আজ কয়েকদিন হয় নিজেকে অসুস্থ মনে হচ্ছে, মাঝে মাঝে মাথা ঝিমঝিম করে আর কোন কিছুই ভালো লাগে না জানিনা কি সমস্যা হচ্ছে। আমি একটু একটু বুঝতে পারছি হয়তো অতিরিক্ত ফোন ব্যবহার করার জন্য এরকমটা হচ্ছে। সত্যি কথা বলতে আজকাল ফোন একটু বেশি ব্যবহার করা হচ্ছে। আর আমরা সকলেই জানি অতিরিক্ত কোন কিছুই ভালো না যার প্রভাব খারাপ ভাবে পড়ে। তাই ভাবতেছি ফোন কিছুটা কম ব্যবহার করব। প্রতিদিনই রাত বারোটার পর ঘুমানো হয় আর এই সময়টুকু ফোনের দিকে তাকিয়ে থাকতেই যায়। এছাড়াও সকালে উঠে ফোন ব্যবহার করি তাই নিজেকে ফোন থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করছি।
যাই হোক গতকালকে ঘুম থেকে উঠেছিলাম নয়টার দিকে আর ওঠার পর ফ্রেশ হয়ে বসে ছিলাম। পরে মা একটা ডিম এনে দিল সেটা খেয়ে বাইরে বের হলাম হাঁটাহাঁটি করার জন্য। প্রায় বেশিরভাগ সময়ই শুয়ে থেকে অতিবাহিত হয় তাই চিন্তা করতেছি শুয়ে কম থাকবো বাইরে সময় বেশি দেব। বেশ কিছু সময় বাইরে কাটানোর পর বাসায় চলে আসি।
আর হ্যাঁ গতকাল ছিল শুক্রবার মসজিদে যেতে হবে, তাই বাসার কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে গোসল করে নেই আর রুমে এসে কিছু সময় বসে থাকি, তার একটু পরেই আজান হয়ে যায়। তাই দেরি না করে রেডি হয়ে চলে যায় মসজিদে আর নামাজ শেষ করে বাসায় চলে আসি।
বাসায় আস্তে আস্তে প্রায় দুইটা বেজে যায় তাই কিছু সময় বসে থাকার পর দুপুরের খাবার খেয়ে নেই। আর প্রতিদিনই দুপুরের খাবার খাওয়ার পর ঘুমানো হয় তাই গতকালকে ভেবেছি শুয়ে থাকবো না তাই বাইরে যেয়ে একটা চেয়ার নিয়ে বসে। দীর্ঘ সময় বসে থাকার পর ভালো লাগছে না তাই রুমে চলে আসি আর শুয়ে থেকে একটু ফোন দেখতে থাকি একটু পরেই ঘুমিয়ে যাই।
চেয়েছিলাম ঘুমাবো না কিন্তু শুয়ে পড়লে অটোমেটিক ঘুম চলে আসে। যাইহোক বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে ছিলাম। মাথার মধ্যে কেমন জানি করতেছিল ফোনও দেখতে ইচ্ছে করছিল না। পরে একটু রাস্তায় আছি হাঁটাহাঁটি করার জন্য আর আমার সাথে একটা আঙ্কেল ছিল পরে দুজনে মিলে হাঁটাহাঁটি করি আর গল্প করতে থাকি।
জীবনের অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, এখন সারাদিনই শুয়ে বসে থাকলেও হয়তো খুব শীঘ্রই এর অবসান ঘটবে। কারণ পড়াশোনা আবারও শুরু করে দেব সেই সাথে চাকরি পড়াশোনা। অনেক অবহেলা করেছি পড়াশোনা কে আর অবহেলা করা যাবে না নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হবে।
আপনার পোস্টটি পড়ে মনে হলো আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অতিরিক্ত ফোন ব্যবহারের প্রভাব আমাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর পড়তেই পারে, আর আপনি সেটা সচেতনভাবে বুঝতে পেরে ফোনের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন—এটা খুবই ইতিবাচক। প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন যেমন হাঁটাহাঁটি করা, বাইরে সময় কাটানো, এগুলো আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। পড়াশোনা এবং চাকরির জন্য আবারও ফোকাস করতে যাচ্ছেন, এটা শুনে খুব ভালো লাগলো। নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে হলে, এই ধরনের শৃঙ্খলা ও দায়িত্ববোধ খুব জরুরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যতদিন যাচ্ছে তত চিন্তা বাড়ছে সবকিছু ভেবেই কিছু কিছু জিনিস উপলব্ধি করতে পারছি ভাই।। আর হ্যাঁ আসলে ই ফোন অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে তাই সেটা কমানোর চিন্তা করেছি।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit