সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।প্রতিনিয়ত এরকম কনটেস্টে জয়েন করতে পেরে আমি অনেক আনন্দিত।
Edit by canva
আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির এডমিন মহোদয় মেম কে।আশা করি এরকম আরো কনটেস্ট আমাদের মাঝে নিয়ে আসবেন।কথা না বাড়িয়ে আমি কনটেস্ট বিষয়বস্তুর তুলে ধরছি। |
---|
সাধারণত আমাদের দুটোকেই বিশ্বাস করা উচিত কেননা কর্ম ও ভাগ্য দুটোই আল্লাহর সৃষ্টি।আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে কর্ম ও ভাগ্য আপনার দুটোই দরকার৷এই চেষ্টাটা দুভাবে হতে পারে যথা -
* কাজের মাধ্যমে৷
* দোয়ার মাধ্যমে ৷
আমাদের ইসলামে আছে যে দোয়াই কেবল ভাগ্যকে পরিবর্তন করতে পারে।
অনেকেই বলে যে ভাগ্য বলে কিছু নেই, আমার মনে হয় যে আসলে তাদের কোন দুর্ভাগ্যের ভিতর দিয়ে জীবনে যায়নি।
আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে,বাংলাদেশের অনেক গ্রামের মানুষ খাদ্যের অভাবে তারা গাছের পাতা সিদ্ধ করে খেত।তারা সব সময় কাজ খুঁজে বেড়াতো কিন্তু তখন কাজের খুবই অভাব ছিল।
এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে শুধু কর্মে বিশ্বাসী হলে হবে না ভাগ্য বিশ্বাসী হতে হবে
অবশ্যই কর্ম।
কারণ ভাগ্য বলতেই পারে আপনার ভবিষ্যত অন্ধকার। কিন্তু আপনি যদি সেসব তোয়াক্কা না করে শুধু মাত্র নিজের কর্ম করে যান, তাহলে অবশ্যই একদিন আসবে যেদিন দেখবেন আপনার ভাগ্যে বলা অন্ধকার ভবিষ্যত আলোয় আলোকিত।
হ্যাঁ ভাগ্য কে কখনোই অস্বীকার করা ঠিক নয়, কিন্তু যদি এই দুইয়ের মধ্যে বড় কে বলতে হয়, তাহলে অবশ্যই কর্ম।
ভীষণভাবেই বিশ্বাস করি, ছোটোবেলা থেকেই। ছোট থেকে, শুনে, শুনেই বড় হলাম,"ভাগ্যে থাকলে, কেউ আটকাতে পারবে না"।
যখন স্কুলে পড়তাম।
ক্লাসে, একদিকে ছেলেরা, একদিকে মেয়েরা। আমি যে বন্ধুটির পাশে বসতাম, তার গলার স্বর অনেকটা মেয়েদের মতো। যেদিন দেখতাম ও স্কুলে আসেনি, ক্লাস টিচার রোলকল করা শুরু করার সময়, ওর নাম ডাকা মাত্রই, ওর হয়ে বসেই, আমি প্রক্সি দিতাম, প্রেজেন স্যার
তখন থেমে যেতেন ক্লাস টিচার। ক্লাসে একবার মেয়েদের দিকে, একবার আমাদের দিকে কিছুক্ষন তাকাতেন, তারপর ডায়াস (ওই একটা ছোট চৌকির মতো) থেকে নেমে এসে, আমার দিকে, পাশের বন্ধুটির দিকে তাকিয়ে, বন্ধুটিকে কান ধরে, হিড়হিড় করে, টেনে নিয়ে যেতেন। যেতে যেতে, ও বলতো, “স্যার, আমি না স্যার, হে করছে”, “হে ? তরে আমি চিনি না ? আয় তুই আমার লগে”।
কোনোদিনই, প্রমাণ হতো না যে, আমিই কালপ্রিট। শুধু ভাগ্যই আমারে দেখাইয়া গেলো, “কার মাইর, কে খায়”।
পরিশেষে একটি কথাই বলতে চাই যে কর্ম ছাড়া যেমন সফলতা অর্জন করা যায় না, তেমনি ভবিষ্যত কেউ আমাদের বিশ্বাস করতে হবে।
আবারো ধন্যবাদ জানাচ্ছি ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির এডমিন মহোদয় কে এত সুন্দর একটি কনটেস্ট উপস্থাপন করার জন্য,এই কনটেস্টে অনেকেই জয়েন হয় এবং তাদের পোস্টগুলো পড়ে আমরা নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারি।
সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Location | Bangladesh, bogura 🇧🇩 |
Short by | @rxsajib |
অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
আপনি দুটোকেই বিশ্বাস করেন,, আসলেই আমাদের প্রত্যেকেরই উচিত দুইটাকেই বিশ্বাস করা! কারণ ভাগ্য আমাদের বিধাতার লিখন! আর কর্ম আমাদের চেষ্টা।
আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো! আপনি যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন! এই ঘটনাটা আমিও করতাম,,, আমার স্কুল জীবনে আমিও চেষ্টা করতাম! এই ধরনের দুষ্টুমি করার জন্য,,,, আপনার পোস্ট পড়ে আজকে,,,, আমার সেই দিনের কথা মনে পড়ে গেল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,, ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই তাই। শুধুমাত্র কর্ম করলেই প্রকৃত ফল পাওয়া যায় না বরং ভাগ্য ও নির্ভর করে। জীবন শুধুমাত্র কর্মে পরিচালিত নয় বা ভাগ্যে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ও করতে হবে কর্ম করতে হবে তবেই ভাগ্য খুলবে।
যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাদের ভাগ্য অবশ্যই ভালো হবে। তবে ধৈর্য ধরতে হবে।
তোমার এই গল্পটি পড়ে বেশ মজা পেলাম। মজার এই গল্পের মাধ্যমেও জানতে পারলাম কার মাইর কে খায়, এটাও ভাগ্যের লিখন। ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit