ব্লাড ডোনেশন (রক্তদান)

in hive-120823 •  last month 

আসলামু আলাইকুম আজ ও চলে আসলাম আপনাদের কাছে নতুন এক গল্প নিয়ে আমি আশা করছি জানা অজানা সব কিছুই বুঝতে পারবেন।

pexels-photo-13387055.jpegsource

আমাদের দৈনন্দিন জীবনে কখন কিভাবে বিপদ আসে তা আমরা সঠিক নিজেও জানি না কখন বিপদ হবে তা এক আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আজ কথা বলছি ব্লাড ডোনেশন বা রক্তদান নিয়ে যেটি আমাদের শরীরের একটি বিশেষ অংশ বলা যেতে পারে। মানবদেহের শরীরের প্রত্যেক পার্টই হচ্ছে জরুরি । মানবদেহের ধারন ক্ষমতা ও ঠিক তেমনি রয়েছে অনেক বেশি। আমাদের অনেক সময় ব্লাড এর প্রয়োজন হয়।

ব্লাড এর প্রয়োজন প্রতিদিন কারো না কারো লাগেই। তো জরুরী ভিত্তিতে ব্লাড পাওয়া খুবই মুশকিল হয়ে পরে এই জন্য এখন বর্তমান এ ব্লাড ডোনেশন এর গ্রুপ করা হয়েছে। যেখানে যার যার প্রয়োজন সেখানে ইনফর্ম করতে পারবে। ব্লাড ডোনেট করা সত্যিই অনেক অন্যের জন্য উপকার। কারন যখন আপনি এক জরুরী রোগীর জন্য রক্ত দান করার জন্য প্রস্তুত থাকেন সেই সময় এক মাত্র রোগীর কাছের মানুষ গুলোই বুঝতে পারে যে আপনি কি পরিমান তাদের উপকার করেছেন।

pexels-photo-1164531 (1).jpegsource

এতে করে আপনার ও অনেক উপকার হবে শরীরের জন্য ও অনেক ভালো কারন হচ্ছে শরীরের থাকা রক্ত পরিবর্তন যখন ডোনেট করবেন তখন আপনার শরীরে ধীরে ধীরে নতুন রক্ত সৃষ্টি হবে যার ফলে রক্তের যে আয়রন রয়েছে তা কমাতে সাহায্য করবে এবং হৃদরোগ এর ঝুঁকি কমাতে সাহায্য করবে।

রক্ত দান করলে মনের শান্তি বা মানসিক শান্তি পাওয়া যায় যেটি মানসিক শান্তির জন্য খুবই উপকার। রক্তদান করলে শরীরের নতুন রক্ত বৃদ্ধি পায় এর ফলে শরীরে নতুন কোষ উৎপাদন হয় যা আপনার শরীরকে আরো সতেজ করে তোলে। রক্তদান করা একটি শুধু মহৎ কাজই না একটি জীবন ও বেঁচে যেতে পারে আপনার জন্য। আর শুধু এই টুকুই না মানবতার প্রতি আপনার এককি দায়িত্বশীলতা গ্রহণ করে যা আপনি সেই সময় অনুভব করতে পারবেন।

pexels-photo-12820063.jpegsource

দূর্ঘটনা বা অপারেশন কিংবা অসুখের কারনে হাজার হাজার মানুষের এই রক্তের প্রয়োজন হয় আপনার এই রক্তদান সেই অভাব টা পূরন করে দেয়। প্রতিবছর এই রক্তের অভাবে হাজার হাজার মানুষ এর মৃতু হয়। আর যখন আপনি ও আপনারা সেই রোগির জন্য রক্ত দান করার জন্য প্রস্তুত হন তখন তাদের জন্য জীবনদায়ী হয়ে উঠেন। রক্তদান এর ক্ষেত্রে কয়েকটি উপকার রয়েছে তা অবশ্যই আমাদের জেনে নেওয়া ভালো তা হচ্ছে।

জীবন রক্ষা, স্বাস্থ্যের উন্নতি, নতুন কোষ এর সৃষ্টি আর হচ্ছে মানসিক তৃপ্তি ও স্বাস্থ্য পরীক্ষা। এই কয়েকটি রক্তদান এর সাথে রয়েছে জড়িত। জীবন রক্ষা তো বুঝতেই পারছেন মূলত এটিই কাজ রক্তদান করলে আপনার জন্য অন্যের জীবন বেঁচে যাবে। আপনি যদি রক্তদান করেন তাহলে আপনার শরীরে নতুন রক্তের আগমন ঘটবে এর সাথে শরীর সুস্থ ও মন ভালো থাকবে।

TQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

রক্ত ছাড়া মানবদেহ অচল। রক্ত ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। তবে বিভিন্ন কারনে আমাদের শরীরে রক্তের ঘাটতি দেখা দেয়। সেটা হতে পারে দুর্ঘটনায় পড়লে বা কোনো অসুখের কারনে শরীরে রক্তের স্বল্পতা দেখা দেয় তখন আমাদের অন্যের কাছ থেকে রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে। রক্তদান সত্যি অনেক মহান একটা কাজ। এই মহান কাজটা জীবনে একবার করেছি। একজনের অপারেশনের সময় রক্তের প্রয়োজন হচ্ছিলো এবং তখন তাকে রক্ত দিয়েছিলাম। প্রথম প্রথম খুব ভয় লাগছিলো তবে পরে ঠিক হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

রক্তদানের উপকারিতা নিয়ে এত সুন্দরভাবে লিখেছেন, সত্যিই খুব ভালো লাগলো। রক্তদান একদিকে যেমন জীবন বাঁচায়, তেমনি এটি দাতার শরীর ও মনকেও সুস্থ রাখে—এটি সত্যিই একটি মহৎ কাজ। রক্তদানের মাধ্যমে শরীরে নতুন কোষ উৎপাদন হওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই তথ্য অনেকের জন্য প্রেরণাদায়ক হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই মহৎ কাজে অংশ নেওয়ার তাওফিক দিন এবং মানবতার প্রতি দায়িত্ব পালন করার সুযোগ দিন।