হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন।
আপনারা চুন তো অবশ্যই চিনেন। দেয়ালে লাগানো চুন এর কথা বলছি না যারা পান খেয়ে থাকেন সেই পান এ যে চুন ব্যবহার করা হয় সেই চুন এর কথা বলছি। দেয়ালে লাগানো চুন ও পান এ ব্যবহার করা চুন দেখতে একই রকম। আবার অনেকেই বলে যে দেয়ালে চুন ও পান এ ব্যবহৃত চুন একই কাজে ব্যবহার করা হয়। তবে এটা ভুল নাম ও দেখতে একই রকম হলেও দুটোর কাজ অনেকটাই ভিন্ন।
দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে পান এ ব্যবহৃত চুন পাথর থেকে সংগ্রহ করা হয়। বিভিন্ন সাদা পাথর থেকে সংগ্রহ করে সেই পাথর খষানো হয় এই চুন। যে পাথর থেকে সংগ্রহ করা হয় চুন সেই পাথরের নাম হচ্ছে চুনা পাথর ।এই পাথর গুলো সংগ্রহ করে তারপর পাথর গুলো পুরিয়ে পরিণত করা হয় চুন। পুরানোর পর এই চুন থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। এবং পরবর্তীতে তা লবণ চুন এ পরিনত হয়।
চুন গুলো পুরানোর পর দেখতে দানা দান লাগে ছোট্ট ছোট্ট দানা থাকে যা পরে আবার গুঁড়া করে একদম ভালোভাবে মিশিয়ে রাখা হয় এরপর পানিতে মিশিয়ে তা ব্যবহার করা হয়। চুন এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার কিছু চুন এ ম্যাগনেসিয়াম ও থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী বা ভালো। কিন্তু বেশি চুন খেলে তা আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা হয়তো দেখেছেন যে চুন অতিরিক্ত খেলে মুখ পুরে যায় ।
পরে তা আমরা খাবার খেতে পারি না এটির কারন হলো চুন এ রয়েছে আ্যলকালিন। চুন একধরনের শুষ্ক ও খসখসে বা পাউডার জাতীয় বললেও হয়। চুন কে যদি অনুবিক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয় তাহলে বুঝা যাবে যে এই দানা গুলো ব্লেট এর মতো ধারালো। তাই এই চুন মুখের আদ্রতা শুষে নিয়ে মুখের ভেজা অংশ টুকু শুকিয়ে নেয়। যার ফলে মুখের ভেতর জালাতন সৃষ্টি করে।
যখন অতিরিক্ত চুন বা বেশি করে চুন মুখে দেওয়া হয় তখন সেই চুন মুখের চারিপাশের মাংসের যে টিস্যু রয়েছে তা নষ্ট করে দেয় বা এক কথায় আক্রমণ করে। এর কারনে মুখের ভিতরে জ্বলতে থাকে বা পুরে যায় এমন টা মনে হয়। পানির সাথে মিশিয়ে খাওয়ার কারন হচ্ছে এই চুন এর যে পাওয়ার থাকে বা তাপমাত্রা থাকে তা কিছুটা কমে আসে । চুন এর শুস্ক জিনিস টা তখন আর থাকে না যার ফলে চুন এ পানি দেওয়া হয় । আর এটি পান এর সাথে ব্যবহার করে খাওয়া হয়।
চুন যতটুকু ভালো এর থেকে দ্বিগুণ খারাপ ও বলতে পারেন । চুন এর থেকে সাবধান হওয়া অবশ্যই প্রয়োজন কেনো জানেন এর মূল কারন হচ্ছে চুন এক প্রকার এসিড জাতীয় কাজ করে। অনেক জায়গায় এর দূর্ঘটনা দেখা গিয়েছে। তার কারন হচ্ছে চুন চোখের ভেতর গেলে, এই চুন যদি আপনার চোখ এর ভেতর এ একবার চলে যায় তাহলে আপনার চোখ ধিরে নষ্ট হয়ে যাবে।
হ্যা তখন আর আপনি সেই চোখ দিয়ে কখনোই দেখতে পাবেন না আর সেই চোখটি পরবর্তী তে ঘোলাটে হয়ে যায়। এই জন্য বিশেষ করে চুন ব্যাবকিদের সাবধানতা অনুযায়ী ব্যবহার করবেন। বিশেষ করে বাচ্চাদের আগালে যেনো না আসে সেদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ।
যারা পান খায় তারা চুন খুব ভালোভাবে চেনে, চুন ব্যতীত পান খাওয়া যায় না, চুন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধান হতে হবে, চুল সংগ্রহ করার করার পদ্ধতি দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চুন অবশ্যই আমাদের সকলের সুপরিচিত। তবে চুন তৈরি করার পদ্ধতি কাছে খুবই ভালো লেগেছে তবে আমি আগে জানতাম না। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চুনের বিভিন্ন প্রকার এবং তাদের ব্যবহারের মধ্যে পার্থক্য নিয়ে সুন্দর পোস্ট করেছেন। পানিতে মিশিয়ে ব্যবহৃত চুনের স্বাস্থ্যকর এবং ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছেন। চোখের জন্য চুন ক্ষতিকর তাই সাবধান থাকা উচিত। আশা করি, এই তথ্যগুলো অন্যদেরও কাজে আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit