![]() |
---|
শীতের সকালে রোদের দেখা পেলে উপভোগ করতে কে না চায়। ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করে আর উঠেই দেখি রোদ উঠে গেছে। তাই ফ্রেশ হয়ে কিছু সময় রোদ্রেই দাঁড়িয়ে ছিলাম তার একটু পরেই বাবা বলতেছিল পাশের জমিতে একটু সার দিতে। সর্বপ্রথম একটা জমিতে ভুট্টা রোপন করেছিলাম আর গাছগুলো এখন বেশ বড় হতে শুরু করেছে।
![]() |
---|
![]() |
---|
সকালের খাবার খেয়ে সার নিয়ে জমিতে যাই আর জমির মাঝে কিছু সময় দাঁড়িয়ে থেকে ফোন দেখতে থাকি। অনেক সুন্দর রোদ উঠেছিল উপভোগ করতে ভালোই লাগছিল। বেশ কিছু সময় রোদ উপভোগ করার পর সারগুলো জমিতে দেওয়ার প্রস্তুতি নেই। অল্প কিছু সার বেশি সময় লাগবে না তাই এত তারা ছিল না। কিছুক্ষণ পরে ই সারগুলো জমিতে ছিটিয়ে দেয়।
![]() |
---|
আপনারা দেখতেই পাচ্ছেন ভুট্টার গাছগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে শীতের সকালে কুয়াশার বিন্দু বিন্দু জল লেগে আছে পাতার সাথে দেখতেই অনেক সুন্দর লাগতেছিল। এখন শুধু গাছগুলো যত্ন করতে হবে তাহলেই অনেক ভালো ফলন দেখা যাবে। যদি যত্ন ভালোভাবে না করি ফসল ভালো হবে না তাই সময় মতোই সার দিয়ে নিলাম আর হয়তো এক দুই দিনের মধ্যে পানিও দেব।
জমিতে সার দেওয়ার পর বাসায় চলে আসি, ইতিমধ্যেই দুপুর হয়ে গেছে। বাসায় আসার পর কিছু সময় বসে থেকে ফোন দেখতে থাকি আর হ্যাঁ গতকালকে বেশ রোদ উঠেছিল অনেকদিন পর এরকম রোদের দেখা পেয়ে অনেকের অনেক উপকার হচ্ছিল। আমার পাশের বাসার আন্টি বেশ কয়েকদিন হয় ধান সিদ্ধ করে শুকাতে দিয়েছে রোদ না থাকায় ধানগুলো এখনো শুকাতে পারছে না, গতকালকের রোদ উঠায় বেশ উপকার হয়েছে তার।
![]() |
---|
যাই হোক একটু পরেই প্রতিদিনের মতোই গোসল করে নেই যেহেতু রোদ উঠেছে গোসল করতে ভালো লাগতেছিল। গোসল করার পর প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি আর শুয়ে থেকে একটু ফোন দেখতে থাকি, একটু পরেই ঘুমিয়ে যাই।
আর হ্যাঁ বিকালে ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে বাসার কিছু কাজ ছিল সেগুলো করি তারপরই চলে যাই বাজারে। মূলত আমার কিছু কাগজ ফটোকপি করতে হবে, পড়াশোনার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি তাই কিছু পিডিএফ ছিল সেগুলোই মূলত বের করার জন্য বাজারে যাওয়া।
![]() |
---|
![]() |
---|
আমাদের বাসার কাছে একটা বাজার আছে "নবীন বাজার" সেখানে ফটোকপি করার ভালো দোকান নেই তাই সেখান থেকে আরো কিছুটা দূরে একটা বাজার আছে যেটার নাম কুলাঘাট। সেখানে সব ধরনের ফটোকপি থেকে শুরু করে জিনিসপত্র পাওয়া যায়। মূলত আমি সেখানেই যাই আর আমার ফটোকপি গুলো করে বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা পার গেছে তাই বাসায় এসে নাস্তা করে একটু পড়তে বসি।
এখন সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রচন্ড ঠান্ডা তাই সকাল বেলা রোদ গায়ে লাগলে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আমার শ্বশুরমশাই কে বলতে শুনি রোদটা খুব মিষ্টি লাগছে। যাইহোক শীতকালে ভুট্টা রোপন করা হয় সেটা একদমই জানা ছিল না। আপনার সারাদিনের কাজকর্ম করে ভালো লাগলো। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit