ্ট বন্যা নিয়ন্ত্রণ পদ্ধতিকে বন্যা নিয়ন্ত্রণের সর্বাধিক উপযোগী বলে সিদ্ধান্ত গ্রহণ করা একান্তই দুরূহ ব্যাপার। কাজেই বিভিন্ন দিক চিন্তা করে দেখা যাক যে, এ দেশের জন্য কোনো পদ্ধতির বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সর্বাধিক উপযোগী।
বাংলাদেশে বন্যার কারণগুলো উল্লেখকরণ বাংলাদেশে সাধারণত নিম্নোক্ত কারণে বন্যা দেখা দেয়।
(ক) জোয়ারের ফলে
(খ) বিনা জোয়ারে
(গ) মানবসৃষ্ট কারণে।
(ক) জোয়ারের ফলে:
- সমুদ্রে প্রচণ্ড জোয়ারভাটার ফলে সমুদ্রের জলোচ্ছাসে এবং সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টি পাতে এ জলোচ্ছাসে দেশের উপকূলীয় এলাকা বন্যাক্রান্ত হয়।
- সামুদ্রিক ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদির প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা বন্যাক্রান্ত হয় । নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা ইত্যাদি উপকূলীয় জেলাসমূহে প্রায় ১.৫ মিলিয়ন একর এলাকায় জোয়ারের ফলে বন্যা দেখা দেয়।
(খ) বিনা জোয়ারে :
- মৌসুমি ঋতুতে প্রবল বৃষ্টিপাতের ফলে।
- নদীগুলো সমতল এলাকার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে।
- পাহাড়িয়া এলাকায় প্রবল বর্ষণে (বৃষ্টিপাতের তীব্রতার আধিক্যের ফলে)।
- নদী আঁকাবাঁকা হওয়ার ফলে।
- নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার ফলে।
- বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ার ফলে।
- প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা না নেয়ার ফলে।
- নদীর উজানের অংশে প্রতিবেশী দেশের পানি দ্রুত নেমে আসার ফলে।
- নদীতে চর সৃষ্টি হয়ার ফলে।
- প্রয়োজনীয় নিষ্কাশন ব্যবস্থার অভাবে
- গড় সমুদ্রতল হতে মূল ভূভাগের উচ্চতা কম হওয়ায় নদীতে ঢালের মাত্রা কম হওয়ার ফলে।
- বনভূমির পরিমাণ হ্রাস, বৃক্ষনিধন ইত্যাদি কারণে ভূমিক্ষয়ের ফলে পলি মিশ্রিত পানি নদীতে আসার কারণে।
- নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে।
(গ) মানবসৃষ্ট কারণে:
- প্রতিবেশী দেশ কর্তৃক নদীগুলোর বাংলাদেশে প্রবেশ মুখের উজানে বাঁধ দেয়ার ফলে শুষ্ক মৌসুমে নদীতে স্ববিধৌত গতিবেগ না থাকায় নদীগর্ত ভরাট হয়ে যাওয়ার ফলে।
- বনভূমি হ্রাস, কলকারখানার ধোঁয়া ইত্যাদির ফলে বাতাসে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির ফলে হিমালয়ের বরফগলা ত্বরান্বিত হওয়ায় বরফগলা পানি নেমে আসার ফলে।
- প্রতিবেশী দেশ কর্তৃক বর্ষা মৌসুমে আকস্মিকভাবে উজানের বাঁধের নির্গমন পথ খুলে দেয়ার ফলে।
- দেশের অভ্যন্তরে অপরিকল্পিত রাস্তাঘাট, রেলপথ ইত্যাদি পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ফলে।
আমরা যদি এই দিকগুলোর প্রতি একটু খেয়াল রাখি তাহলে হয়তো আমরা এত ক্ষতিগ্রস্ত হবো না।
আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Location | Bangladesh, bogura 🇧🇩 |
Short by | @rxsajib |
যে কারনে বৃষ্টিপাত ও বন্যা প্লাবিত হয়ে থাকে ৷ তার তিনটি কারন আপনি আপনার পোস্টে বেশ সুন্দর ভাবে উল্লেখ করছেন ৷ যেটা পড়ে খুবই ভালো লাগলো ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ভাই ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটিতে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য, এবং আমাকে সাপোর্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit