Better Life with Steem|| The Diary Game||12 June 2024

in hive-120823 •  4 months ago 
Picsart_24-06-13_19-22-44-862.jpg

বন্ধুরা গত কালকের দিনটা বেশ ব্যস্ততার সাথেই কেটেছে সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করেছি। সকালে ঘুম থেকে ওঠার পর ভাই বলতেছিল আজকে একটু মার্কেটে যাবে বেশ কয়দিন হয় যাওয়ার কথা কিন্তু ব্যস্ততার জন্য যেতে পারিনি। আর আমিও ভাইয়ের সাথে যাব আমার একটু কেনাকাটা রয়েছে।

IMG_20240612_185647.jpg

যেহেতু মার্কেটে যাব তাই সকালেই বাড়ির কাজগুলো গুছিয়ে নেই। তারপরে ১২.০০ দিকে রেডি হয় মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই বাসা থেকে বের হয়ে আমরা অটোতে উঠি আর সেখান থেকে চলে যাই মার্কেট। আর হ্যাঁ আমার রুমের জন্য একটা ওয়াড্রব নেব অনেকদিন হয় নিব নিব করে নেয়া হয় না তাই ভাবলাম আজকে নিয়ে আসি যেহেতু সামনে ঈদ।

আমরা সর্বপ্রথম ওয়ারড্রবের দোকানেই যায় আর যেয়ে বেশকিছু ওয়ারড্রব দেখার পর একটা পছন্দ করি। আর দোকানদার সাথে আমরা দামাদামি করে তাকে বলি আমাদের আরো কিছু কাজ রয়েছে সেগুলো করে আপনার এখানে এসে ওয়ারড্রব নিয়ে যাব তিনি বলল ঠিক আছে।

IMG_20240612_185626.jpg

পরে সেখান থেকে আমরা একটা দোকানে যাই বাবুর জন্য পাঞ্জাবি নেওয়ার জন্য। বাবু বলতেছিল এবারের ঈদে পাঞ্জাবি নেবে। আর হ্যাঁ মার্কেট যাওয়ার পর দেখি একদমই ফাঁকা মানুষ খুবই কম। সাধারণত আমাদের কুরবানীর ঈদে মানুষজন কেনাকাটা খুবই কম করে থাকে কিন্তু রোজার ঈদে সকলেই একবারে কেনে‌ থাকে।

IMG_20240612_185533.jpg

পরে আমাদেরকে দোকানদার বেশ কিছু পাঞ্জাবি দেখানোর পর আমরা একটা পাঞ্জাবি পছন্দ করি রংটা সুন্দর ছিল। সে আমাদের কাছে পাঞ্জাবিটা দাম চেয়েছিল ৭০০ টাকা। ছোট বাচ্চাদের জিনিসের মূল্য একটু বেশি হয়ে থাকে। তারপর আমরা দামাদামি করে ৪০০ টাকায় ঠিক করি আর পাঞ্জাবিটা নিয়ে নেই।

IMG_20240612_185406.jpg

তারপর সেখান থেকে চলে যাই একটা প্যান্টের দোকানে বাবুর জন্য বাসায় পড়ার জন্য কিছু প্যান্ট দরকার। আর সেখানে যেয়ে আমরা তিনটা প্যান্ট নেই ১৫০ টাকা দিয়ে।

IMG_20240612_185423.jpg

তারপর সেখান থেকে চলে যায় আর একটা দোকানে ভাইয়ের শালার জন্য একটা প্যান্ট ও গেঞ্জি নেওয়ার জন্য। পরে সেখানে যেয়ে বেশ কিছু প্যান্ট দেখার পর একটা প্যান্ট ও গেঞ্জি পছন্দ হয় সেটা আমরা ৫০০ টাকা নেয়।

পরে সেখান থেকে আর একটা দোকানে যাই বাবুর জিন্স প্যান্ট নেওয়ার জন্য। বাবুর জিন্স প্যান্ট অনেক পছন্দ করে আমরা সেটা ৩০০ টাকা দিয়ে নিয়ে। আর প্যান্ট বাসায় আনার পরেই বাবু পরে আর অনেক খুশি হয়।

IMG_20240612_180107.jpg

পরে সেখান থেকে আবারো চলে যাই ওয়ারড্রব এর দোকানে আর যেয়ে দেখি আমরা যার সাথে কথা বলেছি তিনি নেই তার বাবা বসে আছে। আর আমরা যাওয়ার পর তিনি বলে আমাকে বলে গেছে তোমরা নিয়ে যেতে পারো। আর এই ওয়ারড্রব টা ৯৫০০টাকা দিয়ে নেই।

IMG_20240612_185513.jpg
IMG_20240612_185454.jpg

আর বাসায় আসার পথে কিছু আম ও কলা কিনে বাসায় চলে আসি আর বাসায় আস্তে আস্তে আমাদের প্রায় ৫.০০ পার হয়। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি ব্যস্ততার সাথে পার করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনাদের ঈদ তো দরজায় কড়া নাড়ছে। তাই তো ভাইয়ের সাথে মার্কেটে গিয়েছিলেন কেনাকাটা করার জন্য। মার্কেটে গিয়ে প্রথমে নিজের জন্য একটা ওয়ারড্রব কিনেছিলেন। তারপর আরও অন্য রকম জিনিস কিনতে গিয়েছিলেন। আজ পাঞ্জাবি, প্যান্টও কিনেছিলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

বাহ! সারাদিন বেশ মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন। আপনি ঠিকই বলেছেন ভাই, সাধারণত মানুষ ঈদুল ফিতরে বেশি কেনাকাটা করে। ঈদুল আযহায় তেমন একটা কেনাকাটা করে না।
আপনার কেনা ওয়ারড্রবটি খুব সুন্দর হয়েছে। সেই সাথে অনেকগুলো দেখি কাপড়ও কিনেছেন। আসলে আমার কাছে মনে হয়, বড় মানুষের থেকে ছোট বাচ্চাদের কাপড়ের দাম একটু বেশি।

ব্যস্তময় একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাই মার্কেটে অনেকটা সময় পার করেছি, এটা আপনি একদম সঠিক বলেছেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের জিনিসের মূল্য অনেক বেশি।। তারপরও কিছু করার নাই বাচ্চাদের শখ পূরণ করার জন্য তাদের পছন্দের জিনিস কিনে দিতে হয়।।

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম বেশ সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।

তবে অন্য দিনের দিন লিপির চাইতে আজকে অনেকটাই ব্যতিক্রম কেননা ঈদের শপিং করার জন্য মার্কেটে গিয়েছেন অন্যরকম একটি ভালোলাগা কাজ তো করবেই অনেকদিন ধরে ইচ্ছা করছে যে ঘরে একটি ওয়ারড্রব কিনবেন তবে আলসেমের জন্য কিনাই হয় না।

জি ভাই ব্যস্ততার সাথে দিন টা পার করেছি আর মার্কেটে গেলে সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না।। আর ঘরের জিনিস তো লাগে, সবকিছুই ক্রয় করতে হবে।। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ভালো থাকবেন ধন্যবাদ।

আসলেই তাই আনন্দময় সময় গুলো অনেক দ্রুতই ফুরিয়ে যায় । কেনাকাটা করার সময় মার্কেটে গিয়ে সময় যে এত দ্রুত শেষ হয়ে যায় টেরে পাওয়া যায় না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য।

সকালে ভাইয়ের সাথে মার্কেটে গিয়েছিলেন। কোরবানীর ঈদে সাধারণত মানুষের কোরবানীর পশু কেনার প্রতি বেশী ফোকাস থাকে। তাই মার্কেটেও কম ভীড় দেখা যায়। বাবুর জন্য সুন্দর একটি পাঞ্জাবী কিনেছেন। আমাদের দেশের দোকানদাররা বেশী লাভের আশায় উল্টা-পাল্টা দাম বলে। ৭০০ টাকার পাঞ্জাবী যেখানে ৪০০ টাকায় দিয়েও তার যথেষ্ট লাভ হয়েছে। তাহলে এত বেশী দাম চাওয়ার কী দরকার ছিল। আপনার নতুন ওয়াড্রবটা সুন্দর হয়েছে । ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে। ভালো থাকবেন।