পিরামিড এর জানা অজানা রহস্য (পার্ট-১)

in hive-120823 •  last year  (edited)

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে পিরামিড নিয়ে কথা বলবো আশা করি সবারই ভালো লাগবে।

sand-desert-statue-pyramid.jpgsource

পিরামিড দেখলে আমাদের মনে অনেক প্রশ্ন জেগে ওঠে আমরা তখন অনেক কিছু নিয়ে ভাবি। হয়তো এমন টাও হয় বা ভাবি যে পিরামিড কিভাবে তৈরি হলো এবং তাদের মাথায় এতো বুদ্ধি কিভাবে আসলো। এই সব আমাদের মাথায় অবশ্যই আসবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে পিরামিড তৈরি হয়েছে চুনাপাথর দিয়ে। পিরামিড তৈরির জন্য তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।

বলা যায় যে, পিরামিড এর মধ্যে যখন টাটকা খাবার রাখা হতো তখন নাকি অনেকদিন যাবদ তা সতেজ থাকে এবং সংরক্ষিত রাখে। এমন হওয়ার কারন ভিতরে গেলে তা বুঝা যায় না এই জন্য এই বিষয় টা সবার কাছে অদ্ভুত মনে হয়। তাই এই বিষয় টা নিয়ে অনেকেই দা এইবি করেন যে পিরামিড এর ভিতরে এমন কিছু শক্তি নিহিত আছে যার জন্য এমন টা হয়ে থাকে। পিরামিড এর গঠন বা নির্মিত এর মধ্যে এর অনেক কথা অনেক রহস্য বা কাহিনী লুকিয়ে আছে ।

pexels-photo-3290068.jpegsource

পিরামিড এর ছবি দেখে আপনি খেয়াল করে দেখতে পাবেন যে পিরামিড এর যেসব কোণ রয়েছে তা চারিদিক থেকে নির্দিষ্ট করা এবং তার মান হচ্ছে ৫১ ডিগ্রি। পিরামিড তৈরির পিছনে যেহেতু অনেক রহস্য আছে তার মধ্যে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে পিরামিড অনেক শক্তিশালী এবং শক্তি নিহিত। কারন পিরামিড এনার্জি বা মহাজাগতিক যে রশ্মি রয়েছে তা শোষণ করার ক্ষমতা রাখে।

আপনারা খেয়াল করে দেখবেন যখন খাবার আমরা ফ্রিজে রাখি তখন খাবার সতেজ থাকে কিন্তু তার ফলে গুনমান কমে যায় বা স্বাদ এর মান টাও কমে যায়। টাটকা খাবার এর স্বাদ আমরা হয়তো পাইনা। কিন্তু পিরামিড এর মধ্যে যেসব খাদ্য রাখা হয় সেই সব খাদ্য বাহিরের পরিবেশের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি সতেজ থাকে। আর পরীক্ষা করেও দেখা গিয়েছে যে খাবার এর প্রটিন আগের তুলনায় বেশি থাকে এবং স্বাদ ও বেশি পাওয়া যায়।

pexels-photo-262780.jpegsource

কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে পিরামিড এর রহস্য কি অলৌকিক শক্তি নাকি অন্য কিছু। এই পিরামিড সেই সময় কালে সত্যিই মানুষ দের দীর্ঘদিন বেঁচে রাখতো সতিই এইটা অবিশ্বাস্য। কারন পিরামিড এর ভিতরে পরীক্ষা করে দেখা গিয়েছে যে এক ধরনের সামুদ্রিক চিংড়ি মাছ রেখে দেওয়া হয় যে সেই চিংড়ি মাছ কতদিন বেঁচে থাকতে পারে। সাধারণত সামুদ্রিক চিংড়ি মাছ ছয় থেকে সাত সপ্তাহের বেশি বেঁচে থাকতে পারে না।

pexels-photo-1446243.jpegsource

আর সেই চিংড়ি মাছ পিরামিড এর ভিতরে এক বছরের ও বেশি সময় ধরে বেঁচে থাকতে পেরেছিলো। আর এই ছাড়াও আরো কিছু লক্ষ করা যায় যে চিংড়ি মাছ গুলো তাদের স্বাভাবিক আকার এর চেয়ে তিনগুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এই সব দেখার পর পিরামিড এ তখন মানুষের উপর ও পরীক্ষা করা হয়ে থাকে।

আজকে এই পর্যন্তই আশা করি সবাইকে ভালো লাগবে পিরামিড নিয়ে আমি আর ও গল্প করবো আলোচনা করব সাথে থাকুন ধন্যবাদ।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আজকে আপনার পোস্ট পড়ার মাধ্যমে পিরামিড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আপনি লিখেছেন আমরা যখন খাবার ফ্রিজে রাখি, তখন তার গুণগত মান নষ্ট হয়ে যায়। কিন্তু পিরামিডের মধ্যে যে খাবার রাখা হয়, তার গুণগতমান সঠিক থাকে, এটা একটা অদ্ভুত বিষয়।

পিরামিড সম্পর্কে এত তথ্যবহুল একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি অনেক কিছু জানতে পারলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি আপনি খুব মনোযোগ দিয়ে পড়েছেন ।

পিরামিড সম্পর্কে আমার আগে কোন ধারনাই ছিল না আজকে আপনার পোষ্টের মাধ্যমে আমি এই সম্পর্কে বেশি ধারণা পেলাম।।। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এর ভিতরে যদি কোন সবজি রাখা হয় তাহলে সেটা বেশ কিছুদিন সতেজ থাকে।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

ভালো থাকবেন ভাইয়া।।