আঠা যেভাবে সংগ্রহ করা হয়

in hive-120823 •  5 months ago 

আসসালামালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ নতুন এক ভিন্ন টপিক নিয়ে এসেছি যা আপনাদের কাছে তুলে ধরবো চলুন শুরু করা যাক।

pexels-photo-5871313.jpegsource

আঠা তো আমরা সকলেই চিনি বিভিন্ন কাজ এ ব্যবহার করে থাকি যেমন কিছু ভেঙ্গে গেলে তা জরা লাগাতে সাহায্য করে। আঠা বিভিন্ন ধরনের হয়ে থাকে কাঠ এর এক অংশ আরেকটি অংশ এর সাথে জরা লাগাতে ও সাহায্য। আরো রয়েছে যেমন কাগজ এ ব্যবহৃত হয় এই আঠা তারপর লোহা তেও কিন্তু আঠা ব্যবহার করা হয়।

আঠা নরমাল ও স্ট্রং ও রয়েছে নরমাল আঠা কিসে ব্যবহার করা হয় তা তো অবশ্যই অনুমান করতে পারছেন যেমন কাগজ। স্ট্রং আঠা কিসে ব্যবহার হয় তা হচ্ছে কাঠ,প্লাস্টিক, এমন আর ও কিছু আসবাবপত্র এ ব্যবহার হয়। কিন্তু এই আঠা কিভাবে তৈরি হয় তা কি আমরা জানি? কখনো ও ভেবে দেখেছি অনেকেই ভাবি আবার অনেকের মনে কখনো ও প্রশ্নই জেগে উঠেনি।

pexels-photo-4465831.jpegsource

আঠা মূলতো ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে তৈরি হয় এক এক আঠার প্রক্রিয়া এক এক রকম ভাবে তৈরি হয়। আমরা মূলত এইটুকু অবশ্যই জানি যে গাছ থেকে আঠা বের হয় সেখান থেকে ও আঠা সংগ্রহ করা হয়।
তবে কোন গাছ থেকে আঠা পাওয়া যায় তা অনেকেই উত্তর খুঁজতে গিয়ে আটকে যাবে। গাছ থেকে যে আঠা সংগ্রহ করা হয় সেই আঠার নাম মূলত গাম আঠা। আঠার ভিন্ন ভিন্ন নাম রয়েছে এর জাত আলাদা ও বলতে পারেন কারন ভিন্ন ভিন্ন আঠা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং সেই আঠা গুলোর গুন ও ভিন্ন ধরনের।

pexels-photo-5963065.jpegsource

আঠার বিভিন্ন নাম: যেমন জেলাটিন আঠা, গাম আঠা, সায়ানোক্রাইলেট আঠা, এরপর রয়েছে পলিমার আঠা।
দেখেছেন কি ভিন্ন ধরনের নাম গাম আঠা কি তা তো আমরা জানলাম এরপর আসি জেলাটিন আঠা। জেলাটিন আঠা মূলতো প্রাণিজ উৎস থেকে তৈরি হয় যেমন গরুর হাড় ও চামড়া থেকে।

pexels-photo-6496467.jpegsource

পিভিসি আঠা মূলতো পলিভিনাইল ক্লোরাইড থেকে তৈরি করা হয় যা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। সায়ানোক্রাইলেট আঠা সাধারনত এই আঠা আরেক নাম রয়েছে যা আমরা সকলেই চিনি সুপার গ্লু এই আঠা রাসায়নিক যৌগ দিয়ে তৈরি। গাছ থেকে যে আঠা সংগ্রহ করা হয় সেই গাছ এর নাম হচ্ছে পাইন গাছ এই গাছের রজন নামক অংশ থেকে বের করা হয় আঠা যার নাম গাম আঠা।

free-photo-of-a-wooden-table-with-various-tools-and-bottles.jpegsource

জেলাটিন আঠা প্রাণির উৎস থেকে জেলাটিন উৎপাদন করে তা আবার গরম করে পানি মিশিয়ে তৈরি করা হয়। আমরা আরেকটি আঠাকে চিনি সেই আঠার নাম আমি এখানে বলিনি হেই আঠা মূলতো আমরা সকলেই চিনবো। পোষ্টার এ এক ধরনের আঠা ব্যবহার করা হয় এই আঠা সাধারনত আপনারা দেখেছেন যখন কোনো পোষ্টার লাগানো হয় দেয়ালে।

এটাও একটি গাম আঠা এই আঠা ভাত থেকে তৈরি করা ভাত পানির সাথে ভালোভাবে মিশিয়ে তৈরি করা হয় এই আঠা। এই আঠা খুবই ভালো কার্যকরি। এর আগে বলেছি যে লোহা তে এক ধরনে আঠা ব্যবহার করা হয় যা লোহা একে অপরের সাথে জোড়া লাগাতে সাহায্য করে। সেই আঠা হচ্ছে সায়ানোক্রাইলেট আঠা এই আঠা বাকি আঠাদের থেকে খুবই শক্তিশালী। ধন্যবাদ এই ছিলো আমার টপিক আশা করি ভালো লাগবে আপনাদের।

TQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আঠা দিয়ে আমরা অনেক কাজ করে থাকি, বিশেষ করে কোন কিছু ভেঙে গেলে বা ছিড়ে গেলে আঠা দ্বারা সেটা লাগিয়ে দেই, আপনার আটা সংগ্রহের পদ্ধতি পোস্ট দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বিভিন্ন প্রায় আঠা সংগ্রহ করা যায়। আপনার দেখানো প্রক্রিয়া গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আপনার লেখা পড়ে বুঝতে পারলাম পৃথিবীতে অনেক রকমের আঠা রয়েছে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।