Better Life with Steem|| The Diary Game||13 June 2024

in hive-120823 •  4 months ago 
Picsart_24-06-14_14-27-11-262.jpg

কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো বা রোদ আর প্রতিটি মানুষের এই আবহাওয়া মানিয়ে চলতে হয়। আবহাওয়া কখনো একরকম থাকে না, আর একই আবহাওয়া সব সময় দেখতে ভালোও লাগে না। কিন্তু সৃষ্টিকর্তা যখন যে রকম আবহাওয়া দিবে সেটাই আমাদের মানতে হবে।

IMG_20240613_142130.jpg

রাতে পছন্ড বৃষ্টি হয়েছে, আর এত বেশি বৃষ্টি হয়েছে যে এক রাতেই খাল-বিল সব ভরে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাই পানি দেখতে, আর যেয়ে দেখি কল্পনার বাইরে পানি হয়েছে। আর এর আগের বছরও এক রাতে বৃষ্টির কারণে সবকিছু ভরে গেছিল। আমাদের বাসার পাশে একটি ছোট ব্রিজ রয়েছে আর সেখানে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি।

IMG_20240613_142108.jpg

আমি যাওয়ার পরে পরে আমার ভাগনাও সেখানে যায়, আর ভাগনা সহ বেশ কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে সকালের মুহূর্ত উপভোগ করতে থাকি। তার কিছু সময় পরে বাসায় চলে আসি আর সকালের নাস্তা করে নেই।

যেহেতু আবহাওয়া খারাপ তাই বাসায় তেমন কাজ ছিল না, নাস্তা খাওয়ার পর রুমে এসে শুয়ে ছিলাম তার একটু পরেই একটা আন্টি এসে ডাকতে ছিল। পরে বাইরে বের হলাম আর তাকে বললাম জি আন্টি বলুন আর আন্টিটা কমিউনিটি ক্লিনিকে চাকরি করে। সে এসে আমাকে বলতেছিল আজকে ক্লিনিকে মিটিং রয়েছে দুপুর ১২.৩০ দিকে আর আমি তাকে বললাম ঠিক আছে।

IMG_20240613_142246.jpg

ক্লিনিকে মিটিংয়ে আমাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে, এই কমিউনিটি ক্লিনিকে আমি একজন সদস্য আর আমার মত ১৭ জন সদস্য আছে তাদের সবাইকে ডেকেছিল। এছাড়া আরো বেশ কিছু মহিলা মানুষকে ডেকেছিল। পরে আমি ঠিক ১২ টার পর সেখানে উপস্থিত হয়। আর আমি যেয়ে দেখি এখনো সবাই আসেনি কিছু মানুষ এসেছে আর একটু পরেই সকলেই চলে আসে। পরে আমাদের মিটিংন শুরু করে দেন সম্মানিত একজন ম্যাম।

সে আমাদের কমিউনিটি ক্লিনিক এর উন্নতির স্বার্থে কিছু কথা বলেন সেগুলো খুবই জরুরী ছিল। আসলে আমরা অনেকেই রয়েছি কমিউনিটি ক্লিনিক পাওয়ার ফলে এটাকে বেশ অবহেলা করি খুব বেশি গুরুত্ব দেই না, আসলে এমনটা করা কখনোই উচিত নয়। এছাড়া বলেছিল ক্লিনিকে সবাই ওষুধ নিতে আসলে কিছু কিছু টাকা জানো দেয় এতে করে ক্লিনিকের অনেক উন্নতি করা সম্ভব।

IMG_20240613_142220.jpg

যাই হোক পরে মিটিং শেষ করে আমি বাসায় চলে আসি। আর বাসায় আসার পর গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসি। আর রুমে এসে বেশ কিছুক্ষণ, শুয়ে থেকে মোবাইল দেখি আর তার একটু পরেই ঘুমিয়ে যাই। পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম। কেন জানি ভালো লাগতেছিল না পরে বোনের সাথে বেশ কিছুক্ষণ গল্প করি।

IMG_20240613_185345.jpg

পরে একটু বাইরে বের হয় আর বেশ কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে বাসায় এসে দেখি বোন আম খাচ্ছে পরে আমিও বোনের সাথে বসে আম খায়। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

প্রকৃতি একেক সময় একেক রূপ ধারন করে আর এসব মানিয়ে নিয়েই আমাদের চলতে হয়। এক রাতের বৃষ্টিতে খাল বরে গিয়েছে জেনে অবাক হলাম আর আমাদের এখানে সম্পূর্ণ বিপরীত, কোনো বৃষ্টির দেখা নেই।

আবহাওয়া খারাপ থাকায় তেমন কাজ ছিলো না।তবে ক্লিনিকে একটা মিটিং রয়েছে তাই সেখানে উপস্থিত থাকতে হবে। বোনের সাথে আম খেয়ে দিনের কার্যক্রমের ইতি টানলেন। আম খেতে সবাই খুব ভালোবাসে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

একদম সঠিক বলেছেন প্রাকৃতিক একেক সময় একেক রূপ ধারণ করে, আর সাবধানের প্রাকৃতিক আমাদের সহ্য করতে হবে।। আর হ্যাঁ ক্লিনিকে মাঝেমধ্যে এরকম মিটিং হয়ে থাকে আর আমাকে জানানো হয়।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Loading...

বর্তমানে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। দেখা যায় কমবেশি প্রতিদিন রাতে অনেক ভালো বৃষ্টি হচ্ছে। আপনি ঠিকই বলেছেন সৃষ্টিকর্তার বাইরে আমরা কোন কিছুই করতে পারব না।
আমরা বিগত পোস্টেই অবগত হয়েছিলাম আপনি একটি ক্লিনিকের সদস্য হিসেবে যুক্ত আছেন। সেখানে মিটিং ছিল এজন্য সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়েছেন।
পোস্টের শেষে পরলাম আপনার বোনের সাথে আম খেয়ে পোস্টের ইতি টেনেছেন।

সারাদিনের খানিক মুহূর্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক জায়গায় বর্তমানে বৃষ্টি হচ্ছে আবার অনেক জায়গায় না।। আর এই বৃষ্টিতে অনেকের অনেক বেশি অসুবিধা হচ্ছে।। আর ক্লিনিকে সদস্য থাকায় আমাকে মাঝে মাঝে সেখানে যেতে হয় আর আমার যেতেও ভালো লাগে।।

ধন্যবাদ মূল্যবান মতামত এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

আসলে প্রকৃতি তার আপন নিয়মে চলে। কখনো কখনো শীতকালেও বৃষ্টি হয়। এগুলো আমাদের মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকেনা। এক রাতের বৃষ্টিতে আপনাদের ওখানকার খাল বিল ভরে গিয়েছে। বোঝাই যাচ্ছে মুষলধারে খুব বৃষ্টি হয়েছে। দুপুরের দিকে ক্লিনিকে গিয়েছিলেন মিটিং এর জন্য। আপনি ওই ক্লিনিকের একজন সদস্য। জেনে ভালো লাগলো।সন্ধ্যায় বোনের সাথে আম খেয়েছেন। আমের সিজন চলছে তাই এই ফলটাই বেশী খাওয়া হচ্ছে। ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।

একদম প্রকৃতি তার আপন নিয়মই চলে, আর যখনই যেভাবেই আবহাওয়া পরিবর্তন হোক না কেন সবকিছু আমাদের মেনে নিতে হয়।। আর হ্যাঁ ক্লিনিকে আমি সদস্য হয় মাঝে মাঝে আমাকে যেতে হয় আর আমারও যেতে ভালোই লাগে।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

বাহ আপনার দিন লিপি খুব ভালোভাবেই আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এখন বাংলাদেশে আমের সিজন যদি দিনে একবার আম না খাওয়া হয় তাহলে কি আর হয়।

আপনি কিছু সময় হাঁটাহাঁটি করার পর বাড়িতে এসে দেখেন আপু আম কাটছে তারপর আপনি ও‌ বসে গেলেন আম খাওয়ার জন্য ভাই আমি কি একা একা খেলে হবে আমাদের দেখি একটু তাকান এত সুন্দর আম দেখে তো খেতে ইচ্ছা করছে। 🤤

একদম সঠিক বলেছেন বর্তমান সময়ে আমের সিজন চলছে আর প্রতিদিন আম না খেলে কি আর হয়।। আর এ বছর আমাদের কাছে আম অনেক কম ধরেছে যার জন্য কিনে খেতে হচ্ছে।।। আর হ্যাঁ আপনাদের দেখানোর জন্যই দিয়েছি খাওয়ার জন্য না 🤣🤣🤣 আপনার মাঝে মাঝে হাস্যকর কমেন্টগুলো পড়তে আমার ভালই লাগে।।

ভাই আপনি একজন হাসিখুশি মানুষ আপনার কমেন্টগুলো পড়তে বরাবরই অনেক ভালো লাগে এবং চেষ্টা করি রিপ্লে গুলো দেওয়ার, যাই হোক আপনি যে আমাদের আমগুলো দেখানোর জন্য দিয়েছেন এটা শুনে অনেক কষ্ট পেলাম একটু খাওয়ার ইনভাইট করলেন না। শুধু কি আমরা দেখেই যাব খেতে পারব না।,😭😭