Better Life with Steem|| The Diary Game||21 august 2024

in hive-120823 •  4 months ago 
Picsart_24-08-22_18-50-39-670.jpg

বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক ভয়াবহ বন্যা হচ্ছে আবার অনেকেই সেখানে যেয়ে সাহায্য করতেছে। আমি তাদেরকে স্যালুট জানাই, যারা এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে যাচ্ছে। আসলে মানুষ মানুষের জন্য কেউ বিপদে পড়লে সেখানে দাঁড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। আর এই দায়িত্ব ও কর্তব্য অনেকেই পালন করতেছে সেটা সত্যিই অনেক ভালোলাগার একটা বিষয়।

IMG_20240821_171848.jpg

ঘুম থেকে ওঠার পর ভালো লাগতেছিল না, তাই একটু ফ্রেশ হয়ে বাইরে বের হই। আর বাসার পাশে একটা নয়নতারা ফুলের গাছ রয়েছে আর এই গাছে অনেক ফুল ফুটেছে দেখে অনেক ভালো লাগলো। ফুল প্রতিটি মানুষের পছন্দ আবার অনেকেই শখের বসে নিজ বাড়িতে ফুলের গাছ লাগিয়ে থাকে। যাইহোক কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসি আর সকালের খাবার খেয়ে নেই।

IMG_20240821_172009.jpg

খাবার খাওয়ার পর রুমে চলে আসি আর কিছু সময় শুয়ে থেকে নিউজ দেখতে ছিলাম, তারপরে আবার একটু বাইরে বের হয়। আর ভাইয়া দেখি গরুকে খাওয়াচ্ছেন পরে আমি একটু ভাইয়াকে সাহায্য করি। ভাইয়া থাকায় আমার অনেক উপকার হয়েছে কারণ বাড়ির বেশিরভাগ কাজ ভাইয়া নিজেই করে থাকে। কিছু সময় ভাইয়ের কাজে সাহায্য করি তারপরে একটু রাস্তায় যাই আর একটা ভাইয়ের সাথে দেখা হয় পরে তার সাথে কিছুক্ষণ গল্প করি। তারপর বাসায় চলে আসি।

IMG_20240821_172232.jpg

ইতিমধ্যে দুপুর পার হয়ে যায়, তাই দেরি না করে প্রতিদিনের মতোই গোসল করে নেই। আর গোসল করার পর খাবার খেয়ে রুমে চলে আসি আর শুয়ে থেকে কিছু সময় বন্যার পরিস্থিতি দেখলাম, দেখে অনেক খারাপ লাগলো। বিশেষ করে ফেনীর অবস্থা খুবই খারাপ অনেকে আশ্রয় কেন্দ্র যেতে পারছে না, সত্যি দেখে অনেক খারাপ লাগছিল। দীর্ঘ অনেক বছর পর এতটা ভয়াবহ বন্যা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়।

বেশ কিছু সময় খবর দেখার পর একটু ঘুমিয়ে যাই। রাতে ঘুমাতে বেশ দেরি হয় তাই দিনের বেলায় ঘুমালে রাতে ঘুমানোর চাপ থাকে না। আমি বেশিরভাগ সময় তিনটার পরেই ঘুমাই আর পাঁচটার মধ্যে উঠে যায়। গতকালকেও এর ব্যতিক্রম নয় ঠিক পাঁচটার কিছু সময় আগে ওঠার পর ফ্রেশ হয়ে বাইরে হাঁটাহাঁটি করার জন্য‌ বের হই।

IMG_20240821_172158.jpg

আমাদের এখানে আবহাওয়া কিছুটা খারাপ হলেও তেমন বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে বৃষ্টি হবে। কিন্তু আমাদের লালমনিরহাটে তিস্তার ওখান দিয়ে বেশ বৃষ্টি হচ্ছে আর তিস্তা নদীর পানি অনেক বৃদ্ধি পাচ্ছে। আশেপাশে অনেক এলাকা বন্যায় প্রবালিত হচ্ছে, এছাড়াও নদী ভাঙ্গন শুরু হয়েছে অনেকের বাড়ি নদীর কাছে হওয়ায় সেগুলো শুরানো হচ্ছে। সব মিলিয়ে আমাদের লালমনিরহাটের কিছু কিছু জায়গায় মানুষ অনেক কষ্টের মধ্যে দিন বার করছে।

যাই হোক বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসি ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hola apreciado amigo. Que bueno que puedas disfrutar la vida pese a las adversidades. Te deseo éxitos y bendiciones

Loading...

বাহ আবারো সুযোগ হল আপনার একটি দিনের কার্যক্রম পড়ার। আপনার আজকের দিনে যতগুলো ছবি শেয়ার করছেন আপনার সেলফি সহ নয় তারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

আপনি আমার চাইতে অনেক ভালো ফটোগ্রাফি করে থাকেন মাঝে মাঝে আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে।। আর তার মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি ও শেয়ার করেন।।

আপনার সারাদিনের কাজকর্ম তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছেন। সকাল বেলায় উঠে, হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে খুবই উপকারী। ফুল গাছ প্রত্যেকেই শখের জন্যই লাগায় আবার কেউ ব্যবহার করার জন্য ফুলের গাছ লাগায়। তবে সাদা ফুল প্রত্যেকের বাড়িতেই থাকে ।কারণ পূজোর কাজে সাদা ফুল টাই বেশি ব্যবহার করা হয়। আপনার সারাদিনের কাজকর্ম গুলি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।

ইসলাম ধর্মের চাইতে সনাতন ধর্মের বাসায় ফুলের গাছ বেশি থাকে যেমন আপনি বললেন সাদা ফুল আর সেটা আপনাদের পুজোর কাজে ব্যবহার করে থাকেন।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। সত্যি তাদের অবস্থা খুব খারাপ। অনেকেই সাহায্যের হাত বাড়িতেছে তাদের জন্য মন থেকে ভালোবাসা জানাই। বাড়ির পাশের নয়নতারা ফুল সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। সাদা রং এর নয়নতারা ফুল আমার কাছে বেশি ভালো লাগে। বিকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁটতে বেরিয়েছিলাম৷ আপনার মতো আমিও বিকালে হাঁটতে যাই। ভালো লাগলো আপনার কার্যক্রম পড়ে। ভালো থাকবেন।

  • আপনার দিনের কার্যক্রম গুলো পড়ে ভালো লাগলো আজকের দিনের কার্যক্রম গুলো সম্পর্কে জানতে পারলাম বিভিন্ন কর্মকান্ডের মধ্যে অতিবাহিত করেছেন আজকের দিনটি আপনি। তবে বন্যার পরিস্থিতি সব জায়গাতেই খারাপ ।আল্লাহ রাব্বুল আমার যেন সবাইকে সাহায্য করে সেই কামনাই করি ভাল থাকবেন।

আমাদের প্রতিটি মানুষের একেক দিনের কার্যক্রম এক এক রকম হয়ে থাকে।। যেদিন যেভাবেই যাক না কেন সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানানো প্রয়োজন।।