বন্ধুরা দেখতে দেখতে ২০২৪ সালের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আর কয়েকটা দিন পরেই আমরা নতুন বছরের দেখা পাব। একটি বছর কিভাবে অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না। সময় কত দ্রুত পার হয়ে যাচ্ছে যেটা ২০২৪ সালে দিকে তাকালেই বুঝতে পারি। মনে হচ্ছে কয়েকদিন আগেই ২০২৪ সাল এসেছে আর এখনই সেই ২৪ সাল আমাদের মাঝখান থেকে বিদায় নিবে।
২০২৪ সালে জীবনের অনেক স্মৃতিময় সময় অতিবাহিত হয়েছে আর সেগুলো আর কখনো ফিরে পাবো না। এছাড়াও ২৪ সালে অনেক আপন মানুষ হারিয়েছি আবার জীবনের অনেক সিদ্ধান্ত ভুল নিয়েছি সবকিছু মিলিয়ে ২৪ সাল পার করে ২৫ শে পা রাখবো। আর ২৪ সাল থেকে শিক্ষা নিয়ে ২৫ সাল যেন সুন্দর ও ভালোভাবে কাটাতে পারি এই প্রত্যাশাই করি।
যাই হোক ব্যস্ততার মধ্যে থেকেও আরও একটা দিন অতিবাহিত করলাম। ঘুম থেকে সাধারণত একটু দেরি করে ওটা হয় তার ওপর এখন শীতের সময় তাই উঠতে একদম ইচ্ছে করে না। ৯টার দিকে ঘুম থেকে উঠি, আর বাইরে যেয়ে দেখি আমাদের একটা জমির ধান নিয়ে এসেছে। আর বাবা বলতেছিল ধানগুলো পালা দিতে হবে। পরে আমি সকালের খাবার খেয়ে সেই ধানগুলো পালা দিতে থাকি।
বেশ কিছু সময় ধানের কাজ করার পর বাসার অন্যান্য কিছু কাজ ছিল সেগুলো করি। বর্তমানে দিন অনেক ছোট, মুহূর্তের মধ্যে একটি দিন পার হয়ে যায়। বাসার আরো কিছু কাজ করার পর রুমে এসে কিছু সময় শুয়ে থাকে ফোন ব্যবহার করতে থাকি। কিছু সময় পরেই দুপুর হয়ে যায় তাই দেরি না করে গোসল করে সেই সাথে খাওয়া-দাওয়া করে রুমে এসে শুয়ে থাকি।
ভেবেছিলাম ঘুমাবো কিন্তু বাসায় আরো কিছু কাজ ছিল সেই সাথে গরু গুলোকে খাবার দিতে হবে তাই শুয়ে না থেকে উঠে সেই কাজগুলো করি। সেই সাথে বাসায় কিছু ছাগল আছে সেগুলো কে পাতা পেরে দেই। তারপর একটু বাসা থেকে বাইরে হাঁটাহাঁটি করার জন্য যায়। আর হ্যাঁ কয়েকদিনের মধ্যেই বাসার ধানের কাজ কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে তখন কিছুটা ফ্রি থাকবো কিন্তু তারপরও ভুট্টা রোপণ করার কাজ থাকবে।
যাইহোক কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করার পর একটু বাজারেও যায় অনেকদিন হয় বাজারে যাওয়া হয় না। তাই ভাবলাম একটু বাজারে যাই পরে বাজারে যেয়ে গরম গরম সিঙ্গারা খেয়ে বাসায় চলে আসি আর শুয়ে থেকে ফোনের কিছু কাজ ছিল সেগুলো করতে থাকি। একটু বেশি ব্যস্ত থাকার জন্য নিয়মিত পোস্ট করতে পারছি না অনেকদিন পর গতকালকে একটা পোস্ট লিখেছি। চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে আবারো পোস্ট করার।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক ২০২৪ সালটা কিভাবে কেটে গেল সেটা আমিও একদমই বুঝতে পারলাম না। প্রত্যেক বছরই মানুষের কিছু না কিছু স্মৃতি জড়িয়েই থাকে। যাই হোক আর কিছুদিন পর নতুন বছরে সূচনা হবে। আশা করব নতুন বছর সকলেরই খুব ভালো কাটবে। এখন যেহেতু শীতকাল তাই সকলেরই মন থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আপনি ঘুম থেকে ওঠার পরে ধানগুলো পালা দিয়েছেন। আপনার সারাদিনের কাজকর্ম গুলি পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সঠিক বলেছেন একটা বছর কতটা দ্রুত পার হয়ে গেল বুঝতেই পারলাম না কিন্তু সময় অতিবাহিত হলেও কিছু কিছু স্মৃতি যেন স্মরণীয় হয়ে থাকে।। ধন্যবাদ দিদি এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় ২০২৪ সালের বেশি অংশ কেটেছে বিটিসি সহ অন্যান্য কয়েন ওঠেনামা দেখতে দেখতেই অনেকটাই ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মত নেই জীবন পার হয়ে গিয়েছে নতুন বছরের আনাগোনা শুরু হচ্ছে নতুন বছরকে কিভাবে পার করবে মানুষ সেটাই পরিকল্পনা চলছে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থিতনা করার জন্য ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit