গরম এবং কারেন্ট মনে হচ্ছে দুই ভাই কারণ যত গরমের তাপমাত্রা বাড়ছে ততো বিদ্যুতের সমস্যাও বাড়ছে। মনে হচ্ছে দুইজন বুদ্ধি করেছে, হাস্যকর মনে হলেও এরকমটাই হচ্ছে। আর এই গরমে রাতে ঘুমাতে কি যে এক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যেটা বলার মত না। সকাল মুহূর্ত বিদ্যুৎ থাকে না, গরম পড়ছে ঠিক আছে যদি বিদ্যুৎটা ঠিকঠাক মতো থাকতো তাও একটু ভালো লাগতো।
বাবার ডাকে ঘুম ভেঙেছিল, সারা রাতে তেমন ঘুমাতে পারিনি ভেবেছিলাম সকালে ঘুমাবো তখনও বিদ্যুতের সমস্যা, এদিকে বাবার ডাক, তাই দেরি না করে উঠে পড়ি। আর বাবা বলতে থাকে, পাওয়ার টিলার কে ফোন করতে মূলত বাসার পাশেই একটা জমি আছে আর প্রতিবছরই সেখানে খাস রোপন করা হয় আর এ বছরও লাগাবো। তাই আমি এক ছোট ভাইরে ফোন করি তার পাওয়ার টিলার আছে আর সে বলে নয়টার পরে আসবে।
পরে আমি প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নেই। আর রুমে এসে শুয়ে থেকে ফোন দেখতে থাকি, একটু পরেই ছোট ভাইটা ফোন করে আর বলে আসতেছে। পরে আমি রুম থেকে বের হয়ে সেই জমিতে যাই আর অনেক রোদ উঠেছিল। একটু পরেই সে চলে আসে আর আমাদের জমিটা চাষ করে দেয়। পরে আমি সেখান থেকে বাসায় চলে আসি।
আর বাসায় আসার পর ছোটখাটো কিছু কাজ ছিল সেগুলো করি। এত বেশি গরম পড়েছিল যে কাজ করতে গেলেই ঘেমে শেষ হয়ে যাচ্ছি। তাই একটু কাজ করেই রুমে চলে আসি, আর ফ্যান দিয়ে অনেকক্ষণ রেস্ট করতে থাকি। আর হ্যাঁ আজকে একটা মিলাদ রয়েছে দুপুরে, সেখানে যেতে হবে। আপনারা হয়তো আমার একটা পোস্টে দেখেছেন, আমাদের বাসার পাশেই একটা ছোট বাচ্চা মারা গেছে মূলত সেই বাচ্চার জন্যই মিলাদের আয়োজন করেছে।
তাই আমি একটু পর গোসল করে রেডি হয়ে নেই, যেহেতু বাসার পাশে তাই খুব বেশি তারা ছিল না। কিছুক্ষণ পরেই সেখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হই। আর আমাদের বাসা থেকে পাঁচ মিনিট লাগে যেতে। আর আমি যাওয়ার পর দেখি অনেকে এসেছে আবার অনেকেই আসেনি। তাই একটু বসে থেকে কয়েকটা আঙ্কেলের সাথে গল্প করতে থাকি।
একটু পরেই সবাই চলে আসে, পরে আমরা একটা ফ্লোরে বসে মিলাদের জন্য প্রস্তুত নেই আর ইতিমধ্যেই হুজুর চলে আসে। পরে আমরা ৩০ মিনিটের জন্য মিলাদ ও দোয়া করি সেই বাচ্চার জন্য। আর মিলাদ শেষ হওয়ার পরেই আমাদেরকে খেতে দেওয়া হয়। পরে আমরা খাবার খাওয়া শেষ করে তাদের সাথে কথা বলে বাসায় চলে আসি ইতিমধ্যেই তিনটা বেজে যায়।
আর বাসায় আসার পর শুয়ে থেকে একটু ফোন দেখতেই ঘুমিয়ে যাই। রাতে ঘুম কম হওয়ায় বিকালে দীর্ঘ সময় ঘুম হয়েছিল প্রায় ৫ঃ০০ টার পরে ঘুম থেকে উঠি। আর ওটার পর ফ্রেশ হয়ে বাইরে হাঁটাহাঁটি করতে থিকি পুকুর পাড় দিয়ে, আর সেখানে আমাদের একটা কলাগাছ রয়েছে দেখি কলা এসেছে। পর বাইরে কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি আর ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে যায়।
তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
জীবনটা যেন সবসময় এভাবেই সুন্কেদর কাটে যায় সে দোয়াই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোই তো বলেছেন! গরম আর বিদ্যুৎ এরা দুই ভাই ।অতিরিক্ত গরমের মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ আসা-যাওয়া করে এদের কার্যকলাপ দেখে , মনে হয় যেন এরা দুই ভাই।
কদিন যাবত আমাদের এখানেও অতিরিক্ত বিদ্যুৎ আসা-যাওয়া করছে।বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই সমস্যাগুলো হত। আওয়ামী লীগ সরকার আসার পর এই সমস্যাগুলো ছিল না ।এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে বিএনপি সরকারের পদার্পণ হচ্ছে আগের সমস্যাগুলো এখন আবার শুরু হয়ে গেছে।
আপনার দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকটা সঠিক বলেছেন আসলে বর্তমান সময়ে প্রতিটি জায়গায় বিদ্যুতের সমস্যা হতে পারে সবাই অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে। জানিনা এরকম আরো কতদিন থাকবে মনে হচ্ছে না এত সহজে এটি হবে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সকলেরই সকালবেলা খুবই সুন্দর কাটে ।বিকেলবেলা তো আমাদেরই খুবই ভালোভাবে কেটে যায়।আপনার দিনটা অনেক সুন্দর কেটেছে। আশা করি আপনার আগামী দিন আরো সুন্দর কাটবে।আপনার সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন আর আমাদের প্রতিদিন ভিন্ন ভিন্ন তবে চেষ্টা করি ভালোভাবে দিনগুলো অতিবাহিত করার।। ধন্যবাদ ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit