আমার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব বিষয়টি হলো:
সিউয়েজ অপসারণের জন্য সম্মার্জন ব্যবস্থা ও পানিবাহিত ব্যবস্থা।
লোকালয় থেকে আবর্জনা অপসারণ করার কাজকে সামগ্রিকভাবে দু'শ্রেনিতে বিভক্ত করা যায়, যথা-
এ পদ্ধতি অনেক পুরাতন ও অস্বাস্থ্যকর পদ্ধতি। এ ব্যবস্থায় আনা অপসারণ করার জন্য সর্বপ্রথম ঘরবাড়ির পার্শ্বে একটি নির্দিষ্ট স্থানে সেগুলোকে স্তূপীকৃত করে জামিয়ে রাখা হয়। পরে সেখান থেকে সমস্ত আবর্জনাগুলোকে বিশেষ যানবাহনের মাধ্যমে (ঠেলাগাড়িতে, গরুর গাড়িতে বা ট্র্যাকে) বসত এলাকা থেকে দূরে নিরাপদ কোনো স্থানে বহন করে নিয়ে যাওয়া হয়। অতঃপর দাহ্য আবর্জনাগুলোকে পুড়িয়ে ফেলা হয় আর অদাহ্যগুলোকে নিচু এলাকার কোনো জায়গা ভরাট করার জন্য সেখানে ফেলা হয় আর মানুষের মলমূত্র বা নৈশ বর্জ্য বাড়িঘরের খাটা পায়খানা থেকে বালতি ভর্তি করে বয়ে নিয়ে গিয়ে পতিত জমিতে নালা তৈরি করে কৃষিকাজের জন্য ফেলে রাখা হয়। নালাগুলো মলমূত্র দিয়ে ভর্তি হলে খননকৃত মাটি দ্বারা ঢেকে দেয়া হয়। সিউয়েজ জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়ে জমির উর্বরতা বৃদ্ধি করে। এ পদ্ধতি গ্রাম বা ছোটখাটো শহরের জন্য বিশেষ উপযোগী। এ ব্যবস্থাকে বালতি পায়খানা হিসাবে অভিহিত করা হয়। তবে এ পদ্ধতি অত্যন্ত অস্বাস্থ্যকর। স্তূপীকৃত গারবেজ বা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মশামাছির উপদ্রব বাড়ায়। এতে রোগজীবাণু ছড়িয়ে কলেরা, আমাশা, টাইফয়েড, প্রভৃতি মারাত্মক রোগের সৃষ্টি হয়।
এটি ওয়েজ অপসারণের একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থা। এ পদ্ধতিতে আবর্জনা পরিবহনের কাজ পানির সাহায্যে করা হয়। কঠিন আবর্জনার সাথে পানি মিশ্রিত হয়ে তরল বর্জ্য পাইপের মাধ্যমে সহজে প্রবাহিত হতে পারে। তাই এ কাজের জন্য সিউয়ার পাইপকে লম্বালম্বি ঢালে স্থাপন করা হয়, যাতে সহজেই সিওয়েজ প্রবাহিত হতে পারে। অতএব, ব্যবস্থায় যথেষ্ট পরিমাণ পানির সাহায্যে মলমূত্র ও যাবতীয় আবর্তনা অন্যত্র অপসারণ করা হয় বলে একে পানিবাহিত ব্যবস্থা বলা হয়। মলমূত্রের ৯৯.৯% ভাগই তরল পদার্থ বাকি ০.১৫ ভাগ কঠিন পদার্থ। এই ০.১৫ কঠিন পদার্থ ক্ষতিকারক জীবাণুর জৈব পদার্থ এ ব্যবস্থায় গিউয়েজের তরল অংশ আলাদা হয়ে কোনো নদী, স্রোত, বা অন্য জলাশয়ে নিক্ষিপ্ত হয়। আর বাকি অংশকে শোধনাগারে প্রয়োজনীয় শোধন করে অক্ষতিকর ও অপরিবর্তনীয় যৌগে রূপান্তর করা হয়। এগুলোর মধ্যে দাহ্য অংশকে সম্মার্জন ব্যবস্থার ন্যায় পুঁড়ে ফেলা হয়। আর অদাহ্য অংশকে বসত এলাকার দূরে কোনো নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা হয় অথবা নিচু জমি ভরাটের জন্য সেখানে ফেলে দেয়া হয়। স্লাজ পরিপাক কক্ষ ও থিতানো অংশকে পরিশোধন করা হয়। এ স্লাজ রোদে ও বাতাসে শুকিয়ে সার হিসেবে ব্যবহার করা যায়। পরিশোধন এর সময় গ্যাস সংগ্রহ করা হয় এবং এ গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।</b
Device | Name |
---|---|
Location | Bangladesh, bogura 🇧🇩 |
Short by | @rxsajib |
"সিউয়েজ" অপসারন পদ্ধতি গুলো আসলেই আমার কাছে নতুন ৷ তারপর আপনি যে ভাবে সিউয়েজ পদ্ধতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এবং তার দুইটি পদ্ধতি শেয়ার করেছেন ৷ যেটা পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম ৷ অজানা কিছু তথ্য আমারা জানতে পারলাম ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit