Better Life with Steem|| The Diary Game||04 June 2024

in hive-120823 •  4 months ago 
Picsart_24-06-05_19-05-30-998.jpg

বর্তমান সময়ে সকাল থেকেই ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর হ্যাঁ সারাদিন ভালোভাবে গেলেও রাত হলেই নেমে আসে বাতাস সাথে বৃষ্টি এতে করে অনেক সমস্যা হচ্ছে। রাতে বৃষ্টি হওয়ার ফলে সকালে উঠতে একটু দেরি হয়, গতকালকে ঘুম থেকে উঠেছিলাম ৯ঃ০০ টার পর। আর ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কিছু সময় বসে ছিলাম তারপরে দেখতে পাই রোদ উঠে গেছে।

IMG_20240604_174934.jpg

গতকালকে অনেকগুলো ভুট্টা ভাংগানো হয়েছে প্রায় ৫০ বস্তা। আর এই বস্তা গুলো একদিন জমিতে ছিল, গাড়ি না থাকায় আনতে পারি নাই এতে করে সব ভোটটা প্রায় বিজে গেছে। তাই এই ভুট্টা গুলো ভাঙ্গানো অনেক জরুরী পরে রোদের দেখা পেয়ে সবগুলোই ভেঙ্গে নেই।

IMG_20240604_175049.jpg

আর একসাথে এতগুলো ভুট্টা ভাঙ্গাতে বেশ কষ্টই হয়েছে। আর কষ্ট হলেও কিছু করার নেই যেহেতু ফসল রোপন করেছি আর কাজ করতেই হবে। যাই হোক পরে কাজ করার পর কিছু সময় রুমে বসে থেকে রেস্ট নেই। তারপরে সকল ভুট্টাগুলো ভালোভাবে ছড়িয়ে দেই। প্রতিবছরই এই সময়ে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয় ভুট্টার কাজ নিয়ে।

IMG_20240604_174919.jpg

যাইহোক কিছু সময় পরেই দুপুর হয়ে যায়, তাই প্রতিদিনের মতো দুপুরে গোসল করে নেই। আর গোসল করা হলে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি। আর রুমে এসে বেশ কিছু সময় ফোন ব্যবহার করি আর তার একটু পরেই ঘুমিয়ে যায়।

IMG_20240604_174857.jpg

আর হ্যাঁ সামনে আমাদের ঈদুল আযহা মানে কোরবানির ঈদ, আর এই ঈদে মার্কেট খুবই কম করা হয়। ভাবছিলাম মার্কেট যাব কিন্তু ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না। যাইহোক পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে ছিলাম আর পরে ভাবলাম চুল বড় হয়ে গেছে তাহলে নাপিতের কাছে যায়। যেহেতু ঈদের আগে গেলে ভীর থাকবে তাই অলসতা না করে চলে গেলাম নাপিতের দোকানে। আর যেয়ে দেখি নাপিত একটু ব্যস্ত। পরে বেশ কিছুসময় বসে থাকার পর আমার সিরিয়াল চলে আসে। পরে চুল ছোট করার পর নাপিতকে ৭০ টাকা দেই। আগের চুল কাটা মাত্র ২০ টাকা ছিল আর এখন ৭০ টাকা দিতে হয়। দিন দিন সবকিছুর দাম শুধু বেড়েই চলছে আর ঈদের আগে গেলে ১০০ টাকার বেশি নেই।

IMG_20240604_174759.jpg

পরে সেখান থেকে বের হয়ে একটা ফলের দোকানে যাই, বোন বলেছিল আঙ্গুর ফল নিতে। আর পরে দোকানি কে যেয়ে বলি আঙ্গুর ফলের মূল্য কত সে বলে প্রতি কেজি ৪০০ টাকা করে। পরে আমি তাকে বললাম আমাকে ১০০ টাকার দেন। পরে আঙ্গুর ফল নিয়ে বাসায় চলে আসি আর বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে থাকে বোনের সাথে গল্প করি‌। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বর্তমানে ভাই আমাদের এদিকেও প্রতিদিন রাতে বৃষ্টি হচ্ছে। আবার সকাল হলে একটু হালকা রোদ উঠে। বৃষ্টি হওয়ার কারণে আপনার ভুট্টা গুলো সব ভিজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু রোদের দেখা পেয়েছেন। তাই দেরি না করে সবগুলো ভুট্টা শুকাতে দিয়েছেন। বর্তমানে এই সময়ে আপনাদের রোদের অনেক বেশি প্রয়োজন।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

অনেকটা আমাদের এখানেও একই অবস্থা রাতে বৃষ্টি হলেও দিনে একটু রোদ ওঠে আর এই জন্য অনেকের উপকার হচ্ছে আবার ক্ষতি। ‌ আর হ্যাঁ অত্যাধিক পরিমাণ রোদের প্রয়োজন হয় যেহেতু সামনে ঈদ।।

ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

শেষমেশ ভুট্টাগুলো বাড়িতে আনতে পেরেছেন। অনেক বস্তা ভুট্টা হয়েছে তো। যেহেতু অনেক বস্তা ভুট্টা তাই ভাঙ্গাতে কষ্ট তো হবেই। বছরের কিছু কিছু সময় কৃষি কাজের চাপ থাকে একটা নির্দিষ্ট সময়ে।আপনাদের এই সময় ভুট্টার কাজের চাপ থাকে। আপনি আঙ্গুর কিনেছিলেন আজকে। আঙ্গুর ফল খেতে আমারও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

জি ভাই আর এখনো কিছু ভুট্টা জমিতে রয়েছে সেগুলো আনতে হবে আর হ্যাঁ বছরে একটা সময় ভুট্টার কাজ অনেক বেশি করতে হয়।। শুনে ভালো লাগলো আঙ্গুর ফল আপনার অনেক পছন্দ।।

ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন সবসময়।।

কোরবানি ঈদে অনেকটাই শখের ছায়া থাকে আমাদের মনে তাইতো কোরবানি ঈদে মানুষের শপিং করার তেমন কোন তড়িঘড়ি দেখি না।

ঈদ মানে খুশি আনন্দ আর এই আনন্দের মাঝে রয়েছে অনেক বড় আত্মত্যাগ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে খুব ভালোভাবে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

একদমই ভাই কুরবানীর ঈদে মানুষের কেনাকাটা তেমন আগ্রহ থাকে না প্রতিটা মানুষের আগ্রহ সে কুরবানী দিবেন এমন পশু এদিকে।। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের দিনে আমরা সকলেই একত্রিত থাকায় আনন্দের কিছু মুহূর্ত পার করি।।

এখন আবহাওয়াটা এরকমই। এই গরম তো এই বৃষ্টি। অবশ্য রাতে বৃষ্টি হলে ঘুমটা ভালো হয়। বৃষ্টির কারণে আপনার সব ভূট্রা ভিজে গিয়েছিলো। তাই রোদ পেয়ে ভুট্রা গুলো ভাঙ্গিয়ে নিয়ে ভালো করেছেন।
শুধু নাপিত না ভাই সবকিছুর দামই আকাশ ছোঁয়া। যেসব জিনিসের দাম কমার কথা সিণ্ডিকেটের জন্য সেগুলোও বেড়ে যায়। আর ঈদের সময় তো কথাই নেই। অন্যদেশে উৎসবের সময় সব কিছুর দাম কমে। অন্যদিকে বাংলাদেশে তার উল্টো।
ধন্যবাদ আপনার দিনলিপি শেয়ার করার জন্য।

রাতে বৃষ্টি হলে ভালোই লাগে যদি দিনের বেলায় কোন কাজ না থাকে।। এটা একদম সঠিক বলেছেন বর্তমান সময়ে সব কিছু দামি আকাশ ছোঁয়া।। বাংলাদেশ এমনই কোন জিনিসের দাম কমতে চায় না শুধু উদ্যগতির দিকেই থাকে।।

আলহামদুলিল্লাহ আপনাদের ভুট্টা ফলন দেখছি বেশ ভালো হয়েছে। আশা করি এবার আপনারা ভুট্টা বিক্রি করে বেশ লাভবান হবেন। আপনার পোস্ট পরিদর্শন করে জানতে পারলাম। ভুট্টা ভিজে গেলে ভালোভাবে না শুকালে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা তো দেখা যায় একেবারে ধানের মত। আপনারা তাও বড় আপনাদের ৭০ টাকা নেয়। কিন্তু আমার ছেলেদের চুল কাটাতে গেলে একটা মাথায় তারা ৬০ টাকা করে দাবি করে। আর দিন দিন বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। সাদা আঙ্গুর কিছুদিন আগেও ছিল ৩৫০ টাকা কিন্তু এখন 400 টাকা। বর্তমান সময়ে মানুষ ফল কিভাবে খাবে সেটা নিয়েও মাঝে মাঝে টেনশন হয়। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

আলহামদুলিল্লাহ এবার ভুট্টা বিক্রি করে বেশি লাভবান হব বোঝা যায়।। আপনাদের ওখানে তাহলে চুল কাটার জন্য টাকার পরিমাণ একটু বেশি নেয়।। যে আপু বর্তমান সময়ে ফলের অত্যাধিক দাম আর এই পরিমাণ দামের জন্য অনেকেই কিনে খেতে পারে না।।

পরিশ্রম করলে তার ফলাফল ভালো হয়। এটা আমি বিশ্বাস করি। আপনারা যে পরিমাণে ভুট্টা চাষ করা থেকে শুরু করে, সেটা বাড়ি নিয়ে আসা পর্যন্ত পরিশ্রম করছেন। তা বিক্রি করে তার ফলাফলটা আপনারা পাবেন। আমার মনে হয় আমাদের এখানেই সব সময় চুল কাটার দাম অনেক বেশি নিয়ে থাকে। একদম ঠিক বলেছেন ফল থেকে শুরু করে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। সাধারণ মানুষের জীবন যাপন একেবারেই কঠিন হয়ে পড়েছে।

পরিশ্রম কখনো বিফলে যায় না,, দীর্ঘ তিন মাস পরিশ্রম করার পর এখন ফসল ঘরে উঠানোর সময় হচ্ছে।। আর পরিশ্রম করার পর তার ফল পেলে অনেক বেশি ভালো লাগে।।

যে মানুষটা পরিশ্রম করে তার উপর আল্লাহতালা নিজে খুশি হয়ে যায়। আর পরিশ্রম করার পরেই কিন্তু মানুষ জীবনে সফলতা অর্জন করে। আপনারা দীর্ঘ ৩ মাস এই ফসল উৎপাদন করার ক্ষেত্রে ব্যয় করেছেন। এখন তার ফল ভোগ এটাই স্বাভাবিক। আশা করি পরবর্তী সময়ে আরো বেশি ফলন এবং আরো বেশি লাভবান হবেন।

এটা একদম সঠিক বলেছেন যে মানুষ পরিশ্রম করে তাকে সৃষ্টিকর্তাও পছন্দ করে থাকে।। আমরা অনেক মানুষকে দেখি তারা পরিশ্রম করে না সব সময় অলসতা করে আর এই মানুষগুলোই সবসময় বিপদের মধ্যে থাকে আর বলে সৃষ্টিকর্তা আমার কপালে খারাপ রেখেছে।।