নিরাপদ কাঁচ উৎপাদন:

in hive-120823 •  2 years ago  (edited)
HI EVERYBODY আশা করি সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি, আজ আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় আলোচনা করার চেষ্টা করছি বিষয়টি হলো:নিরাপদ কাঁচ উৎপাদন:

pexels-photo-287263.jpeg
cource

নিরাপদ কাঁচ সাধারণত রি-ইনফোর্সমেন্ট ব্যবহার করে বা বিশেষ হিট-ট্রিটমেন্টের মাধ্যমে উৎপাদন করা হয়। যে কোন প্রকার বাণিজ্যিক গ্লাস যেমন সোডা-লাইন গ্লাস, বোরোসিলিকেট গ্লাস বা হাই সিলিকা গ্লাসকে। বিশেষ পদ্ধতিতে নিরাপদ কাঁচে পরিণত করা যায়। সাধারণত দুইটি পদ্ধতিতে তিন প্রকার নিরাপদ গ্লাস উৎপাদন করা হয়। রি-ইনফোর্সমেন্ট ব্যবহার করে অয়ার্ড গ্লাস লেমিনেটেড সেফটি গ্লাস উৎপাদন করা হয় এবং হিট-ট্রিটমেন্টের মাধ্যমে টেমপার্ড সেফটি গ্লাস উৎপাদন করা হয়।

রোলড গ্লাস বা প্লেট গ্লাস উৎপাদনের সময় কাঁচের স্তরের মধ্যবর্তী স্থানে ধাতব তার জালী বা ধাতব তার স্থাপন করে অয়ার্ড গ্লাস উৎপাদন করা হয়। অয়ার্ড গ্লাস সাধারণত তাপের উৎসের কাছে বা যেখানে তাপের ব্যবহার আছে সেই সকল স্থানে ব্যবহার করা হয়।

pexels-photo-1106476.jpeg
source

রি-ইনফোর্সমেন্ট ব্যবহারের মাধ্যমে উৎপাদিত লেমিনেটেড সেফটি গ্লাস উৎপাদনের সময় দুই বা ততোধিক স্তর গ্লাস সিট এর মাঝে স্বচ্ছ ও স্থিতিস্থাপক প্লাষ্টিক জাতীয় পদার্থের সীট ব্যবহার করা হয়। প্লাষ্টিক সিট হিসাবে সাধারণত সেলুলোজ নাইট্রেট সেলুলোজ এসিটেট ব্যবহার করা যায়। তবে আধুনিক কালে বিশেষ ধরণের ভিনাইল রেজিন যেমন আঠাযুক্ত পলি ভিনাইল বিউটেরাল রেজিন ব্যবহার করা হয়। দুই স্তর গ্লাস সিটের মাঝে প্লাষ্টিক সিটকে স্থাপন করে উচ্চ চাপ ও তাপে সংনমিত করে পরম্পরকে এমন ভাবে সংযুক্ত করা হয় যেন আপাত দৃষ্টিতে স্তর সমূহকে দেখা যায় না। একটি সীট হিসাবে মনে হয় ।

লেমিনেটেড গ্লাসের ক্ষেত্রে প্লাষ্টিক সিট সবচেয়ে গুরুত্ব পূর্ণ উপাদান। এই উপাদানের শক্তির উপর লেমিনেটেড গ্লাসের গুণাবলী সম্পূর্ণ রূপে নির্ভর করে। সাধারণ তাপমাত্রার ক্ষেত্রে পলি ভিনাইল বিউটারেল রেজিন অত্যন্ত উপযোগী হলেও যে সব ক্ষেত্রে তাপ সৃষ্টি হতে পারে সে সকল যায়গায় পলি ভিনাইল বিউটারেল রেজিন মোটেও উপযোগী নয়। কারণ তাপ বৃদ্ধির সাথে সাথে এর মডিউলাস অব রিজিডিটি ব্যাপক হারে হ্রাস পেতে থাকে (যেমন, পলি ডিনাইল বিউটারেল রেজিনের মডিউলাস অব রিজিডিটি ২০° সেঃ এ ৩৭,০০০ পি এস আই কিন্তু +২৫° সেঃ এ ২৫০ পিএস আই)। এই জন্য যে সকল স্থানে তাপ সৃষ্টির সম্ভবনা আছে (যেমন উড়োজাহাজের কাঁচে অতিরিক্ত ঘর্ষনের ফলে তাপ সৃষ্টি হয়) সে সকল ক্ষেত্রে পলি ভিনাইল বিউটারেল রেজিন এর পরিবর্তে সিলিকা রেজিন ব্যবহার করা হয়। যদিও সিলিকা রেজিন শক্তির দিক দিয়ে পলি ভিনাইল বিউটারেল রেজিনের থেকে নিম্ন মানের কিন্তু ৪৯° সেঃ (১২০° ফাঃ) তাপমাত্রার উর্ধ্বে সিলিকা রেজিন, ভিনাইল রেজিনের চেয়ে বেশি শক্তিশালী থাকে।

pexels-photo-258160.jpeg
source

লেমিনেটেড সেফটি গ্লাস সাধারণত: রেলগাড়ি, মোটর গাড়ি, উড়োজাহাজ, জাহাজ, ষ্টিমার ইত্যাদি যানবাহন গ্লেজিং এ ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার যানবাহনে এই প্রকার গ্লাস ব্যবহারের প্রধান সুবিধা হলো:

(ক) যথেষ্ট যান্ত্রিক শক্তি সম্পন্ন বলে সহজে ভাঙ্গে না।

(খ) ভাঙ্গা অংশ সহজে বিছিন্ন হয় না ।

(গ) এই প্রকার গ্লাস ভাংলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় কখনই সূচালো বা ধারালো ফলার আকার ধারণ করে না।

(ঘ) ভাঙ্গা অংশ কখনও নিক্ষিপ্ত হয় না বা দুরে ছিটকে গিয়ে কাহাকেও আঘাত করে না। গ্লাসের অবস্থান স্থলেই ঝড়ে পরে।

pexels-photo-310479.jpeg
source

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura
Short by@rxsajib

Q.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...