Better Life with Steem|| The Diary Game||10 July 2024

in hive-120823 •  7 months ago 
Picsart_24-07-11_14-55-57-498.jpg

পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে কোন না কোন একটা পরীক্ষা এসে দাঁড়ায় আর এই পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হয় আবার অনেকেই ব্যর্থতা। আর যারা উত্তীর্ণ হয় তারাই জীবনে ভালো কিছু করতে পারে আর যারা ব্যর্থ হয় তারাই হতাশার মধ্যে দিন পার করে। তাই জীবনে যে কোন পরীক্ষাতে ভয় পেলে চলবে না, যে কোন পরীক্ষায় নিজেকে সাহসিকতার প্রমাণ করতে হবে।

IMG_20240710_142046.jpg

আজ দুদিন হয় মোটামুটি রোদের দেখা পাওয়া যাচ্ছে, এতে করে অনেক সুবিধা হচ্ছে আবার অনেকের অসুবিধা। যার যেমনই হোক না কেন আমার বেশ ভালই লেগেছে অনেকদিন বৃষ্টির পর এরকম রোদ দেখে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাইরে কিছু সময় দাঁড়িয়ে ছিলাম তারপরে বাসায় এসে প্রতিদিনের মতোই সকালের খাবার খেয়ে নেই। আর খাবার খাওয়ার পর রুমে শুয়ে থেকে মোবাইল ব্যবহার করতে থাকি।

বেশ কিছু সময় মোবাইল ব্যবহার করলাম, এবং অনলাইনে বিভিন্ন জায়গায় দেখলাম তার একটু পরেই আবারো বাইরে বের হই। যেহেতু বাসায় তেমন কাজ নেই তাছাড়া পড়াশোনারও তেমন চাপ নেই তাই নিচিন্তায় দিন পার হচ্ছে। আসলে জীবন সবসময় এক ভাবে যায় না, এখন যেভাবে যাচ্ছে সারা জীবন কিন্তু এভাবে যাবে না। যত বড় হচ্ছি তত দায়িত্ব বাড়ছে আর দায়িত্ব বাড়ার সাথে সাথেই অনেক কিছু বোঝার ক্ষমতা বেড়ে যাচ্ছে। যখন ছোট ছিলাম তখন জীবন সম্পর্কে কোন ধারণাই ছিল না, আর বড় হওয়ার সাথে সাথে সব কিছু সম্পর্কেই অবগত হচ্ছি।

IMG_20240710_142204.jpg

যাইহোক বেশ কিছু সময় বাইরে থাকার পর দুপুরের অযান পড়ে যায়। পরে প্রতিদিনের মতোই গোসল করে নেই, সেই সাথে খাওয়া-দাওয়া। তারপরে একটু বাইরে হাঁটাহাঁটি করে রুমে এসে শুয়ে থাকি। আর মোবাইল ব্যবহার করতে থাকি আর মোবাইল ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়ি। রক্ত দেওয়ার পর থেকে শরীর একটু হালকা লাগতেছিল, তাই শুয়ে পড়লেই অটোমেটিক ঘুম চলে আসে।

IMG_20240710_141513.jpg

দীর্ঘ দুই ঘন্টা ঘুমানোর পর পাঁচটার পরে ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম তারপরে একটু বাইরে বের হই। আর আমাদের একটা কলা গাছে কলা এসেছে দেখে অনেক ভালো লাগলো। আর হ্যাঁ কলার মচা যেটা আছে এটা আমাদের এখানে অনেক জনপ্রিয় খাওয়ার জন্য। বিশেষ করে মেয়েদের কাছে এটা অনেক জনপ্রিয় আর আমার বোন অনেক পছন্দ করে। যখন শুটকি দিয়ে ভাজি করা হয় তখন খেতে নাকি অনেক সুস্বাদু লাগে কিন্তু আমার খুব বেশি পছন্দ না তারপরও একটু একটু খাওয়া হয়।

IMG_20240710_141547.jpg

বাহিরে অনেকটা সময় পার করার পর বাসায় চলে আসি আর বোনের সাথে কিছু সময় গল্প করি। তারপরে মা আনারস কেটে নিয়ে আসে পরে সবাই মিলে আনারস খেয়ে থাকি। আর এভাবেই আমি আমার একটি দিন অতিবাহিত করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটানা বৃষ্টি হলে বাড়ি আশেপাশের অবস্থা খাটার হয়ে যায় তখন রোদের খুব প্রয়োজন। আজ আপনাদের এখানে রোদ উঠেছে এটা বেশ আনন্দের আপনার কাছে। এটাকে আমাদের এখানেও কলার মোচা নামেই চিনি আমরা। আমার তো ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস। চিংড়ি মাছ দিয়ে কলার মোচার স্বাদই আলাদা।

জেনে ভালো লাগলো কলার মোচা আপনারা অনেক পছন্দ কিন্তু আমার খুব বেশি পছন্দ না ভাই।। এটা একদম সঠিক বলেছেন রোদ ওঠার ফলে আশেপাশের সবকিছু শুকিয়ে উঠেছে।। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ভালো থাকবেন।।

আপনি একদম ঠিক বলেছেন ভাই, জীবনের প্রতিটি পরীক্ষাতে সাহস রাখতে হবে। ভয় পেলেই পিছিয়ে পড়তে হবে। নিজেদের গাছে ফল ধরলে খুব ভালো লাগে। যেমন আপনার আপনাদের কলা গাছে কলা ধরেছে। আমিও কলার মোচা শুটকি দিয়ে খেতে পছন্দ করি। ধন্যবাদ ভাই সুন্দর একটি দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য।

শুনে ভালো লাগলো আপনি ও শুটকি দিয়ে কলার মোচা খেতে পছন্দ করে।। আর হ্যাঁ জীবনে ভয় পেলে কোন কাজেই সফলতা পাওয়া যাবে না তাই ভয়কে দূর করতে হবে।। ধন্যবাদ ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Loading...

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য। আজকে আপনার ডায়রি গেমে যতগুলো ছবি ব্যবহার করছেন সব থেকে ভালো লাগছে কলার মোছার ওই ফটোগ্রাফিটা।

আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদাই প্রত্যাশাই করি।

আপনার সবচাইতে কলার মোচ া ফটোগ্রাফিটি ভালো লেগেছে যেন আমারও ভালো লাগলো।। আসলে ফটোগ্রাফি করলেও সব ফটোগ্রাফি যেমন এর মত হবে এরকমটা না কিছু কিছু একদম মন শুয়ে যায়।।

আপনার সারাদিনের কার্যক্রম দেখে খুব ভাল লাগল, বৃষ্টির পর যখন রোদের দেখা পাওয়া যায় তখন অনেক ভাল লাগে, কলার মোচার তরকারি মেয়েদের অনেক পছন্দের, এটা আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।