Better Life with Steem|| The Diary Game||07 December 2024

in hive-120823 •  3 months ago 

বন্ধুরা যতদিন যাচ্ছে শীতের তাপমাত্রা তত বৃদ্ধি পাচ্ছে আজ দুদিন হয় অনেক বেশি ঠান্ডা পড়েছে সকাল মুহূর্তে কুয়াশায় ভরে যায়। আর সকাল মুহূর্তে প্রতিটি মানুষ একটু রোদের ছোঁয়া পেতে চায়। একটু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদের দেখা মেলে কিন্তু রোদের তাপমাত্রা নেই বললেই চলে। শীতের দিনে শীত করবে এটাই স্বাভাবিক আর যত শীত পড়বে তত শীতের ইমেজ বোঝা যাবে।

Picsart_24-12-08_18-43-01-988.jpg

যাইহোক যেহেতু শীত পড়েছে তাই সকালে উঠতে একদম ইচ্ছা করে না, মা সকাল সকাল ডাকতে ছিল একটু সাড়া দিয়ে আবারও নেপের নিচে। এইভাবে করতে করতে প্রায় ৯:৩০ টার পর ঘুম থেকে উঠি। আর ওটার পর প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে একটু বাইরে বের হই আর রোদকে উপভোগ করতে থাকি।

IMG_20241207_133300.jpg

বসে বসে মোবাইল টিপতে ছিলাম আর এমন সময় আমার একটা ভাতিজি আমার কাছে এসে বসে। বর্তমান সময়ের ছোট বাচ্চাগুলো কম বয়সেই অনেক কথা বলতে পারে, আর তাদের কথা শুনে মনে হয় তাদেরকে যেন কথা শেখানো হয়েছে। আমার এই ভাতিজি টা অনেক কথা বলে কথা শুনলে মনে হয় অনেক বড় হয়ে গেছে। আমি বেশ কিছু সময় তার সাথে দুষ্টামি করতে থাকি সে অনেক দুষ্ট আর অনেক মিষ্টি। তার নাম হলো মনিরা কিন্তু সবাই তাকে পরী বলে ডাকে।

IMG_20241207_172318.jpg

কিছু সময় রোদ পোহানোর পর বাসায় চলে আসি, আমাদের ধান এখনো জমিতে রয়েছে অতিরিক্ত শীত পড়ায় বাসায় নিয়ে আসতেছে না রোদের দেখা মিললেই বাসায় নিয়ে আসবে।আর হ্যাঁ যে জমিগুলোর ধান বাসায় নিয়ে আসা হয়েছিল সেই জমিগুলো সব চাষ শুরু করে দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যেই ভুট্টা রোপন করার কাজ চলবে। আর হ্যাঁ শীতের দিনে দুপুরের আগেই গোসল করতে ভালো লাগে কারণ দুপুরের পরেই যেন ঠান্ডা পড়ে যায়। তাই একটু তাড়াতাড়ি গোসল টা করেই নেই আর রুমে চলে আসি।

IMG_20241207_133755.jpg

বর্তমানে কয়েকদিন হয় বাসায় তেমন কাজ নেই, তাই বাসায় থাকা হয় আর টুকটাক কাজ করা হয়। রুমে আসার পর শুয়ে থেকে কিছু সময় ফোন দেখি তারপরে দুপুরের খাবার খেয়ে নেই। আর খাবার খাওয়ার পর রুমে এসে কিছু সময় অনলাইনে কাজ করি তারপরে একটু ঘুমিয়ে যায়।

IMG_20241207_133345.jpg

বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে গরুগুলোকে খেতে দেই আর যেন বিকাল হওয়ার সাথে সাথে শীত পড়া শুরু হয়ে গেছে। তাই শীতের পোশাক পরে বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করে রুমে চলে আসি। আর হ্যাঁ বর্তমান সময়ে পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছি অনেকদিন হয় পড়াশোনা থেকে বাইরে আছি। যাই হোক রুমে এসে বসে ছিলাম পরে দেখি মা নুডুলস এনে দিল পরে নুডুলস টা খেয়ে একটু পড়তে বসি। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post was upvoted by @supportive.

Loading...

আপনার ভাতিজি দেখতে বেশ মিষ্টি,, একদম ঠিক কথা বলেছেন ছোট বাচ্চা তো পাকা পাকা কথা বলে মনে হয় যেন বড় মানুষ বলতেছে,,,
আপনার মা নুডুলস এনে দিচ্ছে খেতে আপনার মায়ের হাতে নুডলস টা দেখতে কিন্তু বেশ ভালই লোভনীয় লাগছে, কারণ আমি এরকম নুডুলস খেতে পছন্দ করি বেশি মসলাযুক্ত নুডুলস আমি খেতে পারি না।। আর তাছাড়া এটা বেশ স্বাস্থ্যসম্মত,,,, ধন্যবাদ খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।।।

বর্তমানে সময়ের আধুনিক যুগের ডিজিটাল বাচ্চাদের কথা আর বলবেন না, এরা এত অল্প বয়সে এত পাকা পাকা কথা বলে যে শুনলে অবাক হয়ে যাই। এদের বয়সে আমার এত কথা জানতাম না। তবে এদের কথা শুনতে বেশ ভালোই লাগে।

বিকালে গরুকে খেতে দিয়েছিলেন এবং নুডুলস খেয়েছিলেন। নুডুলস আমার ভীষণ প্রিয়। ভালো থাকবেন।

  • আজকাল বাচ্চাদের কথা শুনলে মনে হয় যেন তাদেরকে কেউ শিখিয়ে দিয়েছে। এতো সুন্দরভাবে প্রতিটি কথার উত্তর ওদের জানা থাকে যে, মাঝে মধ্যে অবাক হয়ে শুনতে হয়। আমার ননদের ছেলেকে দেখলে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি।কি সুন্দর গুছিয়ে কথা বলে। আমার বিশ্বাস আপনার ভাতিজিও ঠিক তেমনটাই কথা বলে।

  • শীতের আমেজ আমাদের এদিকেও পড়তে শুরু করেছে। গতকাল থেকে মোটামুটি ঝাঁকিয়ে ঠান্ডা পড়ছে। আজ আবার বিকেলের দিকে হালকা বৃষ্টি হওয়াত, তাপমাত্রা অনেকটাই কমে গেছে। খবরে শুনলাম আগামী দু তিন দিনে তাপমাত্রা আরো নামবে, সুতরাং শীত বাড়বে এ বিষয়ে সন্দেহ নেই।

  • পড়াশোনা এমন একটা জিনিস যেটা আমাদের করতে খুব একটা ভালো লাগে না। তার ওপরে যদি অনেকদিন চর্চার বাইরে থাকা হয়, তাহলে অনেক কষ্টে তাতে মনোনিবেশ করা সম্ভব। তবে আপনি চেষ্টা করছেন আশা করছি এটা আপনার অভ্যাস হয়ে যাবে।

  • নুডুলসটা দেখতে তো অসম্ভব লোভনীয় লাগছে। এই ঠান্ডায় রাতের ডিনার হিসেবে চামচ দিয়ে খেয়ে নিলে অন্তত হাত ধোয়ার ঝামেলা থাকবে না। তাই এখন একটু পেলে খুব একটা মন্দ হতো না। ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

মাশাল্লাহ ভাতিজা দেখতে তো অনেক কিউট। আর আপনি একদম ঠিক বলছেন এখনকার এই যুগে ছেলেপেলেরা যত দ্রুত কথা শিখতে পারে এবং বলতে পারে সেটা অবিশ্বাস্য। ঔ
অনেক ছোট ছোট বাচ্চারাপাকা পাকা কথা বলে কথা শুনতে অনেক ভালো লাগে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কিছু উপস্থাপনা করেছেন দিন লিপি পড়ে বেশ ভালই লাগলো ভালো থাকবেন।

অনেকদিন বাদে আপনার দিনালিপি পড়ছি। আপনার মনিরা ভাতিজি আসলেওই একটা পরী। খুব ই মিষ্টি চেহারা মাশাল্লাহ, এই কারণেই হয়তো সবাই ওকে পরী বলে ডাকে। শীতের সময় এই রোদ পোহানোর মজাটাই অন্য রকম, গ্রামে থাকলে এই মজাটা বেশি পাওয়া যায়।