হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে আজ আমি বিশেষ কিছু তথ্য নিয়ে এসেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে, তো চলুন শেয়ার করা যাক।
উপরের টাইটেল পরে তো অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। স্কিল ডেভলপমেন্ট এই নামটি তো আপনারা সকলেই শুনেছেন। কি এর অর্থ? এর মানে কি হয়তো আমরা অনেকই তা চিনি না বা বুঝি না। আজ এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি কোথাও চাকরির জন্য আবেদন করেন তাহলে সে ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যাচাই করে। আপনি কাজ করতে পারবেন কিনা তা অপর মানুষ কে প্রমান করাতে হলে অভিজ্ঞতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ
যেকোনো কাজ সুষ্ঠুভাবে করার জন্য অভিজ্ঞতার কোন বিকল্প নেই তাই সবাই চায় সফলতার আর কোন প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে তার দক্ষতা এবং অভিজ্ঞতা কর্মীদের উপরে। কারণ চাকরির ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি চাকরি তা আপনার জন্য অবশ্যই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ আপনি যখন চাকরি খুজতে যাবেন আপনাকে যিনি চাকরি দেবে তার অবশ্য কিছু বেনিফিট থাকে তা হচ্ছে সে আপনাকে চাকরিতে রাখবে তার জন্য আপনি যদি তাকে সেই অভিজ্ঞতাটা না দেখান যে কাজে আপনি জয়েন করতে যাচ্ছেন বা যুক্ত হতে চাচ্ছেন সেটার যদি কোন কাজে না দেয় যদি আপনি সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে না পারেন তাহলে আপনাকে কেউ কাজে নিবে না।
আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনি একজন নবিস। কাজ শিখতে অভিজ্ঞতা বাড়াতে আপনি কোন প্রতিষ্ঠানে এপ্রোচ করছেন। সেখানেই যদি প্রথমেই আপনি দিনমজুরের মত দরকষাকষি করেন তবে কাজ শেখার বা বাস্তব অভিজ্ঞতা নেবার সুযোগ আপনি কখনোই তা পাবেন না। আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যেহেতু আপনি তাত্ত্বিক শিক্ষা নেবার জন্য স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হাজার হাজার টাকা ব্যয় করে পড়াশোনা করেছেন শিক্ষা অর্জন করেছেন তবে বাস্তব অভিজ্ঞতা নেবার জন্য আপনার কত টাকা ব্যয় করা উচিত তা আপনার উপরে সেটা নির্ভর করবে সেখানে আপনাকে উল্টো কত টাকা দিচ্ছে তা আপনাকে অবশ্যই বুঝতে হবে।
একটি বাস্তব কথা হল আপনি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করছেন বই পড়ছেন তাতে আপনার অবশ্যই জ্ঞান অর্জন হচ্ছে হ্যাঁ কিন্তু বাস্তব জীবনে আপনার যেই সমাজে চলার জন্য যে অভিজ্ঞতাটা দরকার যেটি প্রয়োজন সেটি কি আপনি অবশ্যই পেয়েছেন? আশা করি আমার কথা আপনারা সকলেই তা বুঝতে পেরেছেন যা আমি বলতে চাচ্ছি ধরে নিন এই কম পারিশ্রমিক আপনার বাস্তব অভিজ্ঞতা অর্জনের বিনিয়োগ যাই হোক আসল কথা হল আপনাকে এখন অভিজ্ঞতা অর্জন করতে হবে কাজ শিখতে হবে একটি অভিজ্ঞতা সনদ অবশ্যই তা নিতে হবে কর্মজীবনের সূচনা কত টাকা অর্জন করেছেন তা সেটা বড় বিষয় নয় কতটুকু শিখলেন তা আপনার জন্য বড় একটি বিষয়।
আপনি খেয়াল করে দেখবেন যে প্রতিটি প্রতিষ্ঠানে কিছু খুচরা কাজ থেকে থাকে যেমন যেগুলো করার জন্য নতুন অন্যকালীন কর্মী নিয়োগ দিলে খরচ বেড়ে যায় এজন্য নতুন কর্মী না নিয়ে প্রকৃত কর্মীদের ওপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় এতে তাদের উপরে কাজ বেড়ে যায় এবং অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় তাদের বেতন বা পারিশ্রমিক বেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ যাকে আমরা প্রমোশন নামে চিনি। আপনারা যারা চাকরি করেন বা আমরা যারা চাকরি করি বা কোন প্রতিষ্ঠানে কর্ম হিসেবে রয়েছি অনেকেই রয়েছে যারা ইমোশনের জন্য অনেক পরিশ্রম করে থাকি বসকে কিভাবে খুশি করানো যায় কিভাবে তার মন জয় করানো যায় সে ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু করে থাকি। যাতে আমাদের প্রমোশনটা হয়ে যায়।
আসলে এটা অবশ্যই সত্য কথা যে কাজের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন যেটা যেকোনো কাজই হোক আপনার প্রতি অভিজ্ঞতা থাকে তাহলে সে ক্ষেত্রে আপনি ভালো চাকরি বা ব্যবসায় যোগ দিতে পারবেন। চাকরির ক্ষেত্রে প্রমাণ স্বরূপ যা আমরা সিভি নামে চিনি তাতে আপনার পুরো ডকুমেন্ট এবং আপনার অভিজ্ঞতা কত দিনের বা কত বছরে তা সবকিছুই তার সেখানে উল্লেখ করানো থাকে। সকলেরই অভিজ্ঞতা প্রয়োজন কারণ স্কিল ডেভলপ যদি আপনার না হয় তাহলে আপনি কখনো ই উপরে উঠতে পারবেন কখনোই ভালো চাকরি বা ভালো পোস্টে যেতে পারবেন না অবশ্যই আপনাকে প্রথমত ডেভেলপ করতে হবে যাতে করে আপনি বেতন হলেও সেটি অভিজ্ঞতাটা অর্জন করতে পারে।
যাতে করে আপনার পরবর্তী ধাপগুলো অনেক সহজ হয়ে যাবে। আপনি অবশ্যই ভালো কিছু করতে গেলে আপনাকে স্কিন ডেভলপের উপর অবশ্যই সময় দিতে হবে এবং তা পরিচালনা করতে হবে আপনি কি করতে চাচ্ছেন তা পুরোটাই আপনার উপর নির্ভর করবে এবং আপনি কতটুকু অভিজ্ঞতা অর্জন করছে তা দিয়ে কি আপনি অবশ্যই কিছু করতে পারছেন অবশ্যই কি কোন চাকরি বা ব্যবসাতে লাভবান হতে পারছেন যদি তা না হয় তাহলে আপনাকে আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে।
Device | Name |
---|---|
Android | Realme 7i |
Camera | 64MP Quad camera |
Location | Bogura, Bangladesh 🇧🇩 |
Short by | @sabbir-raj |